ETV Bharat / bharat

সংঘর্ষ মোকাবিলায় পর্যাপ্ত বাহিনী রয়েছে, অভিযোগ উড়িয়ে জানাল দিল্লি পুলিশ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে দিল্লি পুলিশ পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা কর্মী পায়নি বলে খবর ছড়িয়ে পড়েছিল । এই খবর ঠিক নয় বলে জানিয়ে দিল দিল্লি পুলিশ ।

flag march of police
টহল দিচ্ছে পুলিশ
author img

By

Published : Feb 25, 2020, 10:02 PM IST

Updated : Feb 25, 2020, 11:55 PM IST

দিল্লি, ২৫ ফেব্রুয়ারি : দু'দিন ধরে উত্তপ্ত উত্তর-পূর্ব দিল্লির একাধিক এলাকা । পরিস্থিতি নিয়ন্ত্রণে তো আসেইনি, যত সময় গড়িয়েছে তা আরও উত্তপ্ত হয়েছে । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ জনের । আর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার জন্য অনেকেই দিল্লি পুলিশকে দায়ি করেছেন । তার উপর ছড়িয়ে পড়ে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে দিল্লি পুলিশ পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা কর্মী না পাওয়াতেই নাকি সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা যায়নি । এই তথ্য সঠিক নয় বলে জানিয়ে দিল দিল্লি পুলিশ ।

সংবাদসংস্থা ANI-কে দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পটনায়েক বলেন, "এই তথ্য ঠিক নয় । আমাদের পর্যাপ্ত নিরাপত্তা কর্মী রয়েছে এবং সবসময় আমাদের সহযোগিতা করে চলেছে স্বরাষ্ট্র মন্ত্রক ।"

  • Delhi Commissioner of Police, Amulya Patnaik on #DelhiViolence: Some news agency ran the news that Delhi Police said that it has not got adequate forces from MHA, this info is wrong. MHA is continually supporting us & we have adequate forces. Delhi police denies this completely. pic.twitter.com/FgFKBRbV2O

    — ANI (@ANI) February 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ চাঁদবাগ, ভজনপুরা, জাফরাবাদ, মৌজপুরে পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমায়েত করে অনেকে । সশস্ত্র অবস্থায় দুষ্কৃতীদেরও নাকি ঘুরতে দেখা যায় । তা নিয়ে দিল্লি পুলিশের মুখপাত্র এমএস রনধাওয়া বলেন, "সিনিয়র আধিকারিকরা ঘটনাপ্রবাহের উপর নজর রেখে চলেছে । গুজবে কান দেবেন না । ১৪৪ ধারা উপেক্ষা করে কোনও ঘটনার খবর এলেই আমরা পদক্ষেপ করেছি । " সঙ্গে জানান, ৬৭ কম্পানি বাহিনী ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে । এর মধ্যে পুলিশ কর্মী ও আধাসামরিক বাহিনীর জওয়ানরাও রয়েছেন ।

এখনও পর্যন্ত সংঘর্ষের ঘটনায় ১১টি FIR দায়ের করেছে দিল্লি পুলিশ । ড্রোন দিয়ে বিভিন্ন এলাকায় নজরদারিও চালানো হচ্ছে ।

দিল্লি, ২৫ ফেব্রুয়ারি : দু'দিন ধরে উত্তপ্ত উত্তর-পূর্ব দিল্লির একাধিক এলাকা । পরিস্থিতি নিয়ন্ত্রণে তো আসেইনি, যত সময় গড়িয়েছে তা আরও উত্তপ্ত হয়েছে । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ জনের । আর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার জন্য অনেকেই দিল্লি পুলিশকে দায়ি করেছেন । তার উপর ছড়িয়ে পড়ে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে দিল্লি পুলিশ পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা কর্মী না পাওয়াতেই নাকি সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা যায়নি । এই তথ্য সঠিক নয় বলে জানিয়ে দিল দিল্লি পুলিশ ।

সংবাদসংস্থা ANI-কে দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পটনায়েক বলেন, "এই তথ্য ঠিক নয় । আমাদের পর্যাপ্ত নিরাপত্তা কর্মী রয়েছে এবং সবসময় আমাদের সহযোগিতা করে চলেছে স্বরাষ্ট্র মন্ত্রক ।"

  • Delhi Commissioner of Police, Amulya Patnaik on #DelhiViolence: Some news agency ran the news that Delhi Police said that it has not got adequate forces from MHA, this info is wrong. MHA is continually supporting us & we have adequate forces. Delhi police denies this completely. pic.twitter.com/FgFKBRbV2O

    — ANI (@ANI) February 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ চাঁদবাগ, ভজনপুরা, জাফরাবাদ, মৌজপুরে পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমায়েত করে অনেকে । সশস্ত্র অবস্থায় দুষ্কৃতীদেরও নাকি ঘুরতে দেখা যায় । তা নিয়ে দিল্লি পুলিশের মুখপাত্র এমএস রনধাওয়া বলেন, "সিনিয়র আধিকারিকরা ঘটনাপ্রবাহের উপর নজর রেখে চলেছে । গুজবে কান দেবেন না । ১৪৪ ধারা উপেক্ষা করে কোনও ঘটনার খবর এলেই আমরা পদক্ষেপ করেছি । " সঙ্গে জানান, ৬৭ কম্পানি বাহিনী ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে । এর মধ্যে পুলিশ কর্মী ও আধাসামরিক বাহিনীর জওয়ানরাও রয়েছেন ।

এখনও পর্যন্ত সংঘর্ষের ঘটনায় ১১টি FIR দায়ের করেছে দিল্লি পুলিশ । ড্রোন দিয়ে বিভিন্ন এলাকায় নজরদারিও চালানো হচ্ছে ।

Last Updated : Feb 25, 2020, 11:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.