দিল্লি, 6 জুলাই : স্কুলের মধ্যেই শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে। দক্ষিণ-পূর্ব দিল্লির একটি অভিজাত স্কুলের এই ঘটনা প্রকাশ্যে আসতে ছড়াল চাঞ্চল্য ।
দিল্লির জাসোলা এলাকার একটি স্কুলে পড়ান নিগৃহীতা শিক্ষিকা। তাঁর অভিযোগ, 2017 সালের শেষ দিকে অতিরিক্ত ক্লাস নিতে বলেছিলেন তাঁকে স্কুলের অধ্যক্ষ । কিন্তু তিনি রাজি হননি । এর পরই একদিন তাঁকে অফিস রুমে ডেকে পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ধর্ষণ করেন স্কুলের অধ্যক্ষ, অভিযোগ এমনটাই।
দিল্লির সরিতা বিহার থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন অধ্যক্ষের নামে।
নিজের অফিসে ডেকে এই মহিলাকে ধর্ষণ করার ভিডিয়ো করেছেন ওই শিক্ষক, দাবি নির্যাতিতার । মহিলাকে ধর্ষণের ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হবে, এমন হুমকিও দেওয়া হয়েছিল তাঁকে।
গত বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় । ঘটনা প্রকাশ্যে এসেছে শুক্রবার রাতে।