ETV Bharat / bharat

লকডাউন, অনলাইনে সাত পাকে বাঁধা পড়ল যুগল - অনলাইনে বিয়ে ছত্তিশগড়ে

লকডাউন ভেস্তে দিয়েছে সব পরিকল্পনা । কিন্তু উপায় খুঁজে বের করল পরিবার । অনলাইনে বিয়ে সম্পন্ন হল যুগলের ।

Online Marriage in Chattishgarh
অনলাইনে বিয়ে ছত্তিশগড়ে
author img

By

Published : Apr 23, 2020, 4:32 PM IST

ছত্তিশগড়(রায়পুর), 23 এপ্রিল : পাত্রী ও পাত্র দু'জনেই রাজি বিয়েতে । কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে লকডাউন । তাই অবশেষে প্রযুক্তির দ্বারস্থ হলেন পাত্র ও পাত্রী । অনলাইনে আত্মীয়দের সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়ল যুগল ।

পাত্রী বরেলির । নাম কীর্তি নারঙ্গ । আর পাত্র রায়পুরের সুষেণ ডাঙ্গ । দু'জনেই বিয়েতে রাজি । তাই দু'পক্ষের মতামত নিয়ে 19 এপ্রিল ঠিক হয় বিয়ের তারিখ । ঠিক হয়, উত্তরাখণ্ডের রিসর্টে হবে ডেস্টিনেশন ওয়েডিং । সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে যায় । বাধ সাধে কোরোনা । লকডাউনের জেরে বিয়ের অনুষ্ঠান বাতিল করতে হয় । সম্পর্ক পরিণতি পাচ্ছে না দেখে মন খারাপ হয়ে যায় যুগলের । সেই সময় উপায় খুঁজে বের করে যুগলের পরিবার । মেলবন্ধন ঘটায় সংস্কৃতির সঙ্গে প্রযুক্তির । সেইমতো অনলাইনে আয়োজন করা হয় যুগলের বিয়ের ।

আচার-রীতি মেনে হল গায়ে হলুদ, মেহেন্দি, বরপুজো, কন্যাপুজো । কনে ও বরের সাজে বিয়ের পিড়িতে বসে যুগল । কন্যাদান করে কনের মা-বাবা । সকলের উপস্থিতিতে সাত পাক ঘোরে যুগল । পুরোহিতের উপস্থিতিতে মন্ত্রপাঠ উচ্চারণ করে সম্পন্ন হয় বিয়ে । বিয়ে শেষে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা আত্মীয়রা আশীর্বাদও করে । আর এই সবকিছুই হল অনলাইনে ।

নিজের ইচ্ছে পূরণ করতে গিয়ে নাগরিক হওয়ার কর্তব্য পালন করতে ভোলেনি নবদম্পতি । কোরোনা মোকাবিলায় দেশের পাশেই রয়েছে তারা । মেনেছে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মও ।

ছত্তিশগড়(রায়পুর), 23 এপ্রিল : পাত্রী ও পাত্র দু'জনেই রাজি বিয়েতে । কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে লকডাউন । তাই অবশেষে প্রযুক্তির দ্বারস্থ হলেন পাত্র ও পাত্রী । অনলাইনে আত্মীয়দের সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়ল যুগল ।

পাত্রী বরেলির । নাম কীর্তি নারঙ্গ । আর পাত্র রায়পুরের সুষেণ ডাঙ্গ । দু'জনেই বিয়েতে রাজি । তাই দু'পক্ষের মতামত নিয়ে 19 এপ্রিল ঠিক হয় বিয়ের তারিখ । ঠিক হয়, উত্তরাখণ্ডের রিসর্টে হবে ডেস্টিনেশন ওয়েডিং । সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে যায় । বাধ সাধে কোরোনা । লকডাউনের জেরে বিয়ের অনুষ্ঠান বাতিল করতে হয় । সম্পর্ক পরিণতি পাচ্ছে না দেখে মন খারাপ হয়ে যায় যুগলের । সেই সময় উপায় খুঁজে বের করে যুগলের পরিবার । মেলবন্ধন ঘটায় সংস্কৃতির সঙ্গে প্রযুক্তির । সেইমতো অনলাইনে আয়োজন করা হয় যুগলের বিয়ের ।

আচার-রীতি মেনে হল গায়ে হলুদ, মেহেন্দি, বরপুজো, কন্যাপুজো । কনে ও বরের সাজে বিয়ের পিড়িতে বসে যুগল । কন্যাদান করে কনের মা-বাবা । সকলের উপস্থিতিতে সাত পাক ঘোরে যুগল । পুরোহিতের উপস্থিতিতে মন্ত্রপাঠ উচ্চারণ করে সম্পন্ন হয় বিয়ে । বিয়ে শেষে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা আত্মীয়রা আশীর্বাদও করে । আর এই সবকিছুই হল অনলাইনে ।

নিজের ইচ্ছে পূরণ করতে গিয়ে নাগরিক হওয়ার কর্তব্য পালন করতে ভোলেনি নবদম্পতি । কোরোনা মোকাবিলায় দেশের পাশেই রয়েছে তারা । মেনেছে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.