ETV Bharat / bharat

"কালো টাকা কমিয়েছে নোটবন্দী", বর্ষপূর্তিতে টুইট প্রধানমন্ত্রীর - নোটবন্দীতে কালো টাকার পরিমাণ কমেছে

"নোটবন্দী কালো টাকার পরিমাণ কমিয়েছে । বেশি পরিমাণে কর জমা পড়েছে । কর ব্যবস্থায় স্বচ্ছতা আরও বেড়েছে ।" নোটবন্দীর বর্ষপূর্তিতে টুইট প্রধানমন্ত্রীর ।

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি
author img

By

Published : Nov 8, 2020, 3:51 PM IST

দিল্লি, 8 নভেম্বর : 2016 সালের 8 নভেম্বর । প্রধানমন্ত্রী তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় জানিয়েছিলেন, মধ্যরাত থেকে 1000 টাকা ও 500 টাকার নোট বাতিল করা হয়ে যাবে । কালো টাকা উদ্ধারে কেন্দ্রের সেই প্রয়াসে সামিল হয়েছিল গোটা ভারত । ATM কাউন্টারগুলির বাইরে ঘণ্টার পর ঘণ্টা লাইনের সেই দৃশ্য । আজও পুরোপুরি মুছে যায়নি সেই দিনগুলির স্মৃতি । দেখতে দেখতে চার বছর পেরিয়ে গেল । আজ আরও একটা 8 নভেম্বর ।

আজ নোটবন্দীর বর্ষপূর্তিতে টুইট করেছেন প্রধানমন্ত্রী । টুইটারে প্রধানমন্ত্রী জানিয়েছেন, "নোটবন্দী কালো টাকার পরিমাণ কমিয়েছে । বেশি পরিমাণে কর জমা পড়েছে । কর ব্যবস্থায় স্বচ্ছতা আরও বেড়েছে । এই সবের কারণে দেশের প্রগতিতে সাহায্য হয়েছে ।"

টুইটারে তাঁর যুক্তির সপক্ষে বেশ কিছু ছবিও শেয়ার করেছেন তিনি । তাতে দেখা যাচ্ছে নোটবন্দীর পর থেকে দেশের কর ও GDP-র অনুপাত অনেক ভালো হয়েছে । নোটবন্দীর পর থেকে অপারেশন ক্লিন মানি চালু হয়েছে । 10 লাখ বা তার বেশি অঙ্কের টাকা রয়েছে এমন প্রায় 3 লাখ 4 হাজার ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে, যাঁদের আয়কর রিটার্ন জমা পড়েনি । নোটবন্দীর পর থেকে জালনোটও অনেক কম ধরা পড়েছে ।

দিল্লি, 8 নভেম্বর : 2016 সালের 8 নভেম্বর । প্রধানমন্ত্রী তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় জানিয়েছিলেন, মধ্যরাত থেকে 1000 টাকা ও 500 টাকার নোট বাতিল করা হয়ে যাবে । কালো টাকা উদ্ধারে কেন্দ্রের সেই প্রয়াসে সামিল হয়েছিল গোটা ভারত । ATM কাউন্টারগুলির বাইরে ঘণ্টার পর ঘণ্টা লাইনের সেই দৃশ্য । আজও পুরোপুরি মুছে যায়নি সেই দিনগুলির স্মৃতি । দেখতে দেখতে চার বছর পেরিয়ে গেল । আজ আরও একটা 8 নভেম্বর ।

আজ নোটবন্দীর বর্ষপূর্তিতে টুইট করেছেন প্রধানমন্ত্রী । টুইটারে প্রধানমন্ত্রী জানিয়েছেন, "নোটবন্দী কালো টাকার পরিমাণ কমিয়েছে । বেশি পরিমাণে কর জমা পড়েছে । কর ব্যবস্থায় স্বচ্ছতা আরও বেড়েছে । এই সবের কারণে দেশের প্রগতিতে সাহায্য হয়েছে ।"

টুইটারে তাঁর যুক্তির সপক্ষে বেশ কিছু ছবিও শেয়ার করেছেন তিনি । তাতে দেখা যাচ্ছে নোটবন্দীর পর থেকে দেশের কর ও GDP-র অনুপাত অনেক ভালো হয়েছে । নোটবন্দীর পর থেকে অপারেশন ক্লিন মানি চালু হয়েছে । 10 লাখ বা তার বেশি অঙ্কের টাকা রয়েছে এমন প্রায় 3 লাখ 4 হাজার ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে, যাঁদের আয়কর রিটার্ন জমা পড়েনি । নোটবন্দীর পর থেকে জালনোটও অনেক কম ধরা পড়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.