দিল্লি, 28 অক্টোবর : পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত দিল্লিতে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ থাকবে । আজ একথা জানান দিল্লির শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া ।
মার্চ থেকে সারা দেশের সঙ্গে দিল্লির সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখা হয় । এরপর কোরোনা সংক্রমণ রুখতে 24 মার্চ থেকে লকডাউনের ঘোষণা করে কেন্দ্রীয় সরকার । তার আগেই সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হয় । আনলক পর্বে স্কুল খোলার অনুমতি দেয়নি দিল্লি সরকার । এবার সেই নির্দেশই বজায় রাখার কথা জানালেন সিসোদিয়া ।
IP বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কলেজগুলিতে 1,330টি আসন বৃদ্ধি করা হবে বলেও তিনি জানান । স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, দিল্লিতে বর্তমানে সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা 27 হাজার 873 । মৃত্যু হয়েছে 6 হাজার 356 জনের ।