ETV Bharat / bharat

বিধিনিষেধ শিথিল হলেও কাশ্মীরে এখনও ফাঁকা স্কুল

author img

By

Published : Aug 21, 2019, 7:16 PM IST

সোমবার থেকে স্কুল খুলেছে । কিন্তু কাশ্মীরে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার এখনও খুবই কম ।

বিধিনিষেধ শিথিল হলেও কাশ্মীরে এখনও ফাঁকা স্কুল

শ্রীনগর, 21 অগাস্ট : প্রশাসন দাবি করেছে কাশ্মীরের পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে । বুধবারও দিনের বেলা শ্রীনগর সহ কাশ্মীরের বিভিন্ন জায়গায় গতিবিধি সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে প্রশাসন । সোমবার থেকে স্কুল খুলেছে । কিন্তু সেখানে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার এখনও খুবই কম ।

এই প্রসঙ্গে জম্মু-কাশ্মীর প্রশাসনের এক আধিকারিক জানান, 5 অগাস্টের পর গতিবিধি সংক্রান্ত কড়াকড়ি ধীরে ধীরে শিথিল করা হচ্ছে ৷ উপত্যকায় পরিস্থিতি শান্তিপূর্ণ । জম্মু ও কাশ্মীরের 22টির মধ্যে 12টি জেলায় জনজীবন এখন স্বাভাবিক । ধাপে ধাপে সব নিষেধাজ্ঞাই উঠে যাবে । তবে নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে তোলার আগে কিছু বিষয়ে নজরদারি চলবে বলে জানিয়েছে প্রশাসন ।

অভিভাবকদের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে তারা সন্তানদের স্কুলে পাঠাতে ভরসা পাচ্ছেন না । প্রশাসন মোবাইল নেটওয়ার্ক চালু করেও তা ফের বন্ধ করে দেওয়ায় অভিভাবকদের আশঙ্কা আরও বেড়েছে ।

শ্রীনগর, 21 অগাস্ট : প্রশাসন দাবি করেছে কাশ্মীরের পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে । বুধবারও দিনের বেলা শ্রীনগর সহ কাশ্মীরের বিভিন্ন জায়গায় গতিবিধি সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে প্রশাসন । সোমবার থেকে স্কুল খুলেছে । কিন্তু সেখানে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার এখনও খুবই কম ।

এই প্রসঙ্গে জম্মু-কাশ্মীর প্রশাসনের এক আধিকারিক জানান, 5 অগাস্টের পর গতিবিধি সংক্রান্ত কড়াকড়ি ধীরে ধীরে শিথিল করা হচ্ছে ৷ উপত্যকায় পরিস্থিতি শান্তিপূর্ণ । জম্মু ও কাশ্মীরের 22টির মধ্যে 12টি জেলায় জনজীবন এখন স্বাভাবিক । ধাপে ধাপে সব নিষেধাজ্ঞাই উঠে যাবে । তবে নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে তোলার আগে কিছু বিষয়ে নজরদারি চলবে বলে জানিয়েছে প্রশাসন ।

অভিভাবকদের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে তারা সন্তানদের স্কুলে পাঠাতে ভরসা পাচ্ছেন না । প্রশাসন মোবাইল নেটওয়ার্ক চালু করেও তা ফের বন্ধ করে দেওয়ায় অভিভাবকদের আশঙ্কা আরও বেড়েছে ।

Intro:Body:



 Srinagar: The authorities on Wednesday continued with day-time relaxations across Kashmir, while students stayed away from schools despite the administration's order of the reopening of educational institutions up to the middle classes-level across the Valley.

 The authorities have lifted restrictions from several areas of Kashmir, including from several parts of the city, officials said. 

They said barricades were removed from uptown and civil lines areas of the city, but deployment of security forces continued to maintain law and order. However, restrictions continued in some parts especially in the downtown areas of the city here.

Most of the schools, especially private-run institutes, wore deserted look as no student turned up to attend the classes even as a few staff members joined duties at some of these institutions, the officials said.

They said parents desisted from sending their children even to the government-run schools because of the prevailing situation.

The government last week had ordered the reopening of primary schools across the valley from Monday. However, the order proved futile as students did not turn up. Later in the evening, the authorities said the middle schools would reopen from Wednesday. But, the government's assurances of putting in place all necessary arrangements for the smooth functioning of the educational institutions found no takers and students stayed home on Wednesday as well.

 The government on Tuesday had said normal functioning of large parts of the state was reported with 12 out of the 22 districts functioning normally.

 The siege around the iconic Clock Tower in the Lal Chowk city centre of Srinagar was also lifted after 15 days.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.