ETV Bharat / bharat

রাজস্থানে 78 বছর বয়সি কোরোনা আক্রান্তের আত্মহত্যা - কোরোনা আক্রান্তের আত্মহত্যা

78 বছর বয়সি 1 কোরোনা আক্রান্ত রোগী রাজস্থান স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় তল থেকে ঝাঁপ দেন । মৃত্যু হয় তাঁর । তিনি রক্তচাপ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন ।

Corona patient committed suicide
Corona patient committed suicide
author img

By

Published : Jul 8, 2020, 6:09 PM IST

জয়পুর, 8 জুলাই : রাজস্থান স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় তল থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল এক কোরোনা রোগীর । বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে ।

ছিলেন 78 বছর বয়সী ওই করোনা আক্রান্ত ব্যক্তি জয়পুরের বাসিন্দা । তাঁর শরীরে কোরোনা ভাইরাসের হদিস মেলায় মঙ্গলবার রাজস্থানের স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ICU ওয়ার্ডে ভরতি করা হয় ।

জানা গেছে, বুধবার সেমি ওয়ার্ডের জাল কেটে সেখান থেকে ঝাঁপ দেন তিনি । স্বাস্থ্য আধিকারিকেরা জানিয়েছেন তিনি রক্তচাপজনিত সমস্যা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন ।

ঘটনাটির খবর পেয়ে জেলা কালেক্টর অন্তর সিং নেহেরা-সহ অন্যান্য আধিকারিকরা এবং পুলিশের একটি দল ঘটনাস্থানে যায় । এ প্রসঙ্গে ACP পুনাম চাঁদ বিষ্ণোই বলেন ওই রোগী তিন তলার সেমি ICU থেকে ঝাঁপ দেন । ওনার পরিবারের লোকেরা এলে তাদের সঙ্গে কথা বলব ।

ইতিমধ্যে ওই রোগীর নাতি মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে । পরিবার তাঁর শেষকৃত্যের ব্যবস্থা করছে ।

জয়পুর, 8 জুলাই : রাজস্থান স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় তল থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল এক কোরোনা রোগীর । বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে ।

ছিলেন 78 বছর বয়সী ওই করোনা আক্রান্ত ব্যক্তি জয়পুরের বাসিন্দা । তাঁর শরীরে কোরোনা ভাইরাসের হদিস মেলায় মঙ্গলবার রাজস্থানের স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ICU ওয়ার্ডে ভরতি করা হয় ।

জানা গেছে, বুধবার সেমি ওয়ার্ডের জাল কেটে সেখান থেকে ঝাঁপ দেন তিনি । স্বাস্থ্য আধিকারিকেরা জানিয়েছেন তিনি রক্তচাপজনিত সমস্যা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন ।

ঘটনাটির খবর পেয়ে জেলা কালেক্টর অন্তর সিং নেহেরা-সহ অন্যান্য আধিকারিকরা এবং পুলিশের একটি দল ঘটনাস্থানে যায় । এ প্রসঙ্গে ACP পুনাম চাঁদ বিষ্ণোই বলেন ওই রোগী তিন তলার সেমি ICU থেকে ঝাঁপ দেন । ওনার পরিবারের লোকেরা এলে তাদের সঙ্গে কথা বলব ।

ইতিমধ্যে ওই রোগীর নাতি মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে । পরিবার তাঁর শেষকৃত্যের ব্যবস্থা করছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.