ETV Bharat / bharat

কোরোনা : দেশে মৃতের সংখ্যা ছাড়াল 500 - 106 foreign nationals who were stranded in Goa due to lockdown, left for London

ভারতে বেড়েই চলেছে কোরোনা সংক্রমণ ৷ লকডাউনের 26তম দিনে দেশে আক্রান্তের সংখ্যা 15397 ৷ মৃত 507 জন ৷

COVID-19 Tracker
কোরোনা ট্রাকার
author img

By

Published : Apr 19, 2020, 12:00 PM IST

দিল্লি, 19 এপ্রিল : কোরোনায় গত 24 ঘন্টায় দেশে আক্রান্ত 1334 জন ৷ মৃত্যু হয়েছে 27 জনের ৷ ফলে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল যথাক্রমে 15397 ও 507 ৷

বিশেষজ্ঞদের মতে, মে মাসে দেশে সংক্রমণের সংখ্যা আরও বাড়তে পারে ৷ দেশে বর্তমানে অ্যাকটিভ কেসের সংখ্যা 12974 ৷ সুস্থ হয়েছেন 2230 জন ৷ রাজস্থানে 44 জন নতুন করে সংক্রমিত হওয়ায় সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 1395 ৷ মৃত্যু হয়েছে 22 জনের ৷ দিল্লিতে গতকাল নতুন করে কোরোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন 186 জন ৷ আজ দিল্লির লেডি হারডিংয়ে হাসপাতালে কোরোনা সংক্রামিত হয়েছেন দুইজন চিকিৎসক ও ছয়জন নার্স ৷ তাঁদের কোয়ারানটাইনে পাঠানো হয়েছে ৷

এক 10 মাসের শিশুও কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দিল্লির লেডি হারডিংয়ে হাসপাতালে ৷ শিশুটির বাবার কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ ইন্দোরে আক্রান্তের সংখ্যা 881 ৷ আগ্রায় আক্রান্ত হয়েছেন আরও 45 জন ৷ জম্মু-কাশ্মীরে মোট আক্রান্তের সংখ্যা 341 ৷

COVID-19 Tracker
কেন্দ্র ও রাজ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যা

অন্যদিকে দেশে আটকে পড়া অন্য দেশের বাসিন্দাদের ফেরানোর ব্যবস্থা শুরু করা হয়েছে ৷ কাল পঞ্জাবের লুধিয়ানা থেকে অ্যামেরিকার উদ্দেশে রওনা দিলেন আটকে পড়া 300 জন অ্যামেরিকান নাগরিক ৷ পুনেতে আটকে পড়া 125 জন বাহরিনের বাসিন্দাও বিশেষ বিমানে দেশে ফিরেছেন ৷ গোয়ার পানাজিতে লকডাউনের জেরে যে 106 জন বিদেশি আটকে পড়েছিলেন, তারা লন্ডনের উদ্দেশে কাল রাতে রওনা দিয়েছেন ৷ প্রতিটি যাত্রীকেই বিমানে ওঠার আগে স্ক্রিনিং করা হয়েছে ৷

কাল এয়ার ইন্ডিয়া বিমানের বুকিং নেওয়া শুরু করার পরই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরি বলেন, এখনও পর্যন্ত আন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমান ব্যবস্থা চালু করার বিষয়ে কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি ৷

দিল্লি, 19 এপ্রিল : কোরোনায় গত 24 ঘন্টায় দেশে আক্রান্ত 1334 জন ৷ মৃত্যু হয়েছে 27 জনের ৷ ফলে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল যথাক্রমে 15397 ও 507 ৷

বিশেষজ্ঞদের মতে, মে মাসে দেশে সংক্রমণের সংখ্যা আরও বাড়তে পারে ৷ দেশে বর্তমানে অ্যাকটিভ কেসের সংখ্যা 12974 ৷ সুস্থ হয়েছেন 2230 জন ৷ রাজস্থানে 44 জন নতুন করে সংক্রমিত হওয়ায় সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 1395 ৷ মৃত্যু হয়েছে 22 জনের ৷ দিল্লিতে গতকাল নতুন করে কোরোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন 186 জন ৷ আজ দিল্লির লেডি হারডিংয়ে হাসপাতালে কোরোনা সংক্রামিত হয়েছেন দুইজন চিকিৎসক ও ছয়জন নার্স ৷ তাঁদের কোয়ারানটাইনে পাঠানো হয়েছে ৷

এক 10 মাসের শিশুও কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দিল্লির লেডি হারডিংয়ে হাসপাতালে ৷ শিশুটির বাবার কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ ইন্দোরে আক্রান্তের সংখ্যা 881 ৷ আগ্রায় আক্রান্ত হয়েছেন আরও 45 জন ৷ জম্মু-কাশ্মীরে মোট আক্রান্তের সংখ্যা 341 ৷

COVID-19 Tracker
কেন্দ্র ও রাজ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যা

অন্যদিকে দেশে আটকে পড়া অন্য দেশের বাসিন্দাদের ফেরানোর ব্যবস্থা শুরু করা হয়েছে ৷ কাল পঞ্জাবের লুধিয়ানা থেকে অ্যামেরিকার উদ্দেশে রওনা দিলেন আটকে পড়া 300 জন অ্যামেরিকান নাগরিক ৷ পুনেতে আটকে পড়া 125 জন বাহরিনের বাসিন্দাও বিশেষ বিমানে দেশে ফিরেছেন ৷ গোয়ার পানাজিতে লকডাউনের জেরে যে 106 জন বিদেশি আটকে পড়েছিলেন, তারা লন্ডনের উদ্দেশে কাল রাতে রওনা দিয়েছেন ৷ প্রতিটি যাত্রীকেই বিমানে ওঠার আগে স্ক্রিনিং করা হয়েছে ৷

কাল এয়ার ইন্ডিয়া বিমানের বুকিং নেওয়া শুরু করার পরই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরি বলেন, এখনও পর্যন্ত আন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমান ব্যবস্থা চালু করার বিষয়ে কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.