ETV Bharat / bharat

বিদেশে যেতে হলে 18 হাজার কোটি টাকা বন্ধক দিন, নরেশ গোয়েলকে নির্দেশ আদালতের - naresh goel

বিদেশে যেতে হলে, জেট এয়ারওয়েজ়ের প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন কর্ণধার নরেশ গোয়েলকে 18 হাজার কোটি টাকা বন্ধক রাখার নির্দেশ দিল্লি হাইকোর্টের ।

নরেশ গোয়েল
author img

By

Published : Jul 9, 2019, 9:10 PM IST

দিল্লি, 9 জুলাই : বিদেশে যেতে হলে, জেট এয়ারওয়েজ়ের প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন কর্ণধার নরেশ গোয়েলকে 18 হাজার কোটি টাকা বন্ধক রাখার নির্দেশ দিল্লি হাইকোর্টের ।

জেট এয়ারওয়েজ়ের প্রধান নরেশ গোয়েলের ভারত ছাড়ার আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট । তাঁর বিদেশ যাত্রার উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তারই বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন নরেশ ।

অন্যদিকে, নরেশ গোয়েলের বিরুদ্ধে যে লুক আউট সার্কুলার দেওয়া হয়েছে, তা নিয়ে কেন্দ্র সরকারের অবস্থান জানতে চেয়েছে আদালত । বিচারপতি সুরেশ কাত জানান, এই পরিস্থিতিতে জেট এয়ারওয়েজ়ের প্রধান নরেশ গোয়েলকে কোনও অন্তবর্তী ছাড় দেওয়া যাচ্ছে না।

আজ এই সংক্রান্ত একটি মামলা চলাকালীন ভর্ৎসনার সুরে বিচারপতি সুরেশ কাত বলেন, "যদি তাঁকে একান্তই বিদেশে যেতে হয় তাহলে ওই মোটা অঙ্কের টাকা বন্ধক রাখতে হবে । প্রায় 8 হাজার কোটি টাকা ঋণে জর্জরিত জেট সংস্থা । দীর্ঘদিন বেতন পাননি কর্মীরা । পরিষেবা সম্পূর্ণ বন্ধ । এই পরিস্থিতিতে জেট এয়ারওয়েজ়ের প্রধান নরেশ গোয়েলকে কোনও অন্তবর্তী ছাড় দেওয়া যাচ্ছে না । তিনি যদি 18 হাজার কোটি টাকা জমা দেন, তাহলেই বিদেশ যেতে পারবেন ।"

উল্লেখ্য, গত মাসে সস্ত্রীক নরেশ গোয়েল মুম্বই বিমানবন্দর থেকে দুবাই যাচ্ছিলেন । কিন্তু রানওয়ে ওড়ার মুহূর্তে বিমান ফিরিয়ে এনে তাঁদের জিনিসপত্র নামিয়ে আনা হয় । অভিবাসন দপ্তর তাঁর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে । এই সিদ্ধান্তের চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন নরেশ গোয়েল ।

দিল্লি, 9 জুলাই : বিদেশে যেতে হলে, জেট এয়ারওয়েজ়ের প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন কর্ণধার নরেশ গোয়েলকে 18 হাজার কোটি টাকা বন্ধক রাখার নির্দেশ দিল্লি হাইকোর্টের ।

জেট এয়ারওয়েজ়ের প্রধান নরেশ গোয়েলের ভারত ছাড়ার আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট । তাঁর বিদেশ যাত্রার উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তারই বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন নরেশ ।

অন্যদিকে, নরেশ গোয়েলের বিরুদ্ধে যে লুক আউট সার্কুলার দেওয়া হয়েছে, তা নিয়ে কেন্দ্র সরকারের অবস্থান জানতে চেয়েছে আদালত । বিচারপতি সুরেশ কাত জানান, এই পরিস্থিতিতে জেট এয়ারওয়েজ়ের প্রধান নরেশ গোয়েলকে কোনও অন্তবর্তী ছাড় দেওয়া যাচ্ছে না।

আজ এই সংক্রান্ত একটি মামলা চলাকালীন ভর্ৎসনার সুরে বিচারপতি সুরেশ কাত বলেন, "যদি তাঁকে একান্তই বিদেশে যেতে হয় তাহলে ওই মোটা অঙ্কের টাকা বন্ধক রাখতে হবে । প্রায় 8 হাজার কোটি টাকা ঋণে জর্জরিত জেট সংস্থা । দীর্ঘদিন বেতন পাননি কর্মীরা । পরিষেবা সম্পূর্ণ বন্ধ । এই পরিস্থিতিতে জেট এয়ারওয়েজ়ের প্রধান নরেশ গোয়েলকে কোনও অন্তবর্তী ছাড় দেওয়া যাচ্ছে না । তিনি যদি 18 হাজার কোটি টাকা জমা দেন, তাহলেই বিদেশ যেতে পারবেন ।"

উল্লেখ্য, গত মাসে সস্ত্রীক নরেশ গোয়েল মুম্বই বিমানবন্দর থেকে দুবাই যাচ্ছিলেন । কিন্তু রানওয়ে ওড়ার মুহূর্তে বিমান ফিরিয়ে এনে তাঁদের জিনিসপত্র নামিয়ে আনা হয় । অভিবাসন দপ্তর তাঁর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে । এই সিদ্ধান্তের চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন নরেশ গোয়েল ।

Bengaluru, July 09 (ANI): Youth Congress workers staged protest against BJP today. Youth Congress wearing black ribbon on their forehead marched from Cubbon Park to Raj Bhawan. Protestors alleged BJP and Karnataka chief Yeddyurappa of indulging in horse trading. Twenty-one ministers of the Congress-JD(S) coalition in Karnataka resigned voluntarily from the cabinet on Monday.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.