ETV Bharat / bharat

বালাকোট অভিযান সম্পর্কে বেশি কিছু জানি না : সানি দেওল - india

পাকিস্তানের বালাকোটে ভারতের অভিযান নিয়ে তিনি বেশি কিছু জানেন না । জানেন না ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়েও । বললেন সানি দেওল ।

সানি দেওল
author img

By

Published : May 7, 2019, 9:49 AM IST

গুরদাসপুর (পঞ্জাব), 7 মে : "বালাকোট অভিযান সম্পর্কে আমি বেশি কিছু জানি না । পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কেও বেশি কিছু জানি না । আমি এখানে থেকে মানুষের সেবা করব । যদি আমি ভোটে জিতি তাহলে আমার এবিষয়ে একটা মতামত তৈরি হবে । এই মুহূর্তে আমার কোনও মতামত নেই ।" পাকিস্তানের বালাকোটে ভারতের অভিযান নিয়ে এই মন্তব্য করলেন BJP প্রার্থী সানি দেওল ।

সম্প্রতি BJP-তে যোগ দেন অভিনেতা সানি। দলের তরফে তাঁকে পঞ্জাবের গুরদাসপুরের প্রার্থী ঘোষণা করা হয় । বালাকোট অভিযান নিয়ে তিনি বলেন, "সিনেমা ভিন্ন বিষয় । এটা সিনেমা নয়, বাস্তব জীবন । আমি সবসময় ইতিবাচক ভূমিকায় অভিনয় করেছি । আমার আবেগটাও একই রকম ।"

গতকাল গুরদাসপুরে রোড শো করেন সানি । তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "শেষ পাঁচ বছর মোদিজি দারুণ কাজ করেছেন । আমি ওর এই ভালো কাজের সঙ্গী হতে চাই ।"

গুরদাসপুর (পঞ্জাব), 7 মে : "বালাকোট অভিযান সম্পর্কে আমি বেশি কিছু জানি না । পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কেও বেশি কিছু জানি না । আমি এখানে থেকে মানুষের সেবা করব । যদি আমি ভোটে জিতি তাহলে আমার এবিষয়ে একটা মতামত তৈরি হবে । এই মুহূর্তে আমার কোনও মতামত নেই ।" পাকিস্তানের বালাকোটে ভারতের অভিযান নিয়ে এই মন্তব্য করলেন BJP প্রার্থী সানি দেওল ।

সম্প্রতি BJP-তে যোগ দেন অভিনেতা সানি। দলের তরফে তাঁকে পঞ্জাবের গুরদাসপুরের প্রার্থী ঘোষণা করা হয় । বালাকোট অভিযান নিয়ে তিনি বলেন, "সিনেমা ভিন্ন বিষয় । এটা সিনেমা নয়, বাস্তব জীবন । আমি সবসময় ইতিবাচক ভূমিকায় অভিনয় করেছি । আমার আবেগটাও একই রকম ।"

গতকাল গুরদাসপুরে রোড শো করেন সানি । তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "শেষ পাঁচ বছর মোদিজি দারুণ কাজ করেছেন । আমি ওর এই ভালো কাজের সঙ্গী হতে চাই ।"

London (UK), May 07 (ANI): Duke of Sussex Prince Harry announced that he and his wife Meghan Markle had a baby boy. Thrilled with the joy, Prince Harry said, "Meghan and myself had a baby boy early this morning, mother and the baby are doing incredibly well. It is the most amazing experience. We are both thrilled, grateful to all the support. I'm over the moon, proud of my wife."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.