ETV Bharat / bharat

প্রতিরক্ষায় জোর, 6 শতাংশ বরাদ্দ বাড়ানোর প্রস্তাব - ভারত বাজেট 2020

কেন্দ্রে BJP ক্ষমতায় আসার পরই প্রতিরক্ষাকে ঢেলে সাজানোর কথা বলা হয়েছিল ৷ সেই মতো আগামী অর্থবর্ষে প্রতিরক্ষাখাতে বরাদ্দ প্রায় ছয় শতাংশ বাড়ানো হয়েছে৷ 2019-2020 আর্থিক বর্ষে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ছিল তিন লাখ 18 হাজার কোটি টাকা৷

Defence gets 6% hike in budget 2020
প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব
author img

By

Published : Feb 1, 2020, 9:34 PM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি : প্রতিরক্ষাখাতে বরাদ্দ অর্থের পরিমাণ ছয় শতাংশ বৃদ্ধির প্রস্তাব রাখল কেন্দ্রীয় সরকার ৷ আজ কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, তিন লাখ 37 হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হল প্রতিরক্ষাখাতে৷

কেন্দ্রে BJP ক্ষমতায় আসার পরই প্রতিরক্ষাকে ঢেলে সাজানোর কথা বলা হয়েছিল৷ সেই মতো আগামী অর্থবর্ষে প্রতিরক্ষাখাতে বরাদ্দ প্রায় ছয় শতাংশ বাড়ানো হয়েছে৷ 2019-2020 আর্থিক বর্ষে প্রতিরক্ষাখাতে বরাদ্দ ছিল তিন লাখ 18 হাজার কোটি টাকা৷ এবারের বাজেটে তা বাড়িয়ে তিন লাখ 37 হাজার কোটি টাকা করা হয়েছে৷ পেনশনের জন্য বরাদ্দ অর্থ যোগ করা হলে মোট পরিমাণ হবে চার লাখ সাত হাজার কোটি টাকা৷

Budget 2020 gives 6% hike in defence
একনজরে প্রতিরক্ষা খাতে বরাদ্দের পরিমাণ

প্রতিরক্ষার আধুনিকীকরণের জন্য এক লাখ 10 হাজার 734 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে৷ পেনশনের ক্ষেত্রেও এক লাখ 17 হাজার কোটি টাকা থেকে বেড়ে এক লাখ 33 হাজার কোটি টাকা করা হয়েছে৷ বেশ কিছু সাবমেরিন, যুদ্ধ বিমান ও হেলিকপ্টার তৈরি এবং কেনার পরিকল্পনা রয়েছে প্রতিরক্ষা দপ্তরের৷ সেক্ষেত্রে বরাদ্দ অর্থের পরিমাণ বাড়লে কিছুটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে৷

মহিলাদের জন্য 28 হাজার 600 কোটি টাকা বরাদ্দ

দিল্লি, 1 ফেব্রুয়ারি : প্রতিরক্ষাখাতে বরাদ্দ অর্থের পরিমাণ ছয় শতাংশ বৃদ্ধির প্রস্তাব রাখল কেন্দ্রীয় সরকার ৷ আজ কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, তিন লাখ 37 হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হল প্রতিরক্ষাখাতে৷

কেন্দ্রে BJP ক্ষমতায় আসার পরই প্রতিরক্ষাকে ঢেলে সাজানোর কথা বলা হয়েছিল৷ সেই মতো আগামী অর্থবর্ষে প্রতিরক্ষাখাতে বরাদ্দ প্রায় ছয় শতাংশ বাড়ানো হয়েছে৷ 2019-2020 আর্থিক বর্ষে প্রতিরক্ষাখাতে বরাদ্দ ছিল তিন লাখ 18 হাজার কোটি টাকা৷ এবারের বাজেটে তা বাড়িয়ে তিন লাখ 37 হাজার কোটি টাকা করা হয়েছে৷ পেনশনের জন্য বরাদ্দ অর্থ যোগ করা হলে মোট পরিমাণ হবে চার লাখ সাত হাজার কোটি টাকা৷

Budget 2020 gives 6% hike in defence
একনজরে প্রতিরক্ষা খাতে বরাদ্দের পরিমাণ

প্রতিরক্ষার আধুনিকীকরণের জন্য এক লাখ 10 হাজার 734 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে৷ পেনশনের ক্ষেত্রেও এক লাখ 17 হাজার কোটি টাকা থেকে বেড়ে এক লাখ 33 হাজার কোটি টাকা করা হয়েছে৷ বেশ কিছু সাবমেরিন, যুদ্ধ বিমান ও হেলিকপ্টার তৈরি এবং কেনার পরিকল্পনা রয়েছে প্রতিরক্ষা দপ্তরের৷ সেক্ষেত্রে বরাদ্দ অর্থের পরিমাণ বাড়লে কিছুটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে৷

মহিলাদের জন্য 28 হাজার 600 কোটি টাকা বরাদ্দ

Antsiranana (Madagascar), February 1 (ANI): India has sent relief material to flood-hit Madagascar and deployed Indian Naval Ship Airavat to the island nation to extend assistance to the victims. There has been heavy flooding and landslides since last week as Madagascar was hit by a Cyclone.The Prime Minister of Madagascar, Christian Ntsay accepted the relief materials from the Indian ambassador at Antsiranana Port. The relief materials included rice, lentils, clothes, medicine, tea, and other essential consumer goods.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.