ETV Bharat / bharat

দিল্লি হিংসায় অভিযুক্তের জামিনের আবেদন খারিজ

author img

By

Published : Sep 25, 2020, 4:05 PM IST

হিংসায় জড়িত থাকা, খুনের চেষ্টা, অপরাধের ষড়যন্ত্র-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে তনভিরের বিরুদ্ধে । অস্ত্র আইনেও মামলা দায়ের করা হয়েছে । তনভিরের পক্ষে জামিনের জন্য আবেদন করেন আইনজীবী হিমল আখতার । কিন্তু সেই আবেদন আজ খারিজ করে দেয় আদালত ।

দিল্লি হাইকোর্ট
দিল্লি হাইকোর্ট

দিল্লি, 25 সেপ্টেম্বর : দিল্লি হিংসায় জড়িত থাকার অভিযোগে ধৃত তনভির মালিকের জামিনের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট । আজ বিচারপতি সুরেশ কুমার কাইতের বেঞ্চে জামিনের আবেদন খারিজ করা হয় । রাজধানীতে হিংসার পরিস্থিতি চলাকালীন অজয় নামে এক ব্যক্তির উপর চড়াও হওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে । হামলায় গুরুতর জখম হয়েছিলেন ওই ব্যক্তি । হামলার প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, যারা দিল্লিতে হিংসার ছড়াচ্ছিল, তাদেরই একজন ছিল তনভির মালিক । প্রসঙ্গত, এই একই মামলায় নাম রয়েছে বহিষ্কৃত আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হোসেনের ।

হিংসায় জড়িত থাকা, খুনের চেষ্টা, অপরাধের ষড়যন্ত্র-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে তনভিরের বিরুদ্ধে । অস্ত্র আইনেও মামলা দায়ের করা হয়েছে । তনভিরের পক্ষে জামিনের জন্য আবেদন করেন আইনজীবী হিমল আখতার । কিন্তু সেই আবেদন আজ খারিজ করে দেয় আদালত ।

আরও পড়ুন : দিল্লি হিংসায় উসকানিমূলক মন্তব্যের অভিযোগ ; চার্জশিটে নাম খুরশিদ, প্রশান্ত ভূষণের

মামলায় সরকার পক্ষের আইনজীবী অমিত প্রসাদ আদালতে হিংসার শিকার হওয়া অজয়ের বয়ান তুলে ধরেন । বয়ান অনুযায়ী, 25 ফেব্রুয়ারি বিকেল প্রায় 4 টে নাগাদ অজয় বাড়ি থেকে বেরিয়েছিলেন ঘরের জিনিসপত্র কেনার জন্য । যখন তিনি চাঁদবাগের লাখপত স্কুলের কাছে পৌঁছান, ততক্ষণে সেখানে হিংসা শুরু হয়ে গেছে । এরপর যখন তাহির হোসেনে বাড়ির এলাকায় আসেন, দেখেন কাউন্সিলরের বাড়ির ছাদ থেকে একদল মানুষ অন্যদের বাড়ির দিকে পাথর ছুড়ছে, গুলি চালাচ্ছে, পেট্রল বোমা ছুড়ছে । প্ররোচনামূলক স্লোগানও ভেসে আসছিল ছাদ থেকে । যেই তারা অজয়কে দেখতে পায়, তখন তাঁকে লক্ষ্য করেও পাথর ছুড়তে শুরু করে । তাঁকে লক্ষ্য করে গুলিও করা হয় । গুলি এসে লাগে অজয়ের ডান কাঁধে ।

দু'পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি অভিযুক্ত তনভির মালিকের জামিনের আবেদন খারিজ করে দেন ।

দিল্লি, 25 সেপ্টেম্বর : দিল্লি হিংসায় জড়িত থাকার অভিযোগে ধৃত তনভির মালিকের জামিনের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট । আজ বিচারপতি সুরেশ কুমার কাইতের বেঞ্চে জামিনের আবেদন খারিজ করা হয় । রাজধানীতে হিংসার পরিস্থিতি চলাকালীন অজয় নামে এক ব্যক্তির উপর চড়াও হওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে । হামলায় গুরুতর জখম হয়েছিলেন ওই ব্যক্তি । হামলার প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, যারা দিল্লিতে হিংসার ছড়াচ্ছিল, তাদেরই একজন ছিল তনভির মালিক । প্রসঙ্গত, এই একই মামলায় নাম রয়েছে বহিষ্কৃত আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হোসেনের ।

হিংসায় জড়িত থাকা, খুনের চেষ্টা, অপরাধের ষড়যন্ত্র-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে তনভিরের বিরুদ্ধে । অস্ত্র আইনেও মামলা দায়ের করা হয়েছে । তনভিরের পক্ষে জামিনের জন্য আবেদন করেন আইনজীবী হিমল আখতার । কিন্তু সেই আবেদন আজ খারিজ করে দেয় আদালত ।

আরও পড়ুন : দিল্লি হিংসায় উসকানিমূলক মন্তব্যের অভিযোগ ; চার্জশিটে নাম খুরশিদ, প্রশান্ত ভূষণের

মামলায় সরকার পক্ষের আইনজীবী অমিত প্রসাদ আদালতে হিংসার শিকার হওয়া অজয়ের বয়ান তুলে ধরেন । বয়ান অনুযায়ী, 25 ফেব্রুয়ারি বিকেল প্রায় 4 টে নাগাদ অজয় বাড়ি থেকে বেরিয়েছিলেন ঘরের জিনিসপত্র কেনার জন্য । যখন তিনি চাঁদবাগের লাখপত স্কুলের কাছে পৌঁছান, ততক্ষণে সেখানে হিংসা শুরু হয়ে গেছে । এরপর যখন তাহির হোসেনে বাড়ির এলাকায় আসেন, দেখেন কাউন্সিলরের বাড়ির ছাদ থেকে একদল মানুষ অন্যদের বাড়ির দিকে পাথর ছুড়ছে, গুলি চালাচ্ছে, পেট্রল বোমা ছুড়ছে । প্ররোচনামূলক স্লোগানও ভেসে আসছিল ছাদ থেকে । যেই তারা অজয়কে দেখতে পায়, তখন তাঁকে লক্ষ্য করেও পাথর ছুড়তে শুরু করে । তাঁকে লক্ষ্য করে গুলিও করা হয় । গুলি এসে লাগে অজয়ের ডান কাঁধে ।

দু'পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি অভিযুক্ত তনভির মালিকের জামিনের আবেদন খারিজ করে দেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.