হায়দরাবাদ, 15 জুলাই : চন্দ্রবাবু নাইডুকে কটাক্ষ করে টুইট দলীয় নেতার । দল ছাড়ারও হুমকি দেন তিনি । অন্য নেতাকে উদ্দেশ্য করে ''চন্দ্রবাবুর পোষা কুকুর'' বলেও উল্লেখ করেন টুইটে ।
এবারের লোকসভা ভোটে অন্ধ্রে YSR কংগ্রেসের উত্থান ঘটেছে । বিধানসভাতেও মিলেছে সাফল্য । তেলুগু দেশম পার্টির শোচনীয় পরাজয়ের পর মুখ্যমন্ত্রী হয়েছেন জগনমোহন রেড্ডি । এরপর থেকেই টালমাটাল পরিস্থিতি চন্দ্রবাবুর দলে । এবার দলের এক বিধায়ক কেসিনেনি শ্রীনিবাস চন্দ্রবাবুকে উদ্দেশ্য করে একটি টুইট করেছেন । সেখানে তিনি দল ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছেন ।
শ্রীনিবাস বলেন, চন্দ্রবাবু যদি নিজের দলে তাঁকে না চান, তবে তা যেন জানিয়ে দেন । টুইটে তিনি এও লেখেন, 'যদি দলে তাঁর মতো নেতার প্রয়োজন হয়, তবে নিজের পোষা কুকুরদের যেন নিয়ন্ত্রণ করেন TDP সুপ্রিমো ।' ইতিমধ্যে চার TDP নেতা দল ছেড়ে BJP-তে যোগ দিয়েছেন । কেউ কেউ বলছেন, আসলে ওই নেতা চাইছেন চন্দ্রবাবু তাঁকে দল থেকে অপসারণ করুন ।
TDP-র একটি সূত্র বলছে, চন্দ্রবাবু ঘনিষ্ঠ বুদ্ধপ্রসাদ ভেঙ্কানার উদ্দেশেই এই টুইট । কারণ, এক সপ্তাহ ধরে শ্রীনিবাসের সঙ্গে বেশ কিছু ইশুতে ভেঙ্কানার বাগ-বিতণ্ডা চলছে ।