ETV Bharat / bharat

নেতাজির প্রয়াণ দিবস উল্লেখ করে টুইট, বিতর্ক - BJP leaders tweet

নেতাজির প্রয়াণ নিয়ে সরকারি কোনও ঘোষণাও হয়নি ৷ তারপরও আজকের দিনটিকে নেতাজির মৃত্যুদিন হিসেবে ধরে নিয়ে সোশাল মিডিয়ায় একাধিক পোস্ট হয় ৷ যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে ৷ ক্ষোভ প্রকাশ করেন নেতাজির প্রপৌত্র তথা BJP নেতা চন্দ্রকুমার বসু ৷

সুভাষচন্দ্র বোস
author img

By

Published : Aug 18, 2019, 10:19 PM IST

দিল্লি, 18 অগাস্ট : নেতাজির অন্তর্ধান নিয়ে একাধিক তত্ত্ব রয়েছে । অনেকের মতে, 1945 সালের 18 অগাস্ট তাইওয়ানে বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে । কিন্তু, তাইওয়ান সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে, উল্লিখিত ওই দিনে সেখানে কোনও বিমান দুর্ঘটনা ঘটেনি । নেতাজির প্রয়াণ নিয়ে সরকারি কোনও ঘোষণাও হয়নি ৷ তারপরও আজকের দিনটিকে নেতাজির মৃত্যুদিন হিসেবে ধরে নিয়ে সোশাল মিডিয়ায় একাধিক পোস্ট হয় ৷ যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে ৷ ক্ষোভ প্রকাশ করেন নেতাজির প্রপৌত্র তথা BJP নেতা চন্দ্রকুমার বসু ৷

প্রেস ইনফরমেশন বিওরোর (PIB) একটি টুইট ঘিরে দেখা দেয় বিতর্ক ৷ যেখানে আজ নেতাজির মৃত্যুদিন ধরে নিয়ে একটি পোস্টে শ্রদ্ধাজ্ঞাপন করা হয় ৷ PIB-র টুইটের প্রত্যুত্তরে নেতাজির পৌপত্র চন্দ্রকুমার বসু লেখেন, 1945-র 18অগাস্ট নেতাজি তাইহোকু থেকে উধাও হয়ে গেছিলেন ৷ তাইওয়ানের সরকার স্পষ্ট বিবৃতি দিয়ে জানিয়েছিল, ওই দিন কোনও বিমান দুর্ঘটনা ঘটেনি ৷ ওই ঘটনার বেশকিছু অসংগতি পাওয়া গেছে ৷ প্রমাণ ছাড়া যে কোনও ধরনের অসত্য ছড়ানোর ক্ষেত্রে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ৷

আরও পড়ুন : নেতাজির কী হয়েছিল তা জানার অধিকার আছে দেশবাসীর, টুইট মমতার

আজ BJP নেতা কৈলাস বিজয়বর্গীয়ও নিজের টুইটার অ্যাকাউন্টে সুভাষচন্দ্রের মৃত্যুদিবস উল্লেখ করে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন ৷ পাশাপাশি অভিনেতা তথা BJP সাংসদ সানি দেওল ও কংগ্রেসের পক্ষ থেকেও টুইট করা হয় ৷

  • "तुम मुझे खून दो मैं तुम्हे आजादी दूंगा"

    आज़ाद हिंद फौज के संस्थापक एवं 'जय हिन्द' को राष्ट्रीय उद्घोष बनाने के वाले नेता जी सुभाषचंद्र बोस जी की पुण्यतिथि पर विनम्र श्रद्धांजलि... pic.twitter.com/FXQii5GBf9

    — Kailash Vijayvargiya (@KailashOnline) August 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজনীতিকদের টুইট প্রসঙ্গে সোশাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন নেতাজি গবেষক অনুজ ধর ৷ তিনি টুইটে লেখেন, "BJP নেতারা সুভাষচন্দ্রের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন ৷ এক্ষেত্রে তাঁদের একটু ভাবতে হবে ৷ মাথায় রাখতে হবে, বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে একথা স্বয়ং মহাত্মা গান্ধিও বিশ্বাস করেননি ৷"

দিল্লি, 18 অগাস্ট : নেতাজির অন্তর্ধান নিয়ে একাধিক তত্ত্ব রয়েছে । অনেকের মতে, 1945 সালের 18 অগাস্ট তাইওয়ানে বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে । কিন্তু, তাইওয়ান সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে, উল্লিখিত ওই দিনে সেখানে কোনও বিমান দুর্ঘটনা ঘটেনি । নেতাজির প্রয়াণ নিয়ে সরকারি কোনও ঘোষণাও হয়নি ৷ তারপরও আজকের দিনটিকে নেতাজির মৃত্যুদিন হিসেবে ধরে নিয়ে সোশাল মিডিয়ায় একাধিক পোস্ট হয় ৷ যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে ৷ ক্ষোভ প্রকাশ করেন নেতাজির প্রপৌত্র তথা BJP নেতা চন্দ্রকুমার বসু ৷

প্রেস ইনফরমেশন বিওরোর (PIB) একটি টুইট ঘিরে দেখা দেয় বিতর্ক ৷ যেখানে আজ নেতাজির মৃত্যুদিন ধরে নিয়ে একটি পোস্টে শ্রদ্ধাজ্ঞাপন করা হয় ৷ PIB-র টুইটের প্রত্যুত্তরে নেতাজির পৌপত্র চন্দ্রকুমার বসু লেখেন, 1945-র 18অগাস্ট নেতাজি তাইহোকু থেকে উধাও হয়ে গেছিলেন ৷ তাইওয়ানের সরকার স্পষ্ট বিবৃতি দিয়ে জানিয়েছিল, ওই দিন কোনও বিমান দুর্ঘটনা ঘটেনি ৷ ওই ঘটনার বেশকিছু অসংগতি পাওয়া গেছে ৷ প্রমাণ ছাড়া যে কোনও ধরনের অসত্য ছড়ানোর ক্ষেত্রে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ৷

আরও পড়ুন : নেতাজির কী হয়েছিল তা জানার অধিকার আছে দেশবাসীর, টুইট মমতার

আজ BJP নেতা কৈলাস বিজয়বর্গীয়ও নিজের টুইটার অ্যাকাউন্টে সুভাষচন্দ্রের মৃত্যুদিবস উল্লেখ করে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন ৷ পাশাপাশি অভিনেতা তথা BJP সাংসদ সানি দেওল ও কংগ্রেসের পক্ষ থেকেও টুইট করা হয় ৷

  • "तुम मुझे खून दो मैं तुम्हे आजादी दूंगा"

    आज़ाद हिंद फौज के संस्थापक एवं 'जय हिन्द' को राष्ट्रीय उद्घोष बनाने के वाले नेता जी सुभाषचंद्र बोस जी की पुण्यतिथि पर विनम्र श्रद्धांजलि... pic.twitter.com/FXQii5GBf9

    — Kailash Vijayvargiya (@KailashOnline) August 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজনীতিকদের টুইট প্রসঙ্গে সোশাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন নেতাজি গবেষক অনুজ ধর ৷ তিনি টুইটে লেখেন, "BJP নেতারা সুভাষচন্দ্রের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন ৷ এক্ষেত্রে তাঁদের একটু ভাবতে হবে ৷ মাথায় রাখতে হবে, বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে একথা স্বয়ং মহাত্মা গান্ধিও বিশ্বাস করেননি ৷"

New Delhi, Aug 18 (ANI): Researchers have discovered a neurocircuit in mice that, when activated, increased their stress levels while decreasing their desire to eat. The scientists believe their research could aid efforts to develop treatments for a serious eating disorder called anorexia nervosa, which has the highest mortality rate of any mental disorder, according to the National Institute of Mental Health. People with anorexia nervosa avoid food, severely restrict food, or eat very small quantities of only certain foods. Even when they are dangerously underweight, they may see themselves as overweight. Because mice and humans have similar nervous systems, Tong, the Cullen Chair in Molecular Medicine at UTHealth, believes their findings could shed light on the part of the human brain that regulates hunger. According to the study published in the journal, 'Nature Communications' the investigators believed they are among the first to demonstrate the role of this neurocircuit in the regulation of both stress and hunger. While previous research has established that stress can both reduce and increase a person's desire to eat, the neural mechanisms that act on the regulation of eating by stress-related responses largely remain a mystery.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.