ETV Bharat / bharat

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ দেবেন্দ্র ফড়নবিশের, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার - দেবেন্দ্র ফড়নবিশ

আজ সকালে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন NCP-র অজিত পাওয়ার ৷ রাজভবনে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি তাঁদের শপথবাক্য পাঠ করান ৷

শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবিশ
author img

By

Published : Nov 23, 2019, 8:21 AM IST

Updated : Nov 24, 2019, 7:30 AM IST

মুম্বই, 23 নভেম্বর : মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে টানাপোড়েনের অবসান ৷ ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (NCP) নেতা অজিত পাওয়ারের সমর্থনে সরকার গঠন করল BJP ৷ আজ সকালে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন NCP-র অজিত পাওয়ার ৷ রাজভবনে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি তাঁদের শপথবাক্য পাঠ করান ৷ তার আগে মহারাষ্ট্র থেকে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের কথা জানিয়ে ভোর 5টা 47 মিনিটে রাষ্ট্রপতি ভবনের তরফে নোটিফিকেশন জারি করা হয় ৷

দেবেন্দ্র ফড়নবিশ এবং অজিত পাওয়ারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইট করে প্রধানমন্ত্রী বলেন, মহারাষ্ট্রের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাঁরা দায়িত্বপূর্ণভাবে কাজ করবেন বলে তিনি আত্মবিশ্বাসী ৷

  • Congratulations to @Dev_Fadnavis Ji and @AjitPawarSpeaks Ji on taking oath as the CM and Deputy CM of Maharashtra respectively. I am confident they will work diligently for the bright future of Maharashtra.

    — Narendra Modi (@narendramodi) November 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ টুইটে তিনি বলেন, মহারাষ্ট্রের বিকাশের জন্য এই সরকার সবসময় সচেষ্ট থাকবে ৷ উন্নয়নের নতুন মানদণ্ড তৈরি করবে ৷

শপথ গ্রহণের পর দেবেন্দ্র ফড়নবিশ বলেন, "জনগণ আমাদের পক্ষে রায় দিয়েছে ৷ কিন্তু, ফল ঘোষণার পর শিবসেনা অন্য দলের সঙ্গে জোট গঠনের চেষ্টা করে ৷ যার ফলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয় ৷ কোনও খিচুড়ি সরকার নয়, মহারাষ্ট্রে স্থায়ী সরকার প্রয়োজন ৷"

Devendra
মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন দেবেন্দ্র ফড়নবিশ

অন্যদিকে, শপথ গ্রহণের পর অজিত পাওয়ার বলেন, "ফল ঘোষণার পর থেকে কোনও দল সরকার গঠন করতে পারেনি ৷ কৃষক ইশু সহ নানা সমস্যার মুখোমুখি মহারাষ্ট্র ৷ তাই, আমরা স্থায়ী সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছি ৷"

Ajit Pawar
হাত মেলাচ্ছেন অজিত পাওয়ার ও দেবেন্দ্র ফড়নবিশ

24 অক্টোবর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয় ৷ 288 আসনের বিধানসভায় BJP জেতে 105টি আসন ৷ শিবসেনা পায় 56টি আসন ৷ NCP জেতে 54টি আসনে ৷ এবং কংগ্রেস পায় 44টি আসন ৷

BJP এবং শিবসেনা জোট করে নির্বাচনে লড়ে ৷ আর কংগ্রেস ও NCP জোট করে লড়েছিল ৷ কিন্তু, ফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী পদ নিয়ে শিবসেনা এবং BJP-র মধ্যে দ্বন্দ্ব শুরু হয় ৷ শিবসেনা দাবি করে, আড়াই বছর করে দুটি দলের মুখ্যমন্ত্রী থাকবেন ৷ তাতে রাজি হয়নি BJP ৷ এরপর NCP এবং কংগ্রেসের সঙ্গে সরকার গঠনের তোড়জোড় করে শিবসেনা ৷ গতকাল তিন দলের বৈঠক শেষে NCP সুপ্রিমো শরদ পাওয়ার বলেন, শিবসেনা নেতা উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রী করা নিয়ে তাঁরা সর্বসম্মত হয়েছেন ৷ খুব শিগগির তিন দল সরকার গড়ছে বলে জল্পনা ছড়ায় ৷ কিন্তু, সেই জল্পনার মধ্যে আজ সকালে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ আর BJP-র সঙ্গে জোট গড়ে সরকারে সামিল হলেন NCP-র নেতা অজিত পাওয়ার ৷

শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবিশ

তবে শপথগ্রহণ অনুষ্ঠান শেষে NCP প্রধান শরদ পাওয়ার টুইট করে বলেন, তাঁর দল এই সিদ্ধান্ত নেয়নি ৷ মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে BJP-কে সমর্থন অজিত পাওয়ারের ব্যক্তিগত ৷ এই সিদ্ধান্ত তাঁরা সমর্থন করেন না ৷ পরে অজিত পাওয়ারকে NCP-র বিধায়ক দলের নেতার পদ থেকে বহিষ্কার করা হয় ৷

মুম্বই, 23 নভেম্বর : মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে টানাপোড়েনের অবসান ৷ ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (NCP) নেতা অজিত পাওয়ারের সমর্থনে সরকার গঠন করল BJP ৷ আজ সকালে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন NCP-র অজিত পাওয়ার ৷ রাজভবনে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি তাঁদের শপথবাক্য পাঠ করান ৷ তার আগে মহারাষ্ট্র থেকে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের কথা জানিয়ে ভোর 5টা 47 মিনিটে রাষ্ট্রপতি ভবনের তরফে নোটিফিকেশন জারি করা হয় ৷

দেবেন্দ্র ফড়নবিশ এবং অজিত পাওয়ারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইট করে প্রধানমন্ত্রী বলেন, মহারাষ্ট্রের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাঁরা দায়িত্বপূর্ণভাবে কাজ করবেন বলে তিনি আত্মবিশ্বাসী ৷

  • Congratulations to @Dev_Fadnavis Ji and @AjitPawarSpeaks Ji on taking oath as the CM and Deputy CM of Maharashtra respectively. I am confident they will work diligently for the bright future of Maharashtra.

    — Narendra Modi (@narendramodi) November 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ টুইটে তিনি বলেন, মহারাষ্ট্রের বিকাশের জন্য এই সরকার সবসময় সচেষ্ট থাকবে ৷ উন্নয়নের নতুন মানদণ্ড তৈরি করবে ৷

শপথ গ্রহণের পর দেবেন্দ্র ফড়নবিশ বলেন, "জনগণ আমাদের পক্ষে রায় দিয়েছে ৷ কিন্তু, ফল ঘোষণার পর শিবসেনা অন্য দলের সঙ্গে জোট গঠনের চেষ্টা করে ৷ যার ফলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয় ৷ কোনও খিচুড়ি সরকার নয়, মহারাষ্ট্রে স্থায়ী সরকার প্রয়োজন ৷"

Devendra
মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন দেবেন্দ্র ফড়নবিশ

অন্যদিকে, শপথ গ্রহণের পর অজিত পাওয়ার বলেন, "ফল ঘোষণার পর থেকে কোনও দল সরকার গঠন করতে পারেনি ৷ কৃষক ইশু সহ নানা সমস্যার মুখোমুখি মহারাষ্ট্র ৷ তাই, আমরা স্থায়ী সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছি ৷"

Ajit Pawar
হাত মেলাচ্ছেন অজিত পাওয়ার ও দেবেন্দ্র ফড়নবিশ

24 অক্টোবর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয় ৷ 288 আসনের বিধানসভায় BJP জেতে 105টি আসন ৷ শিবসেনা পায় 56টি আসন ৷ NCP জেতে 54টি আসনে ৷ এবং কংগ্রেস পায় 44টি আসন ৷

BJP এবং শিবসেনা জোট করে নির্বাচনে লড়ে ৷ আর কংগ্রেস ও NCP জোট করে লড়েছিল ৷ কিন্তু, ফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী পদ নিয়ে শিবসেনা এবং BJP-র মধ্যে দ্বন্দ্ব শুরু হয় ৷ শিবসেনা দাবি করে, আড়াই বছর করে দুটি দলের মুখ্যমন্ত্রী থাকবেন ৷ তাতে রাজি হয়নি BJP ৷ এরপর NCP এবং কংগ্রেসের সঙ্গে সরকার গঠনের তোড়জোড় করে শিবসেনা ৷ গতকাল তিন দলের বৈঠক শেষে NCP সুপ্রিমো শরদ পাওয়ার বলেন, শিবসেনা নেতা উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রী করা নিয়ে তাঁরা সর্বসম্মত হয়েছেন ৷ খুব শিগগির তিন দল সরকার গড়ছে বলে জল্পনা ছড়ায় ৷ কিন্তু, সেই জল্পনার মধ্যে আজ সকালে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ আর BJP-র সঙ্গে জোট গড়ে সরকারে সামিল হলেন NCP-র নেতা অজিত পাওয়ার ৷

শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবিশ

তবে শপথগ্রহণ অনুষ্ঠান শেষে NCP প্রধান শরদ পাওয়ার টুইট করে বলেন, তাঁর দল এই সিদ্ধান্ত নেয়নি ৷ মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে BJP-কে সমর্থন অজিত পাওয়ারের ব্যক্তিগত ৷ এই সিদ্ধান্ত তাঁরা সমর্থন করেন না ৷ পরে অজিত পাওয়ারকে NCP-র বিধায়ক দলের নেতার পদ থেকে বহিষ্কার করা হয় ৷

Mayurbhanj (Odisha), Nov 23 (ANI): A female student of Maharaja Purna Chandra (MPC) Autonomous College in Baripada area of Odisha's Mayurbhanj has alleged molestation by her Head of English Department on November 22. The students protested in the college premises after which principal of college handed over the lecturer to the police. While speaking to ANI, a police official said, "A female student of MPC Autonomous College alleged molestation by Head of English Dept. Case registered, he'll be produced in court after arrest."
Last Updated : Nov 24, 2019, 7:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.