ETV Bharat / bharat

কোরোনায় একদিনে মৃত 100, মোট আক্রান্ত 81 হাজার ছাড়াল - গুজরাট

দেশে একদিনেই মৃত 100 ৷ কোরোনার প্রভাব বেড়েই চলেছে দেশজুড়ে ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন 3967 জন ৷

Covid-19 tracker
কোরোনা ভাইরাস ট্রাকার
author img

By

Published : May 15, 2020, 10:39 AM IST

দিল্লি, 15 এপ্রিল: 24 ঘণ্টায় দেশে কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 100 জন ৷ নতুন করে আক্রান্ত হয়েছেন 3967 জন ৷

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে অ্যাকটিভ কোরোনা আক্রান্ত 51401 জন ৷ এখনও অবধি সুস্থ হয়ে উঠেছেন 27919 ৷ মোট মৃতের সংখ্যা পৌছেছে 2649-এ ৷

Covid-19 tracker
দেশে ও রাজ্যে মোট আক্রান্ত ও মৃতের সংখ্যা

দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রেই, মোট 27524 জন আক্রান্ত ও 1019 জন মারা গিয়েছেন কোরোনা ভাইরাসে ৷ তামিলনাড়ুতে কোরোনা আক্রান্তের সংখ্যা 10 হাজার ছুঁইছুঁই ৷ পিছিয়ে নেই দিল্লি, গুজরাত, রাজস্থান ও উত্তরপ্রদেশও ৷

অন্যদিকে রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যাও ক্রমশ বেড়েই চলেছে ৷ রাজ্যে বর্তমানে কোরোনা আক্রান্তের সংখ্যা 2377, মৃতের সংখ্যা পৌছেছে 215 এ ৷

দিল্লি, 15 এপ্রিল: 24 ঘণ্টায় দেশে কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 100 জন ৷ নতুন করে আক্রান্ত হয়েছেন 3967 জন ৷

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে অ্যাকটিভ কোরোনা আক্রান্ত 51401 জন ৷ এখনও অবধি সুস্থ হয়ে উঠেছেন 27919 ৷ মোট মৃতের সংখ্যা পৌছেছে 2649-এ ৷

Covid-19 tracker
দেশে ও রাজ্যে মোট আক্রান্ত ও মৃতের সংখ্যা

দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রেই, মোট 27524 জন আক্রান্ত ও 1019 জন মারা গিয়েছেন কোরোনা ভাইরাসে ৷ তামিলনাড়ুতে কোরোনা আক্রান্তের সংখ্যা 10 হাজার ছুঁইছুঁই ৷ পিছিয়ে নেই দিল্লি, গুজরাত, রাজস্থান ও উত্তরপ্রদেশও ৷

অন্যদিকে রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যাও ক্রমশ বেড়েই চলেছে ৷ রাজ্যে বর্তমানে কোরোনা আক্রান্তের সংখ্যা 2377, মৃতের সংখ্যা পৌছেছে 215 এ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.