ETV Bharat / bharat

কাশী বিশ্বনাথে পুজো মোদির - Yogi adityanath

ভোটে বিপুল জয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে কাশী বিশ্বনাথে সমস্ত আচার অনুষ্ঠান মেনে পুজো দিলেন নরেন্দ্র মোদি । তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।

কাশী বিশ্বনাথের পুজোয় নরেন্দ্র মোদি
author img

By

Published : May 27, 2019, 12:39 PM IST

দিল্লি, 27 মে : লোকসভা ভোটে বিপুল জয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি । তাঁর উপর বিশ্বাস রাখার জন্য বারাণসীর মানুষকে ধন্যবাদ জানাতেই এই সফর । তবে বারাণসী যাওয়ার পথে কাশী বিশ্বনাথ মন্দিরে যান তিনি ।

সকাল 10.52 মিনিটে মোদি কাশী বিশ্বনাথ মন্দিরে এসে পৌঁছান । তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । রীতিমতো সমস্ত আচার-অনুষ্ঠান মেনে বিশ্বনাথের পুজো দেন । সকাল 11.17 মিনিট নাগাদ মন্দির ছেড়ে পণ্ডিত দীনদয়াল হস্তকলা অ্যাকাডেমির উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী ।

আজ বারাণসীতে BJP-র কর্মী-সমর্থকদের সঙ্গে এক বৈঠকে বসবেন নরেন্দ্র মোদি । পণ্ডিত দীনদয়াল হস্তকলা অ্যাকাডেমিতেই এই বৈঠকের আয়োজন করা হয় । নিজের কেন্দ্রে লোকসভা ভোটে জয়ের পর আজ বারাণসীতে পা রাখলেন মোদি ।

সকাল 10 টা নাগাদ লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মোদি । সেখানে তাঁকে অভ্যর্থনা জানান উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েক, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ রাজ্য প্রশাসনের পদস্থ আধিকারিকরা ।

দিল্লি, 27 মে : লোকসভা ভোটে বিপুল জয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি । তাঁর উপর বিশ্বাস রাখার জন্য বারাণসীর মানুষকে ধন্যবাদ জানাতেই এই সফর । তবে বারাণসী যাওয়ার পথে কাশী বিশ্বনাথ মন্দিরে যান তিনি ।

সকাল 10.52 মিনিটে মোদি কাশী বিশ্বনাথ মন্দিরে এসে পৌঁছান । তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । রীতিমতো সমস্ত আচার-অনুষ্ঠান মেনে বিশ্বনাথের পুজো দেন । সকাল 11.17 মিনিট নাগাদ মন্দির ছেড়ে পণ্ডিত দীনদয়াল হস্তকলা অ্যাকাডেমির উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী ।

আজ বারাণসীতে BJP-র কর্মী-সমর্থকদের সঙ্গে এক বৈঠকে বসবেন নরেন্দ্র মোদি । পণ্ডিত দীনদয়াল হস্তকলা অ্যাকাডেমিতেই এই বৈঠকের আয়োজন করা হয় । নিজের কেন্দ্রে লোকসভা ভোটে জয়ের পর আজ বারাণসীতে পা রাখলেন মোদি ।

সকাল 10 টা নাগাদ লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মোদি । সেখানে তাঁকে অভ্যর্থনা জানান উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েক, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ রাজ্য প্রশাসনের পদস্থ আধিকারিকরা ।

New Delhi, May 27 (ANI): Delhi Chief Minister Arvind Kejriwal on Sunday motivated party workers to not get disheartened by the crushing defeat in the recently concluded Lok Sabha elections. He said, "There was no negativity against AAP in Delhi. Many people said it is a big election, election of Rahul ji and Modi ji, it isn't Kejriwal's election, let your election come and we will vote for you based on your work." Aam Aadmi Party (AAP) lost on all seven Lok Sabha seats in the national capital by huge margins of votes.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.