ETV Bharat / bharat

একদিনে আক্রান্তের সংখ্যায় চিনকেও ছাড়াল ভারত, 24 ঘণ্টায় মৃত 103 - পশ্চিমবঙ্গ

ক্রমবর্ধমান কোরোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা ৷ একদিনেই প্রায় চার হাজার মানুষ আক্রান্ত হয়েছেন কোরোনা ভাইরাসে, যা চিনে একদিনে আক্রান্তের সংখ্যার তুলনায় অধিক ৷ অন্যদিকে গত 24 ঘন্টায় মারা গিয়েছেন 103 জন ৷

COVID-19 tracker
কোরোনা ভাইরাস ট্রাকার
author img

By

Published : May 16, 2020, 10:36 AM IST

Updated : May 16, 2020, 11:08 AM IST

দিল্লি, 16 মে: দেশে কোরোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা গতকালের রেকর্ডও ছাপিয়ে গেল ৷ 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যায় চিনকেও ছাপিয়ে গেল ভারত ৷ গত 24 ঘন্টায় দেশে কোরোনা আক্রান্ত হয়েছেন প্রায় চার হাজার মানুষ, যা চিনের একদিনে মোট আক্রান্তের সংখ্য়ার তুলনায় বেশি ৷ ভারতে প্রতিনিয়ত বেড়েই চলেছে কোরোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা ৷ গত 24 ঘন্টায় দেশে 103 জন কোরোনা আক্রান্ত মারা গিয়েছেন ৷ বৃহস্পতিবার এই সংখ্যাটি ছিল 100 ৷

শুধু মৃত নয়, দেশে কোরোনা আক্রান্তের সংখ্যাও কম নয় ৷ গত 24 ঘন্টায় মোট 3970 জন নতুন করে কোরোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৷ দেশে মোট আক্রান্তের সংখ্যা 85940 ৷ এই হারে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে আজই ভারতে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে চিনের মোট কোরোনা আক্রান্তের সংখ্যাকেও ৷

COVID-19 tracker
দেশে ও রাজ্যে মোট আক্রান্ত ও মৃতের সংখ্যা

একদিনেই 103 জনের মৃত্যু হওয়ায় দেশে কোরোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 2752 ৷

পিছিয়ে নেই রাজ্যও ৷ গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছেন 84 জন ৷ কোরোনার শিকার হয়েছেন 10 জন ৷ এই নিয়ে রাজ্যে মোট আক্রান্ত ও মৃতের সংখ্যা যথাক্রমে 2461 ও 225 ৷

দিল্লি, 16 মে: দেশে কোরোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা গতকালের রেকর্ডও ছাপিয়ে গেল ৷ 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যায় চিনকেও ছাপিয়ে গেল ভারত ৷ গত 24 ঘন্টায় দেশে কোরোনা আক্রান্ত হয়েছেন প্রায় চার হাজার মানুষ, যা চিনের একদিনে মোট আক্রান্তের সংখ্য়ার তুলনায় বেশি ৷ ভারতে প্রতিনিয়ত বেড়েই চলেছে কোরোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা ৷ গত 24 ঘন্টায় দেশে 103 জন কোরোনা আক্রান্ত মারা গিয়েছেন ৷ বৃহস্পতিবার এই সংখ্যাটি ছিল 100 ৷

শুধু মৃত নয়, দেশে কোরোনা আক্রান্তের সংখ্যাও কম নয় ৷ গত 24 ঘন্টায় মোট 3970 জন নতুন করে কোরোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৷ দেশে মোট আক্রান্তের সংখ্যা 85940 ৷ এই হারে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে আজই ভারতে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে চিনের মোট কোরোনা আক্রান্তের সংখ্যাকেও ৷

COVID-19 tracker
দেশে ও রাজ্যে মোট আক্রান্ত ও মৃতের সংখ্যা

একদিনেই 103 জনের মৃত্যু হওয়ায় দেশে কোরোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 2752 ৷

পিছিয়ে নেই রাজ্যও ৷ গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছেন 84 জন ৷ কোরোনার শিকার হয়েছেন 10 জন ৷ এই নিয়ে রাজ্যে মোট আক্রান্ত ও মৃতের সংখ্যা যথাক্রমে 2461 ও 225 ৷

Last Updated : May 16, 2020, 11:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.