কোচি, ( কেরালা ), 8 জুন: প্রেমিকার ভাইয়ের ছুরিকাঘাতে আহত হল বছর কুড়ির এক দলিত যুবক। ঘটনাটি ঘটেছে কোচির কোট্টায়ম থানা এলাকায় । গুরুতর জখম ওই যুবককে কোট্টায়মের একটি হাসপাতালে ভরতি করা হয়েছে । তার হাতে মুখে ও গলায় চোট লেগেছে।
কোট্টায়ম থানা পুলিশের তরফে জানানো হয়, তার শারীরিক অবস্থা স্থিতিশীল। এবং তাকে বাঁচাতে গিয়ে তার এক বন্ধুও আহত হয়।
IPC 307 ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে 17 বছরের এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, ওই ঘটনায় সে আক্রমণকারীকে সাহায্য করেছিল।
পুলিশের তরফে জানানো হয় ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যাবেলায় একটি দোকানের সামনে। ওই দোকানে মাস্ক কিনতে গিয়েছিল যুবকটি । একই সময়ে একটি বাইকে করে ওই জায়গায় পৌঁছায় আক্রমণকারী। ওই দলিত যুবকটিকে দোকানের বাইরে আসতে বলে সে। যুবকটি বাইরে এলে তাকে আক্রমণ করা হয় বলে অভিযোগ।
পুলিশ জানায়, আক্রমণকারীর 18 বছরের বোনের সঙ্গে ওই দলের যুবকটির প্রেমের সম্পর্ক ছিল । কিন্তু ছেলেটিি দলিত হওয়ায় এই সম্পর্কটি মেনে নিতে পারেনি সে । তাই এই আক্রমণ বলে অনুমান পুলিশের ।