মুম্বই, 23 এপ্রিল : মুম্বইতে চার হাজার পেরিয়ে গেল কোরোনা আক্রান্তের সংখ্যা । আজ নতুন করে 522 জন আক্রান্তের হদিশ মিলেছে । এর জেরে সেখানে এপর্যন্ত মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 4 হাজার 25 । মৃত্যু হয়েছে 167 জনের । পাশাপাশি মহারাষ্ট্রে নতুন করে 778 জনের শরীরে কোরোনা ভাইরাসের খোঁজ পাওয়া গেছে । রাজ্যে সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা 6 হাজার 427। মৃত্যু হয়েছে 283 জনের ।
বিশ্বের অন্যতম বড় বস্তি এলাকা মুম্বইয়ের ধারাভি । জনসংখ্য়া প্রায় 8 লাখ । এখানে আক্রান্তের সংখ্যা 214 । মৃত্যু হয়েছে 13 জনের । স্বাস্থ্য মন্ত্রকের তরফে ইতিমধ্যেই মুম্বইকে হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে । এই মুহূর্তে দেশের মধ্যে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেশি মুম্বইয়ে । প্রতিদিনই এখানে প্রায় 300-400 করে বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যা । গত চারদিনে আক্রান্তের সংখ্যাটা হাজারেরও বেশি । যা নিয়ে রীতিমতো চিন্তায় প্রশাসন । রেড জ়োনে চলছে নজরদারি । পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে মুম্বইয়ের একাধিক এলাকা । তবুও আজ নতুন করে আরও 522 জন আক্রান্তের হদিশ মিলেছে ।
ইতিমধ্যেই মহারাষ্ট্র সরকারের তরফেএকাধিক পদক্ষেপ করা হয়েছে । মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানান, এখন মৃত্যুর হার ও দ্রুত সংক্রমিত এলাকাগুলির উপর নজর দেওয়া হচ্ছে । কোরোনা মোকাবিলায় প্লাজ়মা থেরাপি শুরু করার প্রস্তুতিও চলছে । গতকালই BMC-র তরফে আরও জানানো হয়েছে, কোরোনা মোকাবিলায় কস্তুরবা হাসপাতাল রোগীদের প্লাজ়মা থেরাপির জন্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের কাছে আবেদন জানিয়েছে ।