ETV Bharat / bharat

কোরোনা : 24 ঘণ্টায় দেশে মৃত 147, মোট আক্রান্ত 1,31,868 - তামিলনাড়ু

একদিনে দেশে সর্বোচ্চ কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 6767৷ গতকাল এই সংখ্যাটি ছিল 6,654 ৷ দেশে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে 131868 ৷ মৃতের সংখ্যা 3867 ৷

COVID-19 tracker
COVID-19 tracker
author img

By

Published : May 24, 2020, 11:25 AM IST

দিল্লি, 24 মে: গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়েছেন 6767 জন। যা এখনও পর্যন্ত একদিনে আক্রান্তের নিরিখে সর্বোচ্চ৷ এনিয়ে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1,31,868৷ গত 24 ঘণ্টায় মোট 147 জনের মৃত্যু হয়েছে ৷ দেশে মৃতের মোট সংখ্যা 3867 ৷

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে সক্রিয় রোগীর সংখ্যা 73,560 ৷ মারা গিয়েছেন 3867 জন এবং এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 54,440 জন ৷

COVID-19 tracker
দেশে ও রাজ্যে মোট আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান

দেশের মধ্যে সর্বাধিক আক্রান্ত মহারাষ্ট্রে ৷ এখানে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 47190-এ। মৃতের সংখ্যা 1577 ৷ এরপরই রয়েছে তামিলনাড়ু। সেখানে কোরোনা আক্রান্তের সংখ্যা 15512 ৷ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে গুজরাত ৷ আক্রান্তের সংখ্যা 13664 ৷

অন্যদিকে রাজ্যে কোরোনায় আক্রান্তের সংখ্যা 3459 ৷ এখনও অবধি কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 269 জনের ৷

দিল্লি, 24 মে: গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়েছেন 6767 জন। যা এখনও পর্যন্ত একদিনে আক্রান্তের নিরিখে সর্বোচ্চ৷ এনিয়ে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1,31,868৷ গত 24 ঘণ্টায় মোট 147 জনের মৃত্যু হয়েছে ৷ দেশে মৃতের মোট সংখ্যা 3867 ৷

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে সক্রিয় রোগীর সংখ্যা 73,560 ৷ মারা গিয়েছেন 3867 জন এবং এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 54,440 জন ৷

COVID-19 tracker
দেশে ও রাজ্যে মোট আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান

দেশের মধ্যে সর্বাধিক আক্রান্ত মহারাষ্ট্রে ৷ এখানে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 47190-এ। মৃতের সংখ্যা 1577 ৷ এরপরই রয়েছে তামিলনাড়ু। সেখানে কোরোনা আক্রান্তের সংখ্যা 15512 ৷ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে গুজরাত ৷ আক্রান্তের সংখ্যা 13664 ৷

অন্যদিকে রাজ্যে কোরোনায় আক্রান্তের সংখ্যা 3459 ৷ এখনও অবধি কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 269 জনের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.