ETV Bharat / bharat

দিল্লিতে স্কুল অফিসেই শিক্ষিকা ধর্ষণের অভিযোগ, ধৃত অধ্যক্ষ - Delhi School

নিজের অফিস রুমে ডেকে পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ধর্ষণ করেন স্কুলের অধ্যক্ষ, চাঞ্চল্যকর অভিযোগ দিল্লির স্কুল শিক্ষিকার।

প্রতিকী ছবি
author img

By

Published : Jul 6, 2019, 12:36 PM IST

দিল্লি, 6 জুলাই : স্কুলের মধ্যেই শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে। দক্ষিণ-পূর্ব দিল্লির একটি অভিজাত স্কুলের এই ঘটনা প্রকাশ্যে আসতে ছড়াল চাঞ্চল্য ।

দিল্লির জাসোলা এলাকার একটি স্কুলে পড়ান নিগৃহীতা শিক্ষিকা। তাঁর অভিযোগ, 2017 সালের শেষ দিকে অতিরিক্ত ক্লাস নিতে বলেছিলেন তাঁকে স্কুলের অধ্যক্ষ । কিন্তু তিনি রাজি হননি । এর পরই একদিন তাঁকে অফিস রুমে ডেকে পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ধর্ষণ করেন স্কুলের অধ্যক্ষ, অভিযোগ এমনটাই।

দিল্লির সরিতা বিহার থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন অধ্যক্ষের নামে।

নিজের অফিসে ডেকে এই মহিলাকে ধর্ষণ করার ভিডিয়ো করেছেন ওই শিক্ষক, দাবি নির্যাতিতার । মহিলাকে ধর্ষণের ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হবে, এমন হুমকিও দেওয়া হয়েছিল তাঁকে।

গত বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় । ঘটনা প্রকাশ্যে এসেছে শুক্রবার রাতে।

দিল্লি, 6 জুলাই : স্কুলের মধ্যেই শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে। দক্ষিণ-পূর্ব দিল্লির একটি অভিজাত স্কুলের এই ঘটনা প্রকাশ্যে আসতে ছড়াল চাঞ্চল্য ।

দিল্লির জাসোলা এলাকার একটি স্কুলে পড়ান নিগৃহীতা শিক্ষিকা। তাঁর অভিযোগ, 2017 সালের শেষ দিকে অতিরিক্ত ক্লাস নিতে বলেছিলেন তাঁকে স্কুলের অধ্যক্ষ । কিন্তু তিনি রাজি হননি । এর পরই একদিন তাঁকে অফিস রুমে ডেকে পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ধর্ষণ করেন স্কুলের অধ্যক্ষ, অভিযোগ এমনটাই।

দিল্লির সরিতা বিহার থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন অধ্যক্ষের নামে।

নিজের অফিসে ডেকে এই মহিলাকে ধর্ষণ করার ভিডিয়ো করেছেন ওই শিক্ষক, দাবি নির্যাতিতার । মহিলাকে ধর্ষণের ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হবে, এমন হুমকিও দেওয়া হয়েছিল তাঁকে।

গত বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় । ঘটনা প্রকাশ্যে এসেছে শুক্রবার রাতে।

Geneva (Switzerland), Jul 06 (ANI): Lakhu Luhana, General Secretary of World Sindhi Congress at UNHRC 41st Session in Geneva said, "Mr President, the Pakistan agencies continue using enforced disappearances of Sindhi political, civil society and human rights activists ruthlessly to silence every voice and struggle of Sindhi people for their democratic, political, economic and human rights. Additionally, the state is aggressively pursuing construction of mega projects China-Pak Economic Corridor (CPEC) and dams on river Indus without any consideration of rights of indigenous Sindhi people and the environment. Since February 2017 more than 300 cases, including dozens in 2019, have been reported including Aaqib Chandio, Shabir Kalhoro, Ayoob Kandhro, Shahid Junejo, Murtaza Junejo, Insaf Dayo, Bilal Chandio, Niaz Lashari and others. The families and friends of missing continue to suffer. Since, the last UNHRC session 5-6 missing persons have been produced at various police stations in fake cases. It is a complete mockery of the system, rather than punishing the perpetrators who enforced abducted and kept them in torture centres for years, the victims are sent to the prison under false charges. All institutions in Pakistan including the judicial system has provided no remedy and the perpetrators continue with impunity. Therefore, we request the Council to take action to protect the rights of Sindhi people, the use of enforced disappearance must end, and the perpetrators must be brought to justice, holding the Pakistani government accountable."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.