দিল্লি, 29 জুন : কোরোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে দিল্লিতে । বললেন আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা । তিনি বলেন, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সকলকে একসঙ্গে কোরোনার বিরুদ্ধে লড়াই করার জন্য আবেদন জানিয়েছিলেন ।
চাড্ডা বলেন, মুখ্যমন্ত্রী প্রথম থেকেই বুঝতে পেরেছিলেন, কোরোনা মোকাবিলা করা একার পক্ষে সম্ভব নয় । একসঙ্গে লড়তে হবে । তাই তিনি দিল্লিবাসীর কাছে অনুরোধ করেছিলেন একজোট হওয়ার জন্য । সকলে মিলে লড়াই করলে কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে ।
তিনি আরও বলেন, "আমাদের অনুরোধে ভিত্তিতে ITBP মোতায়েন করা হয়েছিল । তারা আমাদের অনেক দাবি পূরণ করেছে । সবাই সম্মিলিতভাবে মহামারীর বিরুদ্ধে লড়াই করেছে ।"
তিনি আরও বলেন, সব সরকার আগে থেকে একটি রেখচিত্র তৈরি করে রাখে । সংক্রমণের হার কতটা বাড়ছে তার পরিপ্রেক্ষিতে সরকার সেভাবেই সিদ্ধান্ত গ্রহণ করছে ।
দিল্লিতে কোরোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনা কীভাবে সম্ভব হল ? সেই প্রসঙ্গে BJP-র তরফে বলা হয়েছিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদক্ষেপের কারণে কোরোনা সংক্রমণ মোকাবিলা করা সম্ভব হয়েছে । তার পরিপ্রেক্ষিতে চাড্ডা বলেন, "হাস্যকর বিষয় । কখনও একার পক্ষে এই সংক্রমণ রোখা সম্ভব নয় । একজন ব্যক্তি কোরোনা ভাইরাসকে পরাজিত করেছে এটা ভাবলেই হাস্যকর লাগছে । যদি এটা হয়ে থাকে তবে দেশের প্রতিটি জায়গায় তাকে পাঠাতে হবে । কোনও এক ব্যক্তি কিংবা একটি সংগঠন কোরোনাকে হারাতে পারবে না ।"