ETV Bharat / bharat

JNU হস্টেলে হামলায় সন্দেহভাজনদের ছবি প্রকাশ, তালিকায় ঐশী ঘোষ - aishe-ghosh

JNU হস্টেলে হামলার ঘটনায় সন্দেহভাজনদের ছবি প্রকাশ করল দিল্লি পুলিশ । কিন্তু রবিবার সন্ধ্যায় মুখোশ পরে হামলা চালানোর ঘটনায় পর্যাপ্ত তথ্য দিতে পারেনি পুলিশ।

ছবি
ছবি
author img

By

Published : Jan 10, 2020, 6:01 PM IST

Updated : Jan 10, 2020, 6:59 PM IST

দিল্লি, 10 জানুয়ারি : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হস্টেলে হামলার ঘটনায় 9 সন্দেহভাজনের ছবি প্রকাশ করল দিল্লি পুলিশ । এদের মধ্যে অধিকাংশই বাম ছাত্র সংগঠনের সদস্য । তবে 5 জানুয়ারি রবিবার সন্ধেবেলা মুখোশ পরে ছাত্র ও অধ্যাপক-অধ্যাপিকাদের উপর হামলা চালানোর ঘটনার এখনও পর্যন্ত পর্যাপ্ত তথ্য দিতে পারল না পুলিশ ।

ফি বৃদ্ধির প্রতিবাদে রবিবার (5 জানুয়ারি) সন্ধের ঘটনার আগে ক্যাম্পাসের মধ্যে যে বিক্ষোভগুলি হয় সেই ঘটনাগুলির সূত্র ধরে পুলিশ কয়েকজনের নাম প্রকাশ করে । এদের মধ্যে চুনচুন কুমার, পঙ্কজ মিশ্র, ঐশী ঘোষ, ওয়াসকর বিজয়, সুচেতা তালুকদার, প্রিয়া রঞ্জন, দোলন সাওয়ান্ত, যোগেন্দ্র ভরদ্বাজ ও বিকাশ পাটেল রয়েছেন । উল্লেখ্য, ঐশী ঘোষ হলেন JNU- র ছাত্র সংগঠনের সভানেত্রী । অন্যদিকে, যোগেন্দ্র ভরদ্বাজ ও বিকাশ পাটেল ABVP-র সদস্য ।

পুলিশ জানিয়েছে, রবিবার বিকেল, শুক্রবার ও শনিবারের (3ও 4 জানুয়ারি) একাধিক বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটে । ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখায় ছাত্র -ছাত্রীরা । হস্টেলে হামলা চালানো হয় । অনলাইন রেজিস্ট্রেশন বন্ধ করতে বাম সংগঠনের সদস্যরাই সার্ভার রুমে হামলা চালিয়েছিল । এই সমস্ত ঘটনায় রবিরার সন্ধ্যায় মাত্র চার মিনিটের ব্যবধানে ঐশী ঘোষ ও অন্য ছাত্রদের বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের হয়।

পুলিশ স্বীকার করেছে যে, পর্যাপ্ত CCTV ফুটেজ়, ভিডিয়ো রেকর্ডিং ও প্রত্যক্ষদর্শী না থাকায় রবিবারের ঘটনায় হামলাকারীদের চিহ্নিত করতে অসুবিধা হচ্ছে ।

দিল্লি, 10 জানুয়ারি : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হস্টেলে হামলার ঘটনায় 9 সন্দেহভাজনের ছবি প্রকাশ করল দিল্লি পুলিশ । এদের মধ্যে অধিকাংশই বাম ছাত্র সংগঠনের সদস্য । তবে 5 জানুয়ারি রবিবার সন্ধেবেলা মুখোশ পরে ছাত্র ও অধ্যাপক-অধ্যাপিকাদের উপর হামলা চালানোর ঘটনার এখনও পর্যন্ত পর্যাপ্ত তথ্য দিতে পারল না পুলিশ ।

ফি বৃদ্ধির প্রতিবাদে রবিবার (5 জানুয়ারি) সন্ধের ঘটনার আগে ক্যাম্পাসের মধ্যে যে বিক্ষোভগুলি হয় সেই ঘটনাগুলির সূত্র ধরে পুলিশ কয়েকজনের নাম প্রকাশ করে । এদের মধ্যে চুনচুন কুমার, পঙ্কজ মিশ্র, ঐশী ঘোষ, ওয়াসকর বিজয়, সুচেতা তালুকদার, প্রিয়া রঞ্জন, দোলন সাওয়ান্ত, যোগেন্দ্র ভরদ্বাজ ও বিকাশ পাটেল রয়েছেন । উল্লেখ্য, ঐশী ঘোষ হলেন JNU- র ছাত্র সংগঠনের সভানেত্রী । অন্যদিকে, যোগেন্দ্র ভরদ্বাজ ও বিকাশ পাটেল ABVP-র সদস্য ।

পুলিশ জানিয়েছে, রবিবার বিকেল, শুক্রবার ও শনিবারের (3ও 4 জানুয়ারি) একাধিক বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটে । ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখায় ছাত্র -ছাত্রীরা । হস্টেলে হামলা চালানো হয় । অনলাইন রেজিস্ট্রেশন বন্ধ করতে বাম সংগঠনের সদস্যরাই সার্ভার রুমে হামলা চালিয়েছিল । এই সমস্ত ঘটনায় রবিরার সন্ধ্যায় মাত্র চার মিনিটের ব্যবধানে ঐশী ঘোষ ও অন্য ছাত্রদের বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের হয়।

পুলিশ স্বীকার করেছে যে, পর্যাপ্ত CCTV ফুটেজ়, ভিডিয়ো রেকর্ডিং ও প্রত্যক্ষদর্শী না থাকায় রবিবারের ঘটনায় হামলাকারীদের চিহ্নিত করতে অসুবিধা হচ্ছে ।

New Delhi, Jan 10 (ANI): Department of Social Security and Development of Women and Children of Punjab Government organized special screening of the 'Chhapaak' for acid attack survivors on Jan 11 in Zirakpur town .Meanwhile, the Samajwadi Party is also organizing screening of the movie for its workers in Lucknow also states like Madhya Pradesh and Chhattisgarh declared the movie tax-free for the people of states. Film is based on real-life acid attack survivor Laxmi and it will hit the theatres on Jan10.

Last Updated : Jan 10, 2020, 6:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.