ETV Bharat / bharat

বাঁধ ভেঙেছে কাঁকড়া, মন্তব্য মহারাষ্ট্রের মন্ত্রীর

তিওয়ারে বাঁধ ভাঙার অন্যতম কারণ হল কাঁকড়া, বললেন মহারাষ্ট্রের জল সংরক্ষণ মন্ত্রী । পুলিশ সূত্রে খবর, বাঁধ ভেঙে এই ঘটনায় মৃত্যু হয় মোট 18 জনের । নিখোঁজ 5 ।

author img

By

Published : Jul 5, 2019, 1:03 PM IST

বাঁধ ভেঙেছে কাঁকড়া, মন্তব্য মহারাষ্ট্রের মন্ত্রীর

রত্নগিরি (মহারাষ্ট্র), 5 জুলাই : তিওয়ারে বাঁধ ভাঙার অন্যতম কারণ হল কাঁকড়া।

বৃষ্টির জেরে বাঁধ ভেঙে বেশ কয়েকজনের মৃত্যুর পর এমনটাই মন্তব্য করলেন মহারাষ্ট্রের জল সংরক্ষণ মন্ত্রী । গতকাল মহারাষ্ট্রের জল সংরক্ষণ মন্ত্রী তানাজি সাওয়ান্ত বলেন, বাঁধের চারপাশে বিপুল সংখ্যক কাঁকড়া জড়ো হওয়ায় বাঁধে ফাটল ধরে গিয়েছে ।

রত্নগিরির তিওয়ারে বাঁধ ভাঙার ঘটনায় গত সন্ধ্যায় আরও তিনটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ । ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 18 । পুলিশ সূত্রে জানা গেছে, মহারাষ্ট্রের চিপলুনের কঙ্কান অঞ্চলে মঙ্গলবার রাতে অতিরিক্ত বৃষ্টির ফলে ওই বাঁধটি ভেঙে পড়ে । ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় । ঘটনায় এখনও 5 জন নিখোঁজ ।

তানাজি বলেন, "গত 15 বছর ধরে এই বাঁধটিতে জল সংরক্ষণ করা হয় । এরপর 2014 সালে কাজের জন্য কিছুদিন জল সংরক্ষণ বন্ধ ছিল । এরপর আবার তা চালু হয় । " তিনি আরও বলেন, " বাঁধের চারপাশে কাঁকড়া থাকায় একটি বড় সমস্যা তৈরি হয়েছে । এর ফলে বাঁধে ফুটো হয়ে গিয়েছে । গ্রামবাসীরা সেচ সম্পর্কিত যা সমস্যা বলেছে তা অবিলম্বে ঠিক করা হয়েছে , তবে যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক । "

এই ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ দুঃখ প্রকাশ করেছেন । ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ফড়নবীশ, বিশেষ তদন্তকারী দল নিয়োগ হয়েছে নির্দেশের পরেই ।

জল সম্পদ ও সেচ মন্ত্রী গিরিশ মহাজনকে রত্নগিরি সফর এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে ।

রত্নগিরি (মহারাষ্ট্র), 5 জুলাই : তিওয়ারে বাঁধ ভাঙার অন্যতম কারণ হল কাঁকড়া।

বৃষ্টির জেরে বাঁধ ভেঙে বেশ কয়েকজনের মৃত্যুর পর এমনটাই মন্তব্য করলেন মহারাষ্ট্রের জল সংরক্ষণ মন্ত্রী । গতকাল মহারাষ্ট্রের জল সংরক্ষণ মন্ত্রী তানাজি সাওয়ান্ত বলেন, বাঁধের চারপাশে বিপুল সংখ্যক কাঁকড়া জড়ো হওয়ায় বাঁধে ফাটল ধরে গিয়েছে ।

রত্নগিরির তিওয়ারে বাঁধ ভাঙার ঘটনায় গত সন্ধ্যায় আরও তিনটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ । ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 18 । পুলিশ সূত্রে জানা গেছে, মহারাষ্ট্রের চিপলুনের কঙ্কান অঞ্চলে মঙ্গলবার রাতে অতিরিক্ত বৃষ্টির ফলে ওই বাঁধটি ভেঙে পড়ে । ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় । ঘটনায় এখনও 5 জন নিখোঁজ ।

তানাজি বলেন, "গত 15 বছর ধরে এই বাঁধটিতে জল সংরক্ষণ করা হয় । এরপর 2014 সালে কাজের জন্য কিছুদিন জল সংরক্ষণ বন্ধ ছিল । এরপর আবার তা চালু হয় । " তিনি আরও বলেন, " বাঁধের চারপাশে কাঁকড়া থাকায় একটি বড় সমস্যা তৈরি হয়েছে । এর ফলে বাঁধে ফুটো হয়ে গিয়েছে । গ্রামবাসীরা সেচ সম্পর্কিত যা সমস্যা বলেছে তা অবিলম্বে ঠিক করা হয়েছে , তবে যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক । "

এই ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ দুঃখ প্রকাশ করেছেন । ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ফড়নবীশ, বিশেষ তদন্তকারী দল নিয়োগ হয়েছে নির্দেশের পরেই ।

জল সম্পদ ও সেচ মন্ত্রী গিরিশ মহাজনকে রত্নগিরি সফর এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে ।

New Delhi, July 04(ANI): On the occasion of the 5th anniversary of popular Hollywood comedy-drama flick 'The Fault in Our Stars' a new motion poster of its Hindi remake 'Dil Bechara' has been dropped, featuring Sushant Singh Rajput. The film which also features 'Rockstar' fame Sanjana Sanghi, will hit the big screens near you on November 29, announced film critic Taran Adarsh. The poster is giving a nostalgic feeling with 'Same universe, different stars' written on top, where the lead characters are seen all lovey-dovey. The semi-animated motion poster showcases Rajput is sitting on the bike with the leading lady, Sanghi holding him tightly from the back. In the end, the popular poster of 'The Fault in Our Stars' featuring actors Shailene Woodley and Ansel Elgort is also visible. The upcoming film which is being directed by Mukesh Chhabra was earlier titled as 'Kizzie Aur Manny.' Other than Sushant Singh Rajput and Sanjana Sanghi the film would also see Saif Ali Khan in a cameo appearance.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.