ETV Bharat / bharat

দেশে কোরোনায় সংক্রমিতের সংখ্যা ছাড়াল 1 লাখ 45 হাজারের গণ্ডি - West Bengal

দেশে গত 24 ঘণ্টায় কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 6535 জন ৷ 146 জনের মৃত্যু হয়েছে ৷

COVID-19 Tracker
COVID-19 Tracker
author img

By

Published : May 26, 2020, 12:23 PM IST

দিল্লি, 26 মে : দেশে ক্রমশ বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ ইতিমধ্যে 1 লাখ 45 হাজারের গণ্ডি ছাড়িয়েছে ৷ ক’দিন আগেই চার হাজার পেরিয়েছে মৃতের সংখ্যাও ৷

গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়েছেন 6535 জন ৷ মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে 1,45,380 ৷ পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় দেশে 146 জন কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ মৃতের মোট সংখ্যা পৌঁছেছে 4167-এ ৷

COVID-19 Tracker
দেশে ও রাজ্যে কোরোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা

দেশের পাশাপাশি রাজ্যেও বেড়েছে আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়েছেন 149 জন ৷ মারা গিয়েছেন ছয়জন ৷ রাজ্যে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা 3816 এবং মৃতের সংখ্যা 278 ৷

অন্যান্য রাজ্যের মধ্যে মহারাষ্ট্রে কোরোনা আক্রান্তের সংখ্যা 52667 ৷ তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা একলাফে বেড়ে হয়েছে 17082 ৷ আক্রান্তের সংখ্যায় একে অপরকে টেক্কা দিচ্ছে দিল্লি ও গুজরাত ৷ দিল্লিতে যেখানে আক্রান্তের সংখ্যা 14053, সেখানে গুজরাতে 14460 ৷

দিল্লি, 26 মে : দেশে ক্রমশ বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ ইতিমধ্যে 1 লাখ 45 হাজারের গণ্ডি ছাড়িয়েছে ৷ ক’দিন আগেই চার হাজার পেরিয়েছে মৃতের সংখ্যাও ৷

গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়েছেন 6535 জন ৷ মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে 1,45,380 ৷ পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় দেশে 146 জন কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ মৃতের মোট সংখ্যা পৌঁছেছে 4167-এ ৷

COVID-19 Tracker
দেশে ও রাজ্যে কোরোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা

দেশের পাশাপাশি রাজ্যেও বেড়েছে আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়েছেন 149 জন ৷ মারা গিয়েছেন ছয়জন ৷ রাজ্যে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা 3816 এবং মৃতের সংখ্যা 278 ৷

অন্যান্য রাজ্যের মধ্যে মহারাষ্ট্রে কোরোনা আক্রান্তের সংখ্যা 52667 ৷ তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা একলাফে বেড়ে হয়েছে 17082 ৷ আক্রান্তের সংখ্যায় একে অপরকে টেক্কা দিচ্ছে দিল্লি ও গুজরাত ৷ দিল্লিতে যেখানে আক্রান্তের সংখ্যা 14053, সেখানে গুজরাতে 14460 ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.