ETV Bharat / bharat

5.51 লাখ প্রদীপের আলোয় মায়াবী অযোধ্য়া - সরযূ নদী

আজ অযোধ্য়ার দীপোৎসবের সূচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্য়বাদ জানান যোগী আদিত্য়নাথ ৷ তিনি বলেন, কোরোনা আবহের মধ্য়েও প্রধানমন্ত্রী রাম মন্দির তৈরির কাজ শুরু করিয়েছেন ৷ অযোধ্য়ার দীর্ঘদিনের স্বপ্ন পূরণের জন্য় তাঁকে ধন্য়বাদ ৷ অযোধ্য়ায় এই দীপোৎসবের আজ প্রথমদিন ৷ প্রদীপ জ্বালিয়ে যার শুভ সূচনা করেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী ৷

earthen-lamps-lit-on-the-bank-of-river-saryu-in-ayodhya-as-part-of-deepotsava
5.51 লক্ষ প্রদীপের আলোয় মায়াবী অযোধ্য়া
author img

By

Published : Nov 13, 2020, 10:47 PM IST

অযোধ্য়া, 13 নভেম্বর : দীপাবলির আগের রাতে অযোধ্য়ায় সরযূ নদীর পারে দীপোৎসবর আয়োজন ৷ যার সূচনা করেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ ৷ যেখানে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য়ে দিয়ে এর সূচনা করেন তিনি ৷ দীপোৎসবকে কেন্দ্র করে আলোয় সেজে উঠেছে গোটা অযোধ্যা ৷ সরযূর জলে প্রদীপ জ্বালিয়ে তৈরি করা হয়েছে রামচন্দ্রের প্রতিচ্ছবিও ৷ সব মিলিয়ে দীপাবলির আগের রাতে আলোর উৎসবে জমজমাট রাম জন্মভূমি ৷

আজ অযোধ্য়ার দীপোৎসবের সূচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্য়বাদ জানান যোগী আদিত্য়নাথ ৷ তিনি বলেন, কোরোনা আবহের মধ্য়েও প্রধানমন্ত্রী রাম মন্দির তৈরির কাজ শুরু করিয়েছেন ৷ অযোধ্য়ার দীর্ঘদিনের স্বপ্ন পূরণের জন্য় তাঁকে ধন্য়বাদ ৷ অযোধ্য়ায় এই দীপোৎসবের আজ প্রথমদিন ৷ প্রদীপ জ্বালিয়ে যার শুভ সচনা করেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী ৷ এরপরেই সরযূ নদী ও তার তীরবর্তী অঞ্চল প্রদীপের রোশনাইয়ে ভোরে যায় ৷ রাতের অন্ধকারে মায়াবী সেই দৃশ্য় সবাইকে মুগ্ধ করেছে ৷ এদিন ‘রাম কি পাইদি’-তে আরতি করেন যোগী আদিত্য়নাথ ৷ মোট 5 লাখ 51 হাজার প্রদীপ জ্বালানো হয়েছে দীপোৎসব উপলক্ষ্য়ে ৷ যা এক অভূতপূর্ব দৃশ্য় ৷ এনিয়ে উত্তরপ্রদেশের পর্যটন মন্ত্রী নীলকান্ত তিওয়ারি বলেন, শ্রীরামে পবিত্র জন্মস্থান অযোধ্য়ায় আজ দীপোৎসবের প্রথমদিন ৷ সেই উপলক্ষ্য়ে রামের শোভাযাত্রা বের করা হয় ৷ ধর্মগীরের প্রধান রাস্তা হয়ে রামকথা পার্ক হয়ে রাম জন্মভূমির মূল ফটকের কাছে পৌঁছায় ৷ সেখানে ফুল ছড়িয়ে রামের রথটিকে স্বাগত জানানো হয় ৷ তবে, এদিনের দীপোৎসবের সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল সরযূর তীরে লেজার লাইটের শো ৷ যা দেখতে অসংখ্য় মানুষ এ দিন সরযূর পাড়ে আসেন ৷



আগামীকাল দীপাবলির দিন দীপোৎসব উপলক্ষ্য়ে আরো জাঁকজমক আয়োজন রয়েছে অযোধ্য়ায় ৷ আগামী দু’দিন ধরে এই উৎসব সেখানে চলবে ৷ সব মিলিয়ে দীপাবলি উপলক্ষ্য়ে স্বর্গীয় রূপ নিয়েছে শ্রী রাম জন্মভূমি অযোধ্য়া ৷

অযোধ্য়া, 13 নভেম্বর : দীপাবলির আগের রাতে অযোধ্য়ায় সরযূ নদীর পারে দীপোৎসবর আয়োজন ৷ যার সূচনা করেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ ৷ যেখানে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য়ে দিয়ে এর সূচনা করেন তিনি ৷ দীপোৎসবকে কেন্দ্র করে আলোয় সেজে উঠেছে গোটা অযোধ্যা ৷ সরযূর জলে প্রদীপ জ্বালিয়ে তৈরি করা হয়েছে রামচন্দ্রের প্রতিচ্ছবিও ৷ সব মিলিয়ে দীপাবলির আগের রাতে আলোর উৎসবে জমজমাট রাম জন্মভূমি ৷

আজ অযোধ্য়ার দীপোৎসবের সূচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্য়বাদ জানান যোগী আদিত্য়নাথ ৷ তিনি বলেন, কোরোনা আবহের মধ্য়েও প্রধানমন্ত্রী রাম মন্দির তৈরির কাজ শুরু করিয়েছেন ৷ অযোধ্য়ার দীর্ঘদিনের স্বপ্ন পূরণের জন্য় তাঁকে ধন্য়বাদ ৷ অযোধ্য়ায় এই দীপোৎসবের আজ প্রথমদিন ৷ প্রদীপ জ্বালিয়ে যার শুভ সচনা করেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী ৷ এরপরেই সরযূ নদী ও তার তীরবর্তী অঞ্চল প্রদীপের রোশনাইয়ে ভোরে যায় ৷ রাতের অন্ধকারে মায়াবী সেই দৃশ্য় সবাইকে মুগ্ধ করেছে ৷ এদিন ‘রাম কি পাইদি’-তে আরতি করেন যোগী আদিত্য়নাথ ৷ মোট 5 লাখ 51 হাজার প্রদীপ জ্বালানো হয়েছে দীপোৎসব উপলক্ষ্য়ে ৷ যা এক অভূতপূর্ব দৃশ্য় ৷ এনিয়ে উত্তরপ্রদেশের পর্যটন মন্ত্রী নীলকান্ত তিওয়ারি বলেন, শ্রীরামে পবিত্র জন্মস্থান অযোধ্য়ায় আজ দীপোৎসবের প্রথমদিন ৷ সেই উপলক্ষ্য়ে রামের শোভাযাত্রা বের করা হয় ৷ ধর্মগীরের প্রধান রাস্তা হয়ে রামকথা পার্ক হয়ে রাম জন্মভূমির মূল ফটকের কাছে পৌঁছায় ৷ সেখানে ফুল ছড়িয়ে রামের রথটিকে স্বাগত জানানো হয় ৷ তবে, এদিনের দীপোৎসবের সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল সরযূর তীরে লেজার লাইটের শো ৷ যা দেখতে অসংখ্য় মানুষ এ দিন সরযূর পাড়ে আসেন ৷



আগামীকাল দীপাবলির দিন দীপোৎসব উপলক্ষ্য়ে আরো জাঁকজমক আয়োজন রয়েছে অযোধ্য়ায় ৷ আগামী দু’দিন ধরে এই উৎসব সেখানে চলবে ৷ সব মিলিয়ে দীপাবলি উপলক্ষ্য়ে স্বর্গীয় রূপ নিয়েছে শ্রী রাম জন্মভূমি অযোধ্য়া ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.