ETV Bharat / bharat

দেশের কোরোনা সংক্রমিতের অর্ধেকই চারটি শহর থেকে, তালিকায় কলকাতাও - COVID 19 in Kolkata

ভারতে মোট কোরোনা সংক্রমিতের প্রায় 50 শতাংশই রয়েছেন দিল্লি, মুম্বই, কলকাতা ও চেন্নাইয়ে । দেশে মোট মৃতের নিরিখেও 46 শতাংশ রয়েছে এই চার মেট্রো শহর থেকে য

COVID 19
বাড়ছে কোরোনার সংক্রমণ
author img

By

Published : Jun 7, 2020, 7:29 PM IST

দিল্লি, 7 জুন : দেশের কোরোনা সংক্রমিতের সংখ্যা প্রতিদিনই নতুন রেকর্ড তৈরি করছে । বিগত 24 ঘণ্টায় নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 9 হাজার 971 জন । যা আবারও দেশে একদিনে সংক্রমণের হারে সর্বোচ্চ । এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 2 লাখ 46 হাজার 628-এ ।

সংক্রমিতের সংখ্যা দিন দিন যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্যমন্ত্রকের কপালেও । বিশ্বের কোরোনা পরিস্থিতির নিরিখেও ভারতের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে । ইট্যালি, স্পেনকে ছাপিয়ে এখন কোরোনায় মোট আক্রান্তের তালিকায় পঞ্চমে রয়েছে ভারত । অ্যামেরিকা, ব্রাজ়িল, রাশিয়া ও ইংল্যান্ডের পরেই রয়েছে ভারতের স্থান । ভারতে এখনও পর্যন্ত যত কোরোনা আক্রান্তের হদিস মিলেছে, তার মধ্যে অর্ধেকই রয়েছে দেশের চারটি মেট্রো শহর থেকে । দিল্লি, মুম্বই, কলকাতা ও চেন্নাই -- এই চার মেট্রো শহর থেকেই সবথেকে বেশি সংক্রমণের খবর সামনে আসছে । এখন দেশে একদিনে নতুন আক্রান্তের সংখ্যা 10 হাজার ছুঁই ছুঁই । আর এই সংক্রমণের সিংহভাগ হচ্ছে চার শহর থেকে । শুধু সংক্রমিতের সংখ্যাই নয়, কোরোনা মৃত্যুও সবথেকে বেশি হচ্ছে এই চারটি শহরে ।

এই চারটি শহর ছাড়াও চিন্তা বাড়াচ্ছে আমেদাবাদ, ইন্দোর ও পুণে । দেশের মোট কোরোনা সংক্রমিতের প্রায় 60 শতাংশই এই সাতটি শহর মিলিয়ে । আর মৃত্যুর নিরিখে দেশের মোট কোরোনায় মৃত্যুর প্রায় 80 শতাংশ ।

আরও পড়ুন : কোরোনায় প্রথম মৃত্যু কলকাতা পুলিশে

স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বিগত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 9 হাজার 971 জন । দেশে একদিনে সংক্রমণের হারে এখনও পর্যন্ত এটিই সর্বোচ্চ । এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 2 লাখ 46 হাজার 628-এ । গত 24 ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে 287 জনের । মোট মৃত্যু হয়েছে 6929 জনের ।

এখনও পর্যন্ত গোটা দেশে যতজনের শরীরে ভাইরাসের হদিস মিলেছে, তার মধ্যে চারটি মেট্রো শহর থেকেই সংক্রমিত হয়েছেন প্রায় 1 লাখ 14 হাজার মানুষ, যা দেশে মোট সংক্রমিতের প্রায় 48 শতাংশ । মৃত্যুর সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই চার শহরে । সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী,এই চার শহর মিলিয়ে 3150 জন কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে, যা কিনা দেশে মোট মৃত্যুর 46 শতাংশেরও বেশি ।

আর এই পরিস্থিতিতে আগামীকাল থেকেই খুলে যাচ্ছে বিভিন্ন ধর্মীয় স্থানগুলি । আনলক 1 পর্যায়ে খুলতে শুরু করেছে বেশকিছু সরকারি-বেসরকারি দপ্তর । পরিস্থিতি এইভাবে চলতে থাকলে সংক্রমিতের তালিকায় আগামী দিনে অ্যামেরিকা বা ব্রাজ়িলকেও ছাপিয়ে যেতে পারে ভারত । এমনই আশঙ্কা করছেন স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জড়িতদের একাংশ ।

দিল্লি, 7 জুন : দেশের কোরোনা সংক্রমিতের সংখ্যা প্রতিদিনই নতুন রেকর্ড তৈরি করছে । বিগত 24 ঘণ্টায় নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 9 হাজার 971 জন । যা আবারও দেশে একদিনে সংক্রমণের হারে সর্বোচ্চ । এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 2 লাখ 46 হাজার 628-এ ।

সংক্রমিতের সংখ্যা দিন দিন যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্যমন্ত্রকের কপালেও । বিশ্বের কোরোনা পরিস্থিতির নিরিখেও ভারতের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে । ইট্যালি, স্পেনকে ছাপিয়ে এখন কোরোনায় মোট আক্রান্তের তালিকায় পঞ্চমে রয়েছে ভারত । অ্যামেরিকা, ব্রাজ়িল, রাশিয়া ও ইংল্যান্ডের পরেই রয়েছে ভারতের স্থান । ভারতে এখনও পর্যন্ত যত কোরোনা আক্রান্তের হদিস মিলেছে, তার মধ্যে অর্ধেকই রয়েছে দেশের চারটি মেট্রো শহর থেকে । দিল্লি, মুম্বই, কলকাতা ও চেন্নাই -- এই চার মেট্রো শহর থেকেই সবথেকে বেশি সংক্রমণের খবর সামনে আসছে । এখন দেশে একদিনে নতুন আক্রান্তের সংখ্যা 10 হাজার ছুঁই ছুঁই । আর এই সংক্রমণের সিংহভাগ হচ্ছে চার শহর থেকে । শুধু সংক্রমিতের সংখ্যাই নয়, কোরোনা মৃত্যুও সবথেকে বেশি হচ্ছে এই চারটি শহরে ।

এই চারটি শহর ছাড়াও চিন্তা বাড়াচ্ছে আমেদাবাদ, ইন্দোর ও পুণে । দেশের মোট কোরোনা সংক্রমিতের প্রায় 60 শতাংশই এই সাতটি শহর মিলিয়ে । আর মৃত্যুর নিরিখে দেশের মোট কোরোনায় মৃত্যুর প্রায় 80 শতাংশ ।

আরও পড়ুন : কোরোনায় প্রথম মৃত্যু কলকাতা পুলিশে

স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বিগত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 9 হাজার 971 জন । দেশে একদিনে সংক্রমণের হারে এখনও পর্যন্ত এটিই সর্বোচ্চ । এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 2 লাখ 46 হাজার 628-এ । গত 24 ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে 287 জনের । মোট মৃত্যু হয়েছে 6929 জনের ।

এখনও পর্যন্ত গোটা দেশে যতজনের শরীরে ভাইরাসের হদিস মিলেছে, তার মধ্যে চারটি মেট্রো শহর থেকেই সংক্রমিত হয়েছেন প্রায় 1 লাখ 14 হাজার মানুষ, যা দেশে মোট সংক্রমিতের প্রায় 48 শতাংশ । মৃত্যুর সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই চার শহরে । সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী,এই চার শহর মিলিয়ে 3150 জন কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে, যা কিনা দেশে মোট মৃত্যুর 46 শতাংশেরও বেশি ।

আর এই পরিস্থিতিতে আগামীকাল থেকেই খুলে যাচ্ছে বিভিন্ন ধর্মীয় স্থানগুলি । আনলক 1 পর্যায়ে খুলতে শুরু করেছে বেশকিছু সরকারি-বেসরকারি দপ্তর । পরিস্থিতি এইভাবে চলতে থাকলে সংক্রমিতের তালিকায় আগামী দিনে অ্যামেরিকা বা ব্রাজ়িলকেও ছাপিয়ে যেতে পারে ভারত । এমনই আশঙ্কা করছেন স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জড়িতদের একাংশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.