দেওরিয়া, 11 অক্টোবর : উত্তরপ্রদেশে কংগ্রেসের দলীয় বৈঠকে মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ উঠল । দেওরিয়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে দলের এক নেতার মনোনয়নে আপত্তি জানান ওই মহিলা কর্মী । তাঁর অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তি ধর্ষণে অভিযুক্ত ।
ভিডিয়োতে দেখা যায়, তারা দেবী নামে ওই কংগ্রেস কর্মীকে মারধর করে বৈঠক থেকে বের করে দেওয়া হচ্ছে । কয়েকজন ব্যক্তি মিলে তাঁকে হেনস্থা করছেন । কিছুক্ষণ পর কয়েকজন এসে তাঁকে উদ্ধার করেন । তারা দেবীর অভিযোগ, "একদিকে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব হাথরসের নির্যাতিতার সুবিচারের জন্য লড়াই করছেন অন্যদিকে দলের টিকিট একজন ধর্ষককে দেওয়া হচ্ছে ? এই সিদ্ধান্ত ভুল । এতে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হবে ।" এই ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তারা দেবী । অভিযোগপত্রে দলের জেলা সভাপতি ধর্মেন্দ্র সিং, সহ সভাপতি অজয় সিং এবং আরও দু'জনের নাম উল্লেখ করা হয়েছে । পাশাপাশি তাঁকে হেনস্থা ও শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি ।
BJP বিধায়ক জন্মেজয় সিং-এর মৃত্যুর পর দেওরিয়াতে উপনির্বাচনের ঘোষণা করা হয় । কংগ্রেসের তরফে মুকুন্দ ভাস্কর নামে একজনকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয় । আর সেই নিয়েই বিবাদের সূত্রপাত । পালটা তারা দেবীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি দলীয় বৈঠকে যোগ দিয়ে দলের জাতীয় সম্পাদক সচিন নায়েককে লক্ষ্য করে ফুলের তোড়া ছুড়ে মারেন । এরপরই তার সঙ্গে হাতাহাতি হয় । যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তারা দেবী ।