সোমবারই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে "রেসপিরাটরি ভালভযুক্ত N95 মাস্কের সঠিক ব্যবহার" নিয়ে সতর্ক করে দেওয়া হয়েছিল । স্বাস্থ্য মন্ত্রকের ডিরেক্টর জেনেরাল (DGHS) রাজীব গর্গ সকলকে বাড়িতে তৈরি মাস্ক ব্যবহার করতে উৎসাহ দিয়েছেন ।
কারণ - কোরোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া প্রতিরোধের জন্য রেসপিরেটরি ভালভযুক্ত N95 মাস্ক ব্যবহার ক্ষতিকারক । কারণ এটি ভাইরাসকে মাস্ক থেকে বেরিয়ে আসতে বাধা দেয় না ।
প্রাথমিক ক্ষেত্রে সরকারের উপদেশ কী ছিল ?
এপ্রিল মাসে কেন্দ্রের তরফে ঘরে তৈরি মাস্ক ব্যবহারের ক্ষেত্রে একটি উপদেশ দেওয়া হয়েছিল । যেখানে প্রত্যেকদিন এই মাস্ক পরিষ্কার করে তারপর ব্যবহার করতে বলা হয়েছিল । তবে যারা স্বাস্থ্যকর্মী বা যারা COVID-19 রোগীদের চিকিৎসার সঙ্গে যুক্ত আর যারা কোরোনা রোগী , তাদের ক্ষেত্রে এই হাতে তৈরি মাস্ক প্রযোজ্য নয় । তাদের একটি নির্দিষ্ট সুরক্ষাকবচ পরতে হবে । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এমনটাই বলা হয়েছিল ।
N-95 রেসপিরাটরি কী ?
N-95 রেসপিরাটরি হল পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (PPE) যা মূলত বাতাসে ভেসে বেড়ানো কণা এবং মুখকে দূষিত করার হাত থেকে রক্ষা করে । এটি অ্যারোসেলস যুক্ত ছোটো কণা ও বড় ড্রপলেটের সঙ্গে ( শুধুমাত্র নন-ওয়েল অ্যারোসেলস ) মাস্ক পরিধানকারীর সংস্পর্শকে হ্রাস করে । N-95 রেসপিরেটরি কমপক্ষে 95 শতাংশ বাতাসে ভেসে থাকা কণা ফিল্টার করে এবং রেসপিরেটরি প্রান্তগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যা নাক এবং মুখের চারপাশ ঢেকে রাখবে । এই ধরনের মাস্ক সাধারণত স্বাস্থ্যকর্মীদের জন্য এবং কনস্ট্রাকশন কাজের সঙ্গে যুক্ত তাদের ধুলোর হাতে থেকে বাঁচার জন্য তৈরি করা হয়েছে ।
N-95 মাস্কের কাজ
যখন বেশি করে মাস্ক ব্যবহার করতে উৎসাহ দেওয়া হচ্ছে , ভালভ যুক্ত N-95 এমন একটি মাস্ক যা তাপকে টেনে আনে । ভালভযুক্ত এই N-95 মাস্কগুলি প্লাস্টিক ডিস্ক দিয়ে তৈরি যা ফাইবারের মধ্যে বসানো থাকে । এই ভালভ সাধারণত মাস্ক পরিধানকারীর নিশ্বাস প্রশ্বাসের সুবিধার জন্য তৈরি করা হয়েছে । এবং বাতাসে অযাজিত প্যাথোজেনগুলি থেকে তাঁকে শ্বাস নিতে আটকায় ।
কীভাবে এই ভালভযুক্ত মাস্ক কোরোনাভাইরাস ছড়ায়
যে কোনও N-95 মাস্ক যেগুলি ফাইবারের মধ্যে বসানো প্লাস্টিক ডিস্ক দিয়ে তৈরি , সেইগুলি মূলত বাতাস পরিশোধনের কাজে ব্যবহার করা হয় । অর্থাৎ আপনি যখন শ্বাস নিচ্ছেন ( শ্বাস নেওয়ার সময় 100 শতাংশ পরিশোধন ) তখন ওই বাতাস পরিশোধিত করতে ব্যবহার করা হয় । কিন্তু আপনি যখন শ্বাস ছাড়ছেন তখন ওই বাতাস আবার পরিশোধিত হয় না । সুতরাং আপনি যদি উপসর্গহীন রোগী হন তাহলে আপনি ওই অপরিশোধিত বাতাস ত্যাগ করে অন্যদের সংক্রমিত করতে পারেন । এর কারণ আপনি যে বাতাস ত্যাগ করেন তা এই ভালভ পরিশোধন করে না এবং তা দ্রুত মাস্ক থেকে বেরিয়ে যায় । অর্থাৎ এটি একটি একমুখী ভালভ ।
কী ধরনের N-95 রেসপিরেটরি থেকে আপনাদের দূরে থাকা উচিত
যেগুলি সাধারণত ভালভযুক্ত মাস্ক বা একমুখী ভালভ সেগুলি ব্যবহার এড়ানো উচিত । কারণ এইধরনের মাস্কগুলি আপনার মুখ থেকে বেরোনো অ্যারোসেলসগুলি পরিশোধন করে না । যা আপনার আশেপাশের মানুষকে ঝুঁকির মধ্যে ফেলে দেয় ।
সমাধান
- যে N-95 মাস্কগুলি দুইমুখী ভালভযুক্ত অর্থাৎ শ্বাস নেওয়া ও ছাড়া দুই সময়ে বাতাসকে পরিশোধন করতে পারে সেই ধরনের মাস্ক ব্যবহার করতে হবে । এগুলি সাধারণত স্বাস্থ্যকর্মীরা ব্যবহার করে থাকে ।
- এমন মাস্ক ব্যবহার করতে হবে যা সংক্রমণ ছড়ানো কমাবে । বিশেষ করে বাড়ি থেকে বেরোনোর সময় এই মাস্ক ব্যবহার করতে হবে ।
- ঘরে তৈরি মাস্ক সাধারণ মানুষ ব্যবহার করবে । আর COVID-19 রোগীদের চিকিৎসার সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মীদের ঠিকঠাক PPE পরতে হবে ।
- সবসময় সঙ্গে দু'টো মাস্ক রাখতে হবে । যাতে একটি ধুয়ে দিয়ে অন্যটি ব্যবহার করা যাবে ।
- মাস্ক সাধারণত পরিস্কার কাপড় দিয়ে তৈরি করতে হবে । যা মুখ ও নাক ঠিকঠাকভাবে যেন ঢাকা যেতে পারে ।
- মাস্ক অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া যাবে না । এমনকী পরিবারের কাউকেও না ।