ETV Bharat / bharat

11 মাসেই তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হারাল দিল্লি - প্রাক্তন মুখ্যমন্ত্রী মদনলাল খুরানা

গত বছরের অক্টোবর থেকে এবছরের অগাস্টের মধ্যে তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হারাল দিল্লি ৷ গতবছর অক্টোবরে মৃত্যু হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মদনলাল খুরানার ৷ তারপর শীলা দীক্ষিত ৷ গতকাল শেষ নিশ্বাস ত্যাগ করেন দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুষমা স্বরাজ ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 7, 2019, 5:09 AM IST

দিল্লি, 7 অগাস্ট : গত বছরের অক্টোবর থেকে এবছরের অগাস্ট ৷ মাত্র এগারো মাসের মধ্যেই তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হারাল দিল্লি ৷ গতবছর অক্টোবরে মৃত্যু হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মদনলাল খুরানার ৷ তারপর এবছর জুলাইয়ে শীলা দীক্ষিত ৷ আর গতকাল শেষ নিশ্বাস ত্যাগ করেন দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুষমা স্বরাজ ৷

গতকাল 67 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর । দিল্লির AIIMS-এর জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় ৷ বেশ কয়েক মাস ধরেই শরীরটা ভালো ছিল না সুষমা স্বরাজের । দীর্ঘ রাজনৈতিক জীবনে সাত বার সাংসদ নির্বাচিত হয়েছিলেন । 2014 সালে বিদেশন্ত্রকের দায়িত্ব পান ৷ প্রথমে মহিলা হিসেবে সামলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রীত্ব৷

20 জুলাই বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিল্লির তিনবারের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত ৷ 81 বছরের এই কংগ্রেস নেত্রী গান্ধি পরিবারের ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে ছিলেন ৷ 1998 সাল থেকে 2013 পর্যন্ত একটানা 15 বছর দিল্লির মুখ্যমন্ত্রীত্ব সামলেছেন । 2013 সালে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির কাছে পরাজিত হন । সোনিয়া গান্ধির অত্যন্ত ঘনিষ্ঠ শীলা দীক্ষিতকে তারপর বেশ কয়েকদিন তেমনভাবে দিল্লির রাজনীতিতে সক্রিয়ভাবে দেখা যায়নি । 2014 সালের মার্চ থেকে অগাস্ট পর্যন্ত সামলান কেরালার রাজ্যপালের দায়িত্ব । 2017 সালে তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে উত্তরপ্রদেশে লড়াইয়ে নামতে চেয়েছিল কংগ্রেস । যদিও সেই চেষ্টা সফল হয়নি । আর এবছর দিল্লির প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি নির্বাচিত হন তিনি ৷

গতবছর অক্টোবরেই আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হারিয়েছে দিল্লি ৷ 27 অক্টোবর মৃত্যু হয় মদনলাল খুরানার ৷ 1993-96 পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন তিনি ৷ বাজপেয়ি সরকারের সময় সামলেছেন সংসদীয় ও পর্যটন মন্ত্রীর দায়িত্ব ৷ 2004 সালে সামলেছেন রাজস্থানের রাজ্যপালের দায়িত্ব ৷

দিল্লি, 7 অগাস্ট : গত বছরের অক্টোবর থেকে এবছরের অগাস্ট ৷ মাত্র এগারো মাসের মধ্যেই তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হারাল দিল্লি ৷ গতবছর অক্টোবরে মৃত্যু হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মদনলাল খুরানার ৷ তারপর এবছর জুলাইয়ে শীলা দীক্ষিত ৷ আর গতকাল শেষ নিশ্বাস ত্যাগ করেন দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুষমা স্বরাজ ৷

গতকাল 67 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর । দিল্লির AIIMS-এর জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় ৷ বেশ কয়েক মাস ধরেই শরীরটা ভালো ছিল না সুষমা স্বরাজের । দীর্ঘ রাজনৈতিক জীবনে সাত বার সাংসদ নির্বাচিত হয়েছিলেন । 2014 সালে বিদেশন্ত্রকের দায়িত্ব পান ৷ প্রথমে মহিলা হিসেবে সামলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রীত্ব৷

20 জুলাই বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিল্লির তিনবারের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত ৷ 81 বছরের এই কংগ্রেস নেত্রী গান্ধি পরিবারের ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে ছিলেন ৷ 1998 সাল থেকে 2013 পর্যন্ত একটানা 15 বছর দিল্লির মুখ্যমন্ত্রীত্ব সামলেছেন । 2013 সালে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির কাছে পরাজিত হন । সোনিয়া গান্ধির অত্যন্ত ঘনিষ্ঠ শীলা দীক্ষিতকে তারপর বেশ কয়েকদিন তেমনভাবে দিল্লির রাজনীতিতে সক্রিয়ভাবে দেখা যায়নি । 2014 সালের মার্চ থেকে অগাস্ট পর্যন্ত সামলান কেরালার রাজ্যপালের দায়িত্ব । 2017 সালে তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে উত্তরপ্রদেশে লড়াইয়ে নামতে চেয়েছিল কংগ্রেস । যদিও সেই চেষ্টা সফল হয়নি । আর এবছর দিল্লির প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি নির্বাচিত হন তিনি ৷

গতবছর অক্টোবরেই আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হারিয়েছে দিল্লি ৷ 27 অক্টোবর মৃত্যু হয় মদনলাল খুরানার ৷ 1993-96 পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন তিনি ৷ বাজপেয়ি সরকারের সময় সামলেছেন সংসদীয় ও পর্যটন মন্ত্রীর দায়িত্ব ৷ 2004 সালে সামলেছেন রাজস্থানের রাজ্যপালের দায়িত্ব ৷

New Delhi, Aug 07 (ANI): Yoga guru Baba Ramdev hailed Government's move to scrap Article 370 after it was passed in Lok Sabha today. "By revoking Article 370 with 370 votes, tribute has been paid to martyrs, political and financial justice done with people of Jammu and Kashmir. Coming generation will remember this day as a historic day.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.