দিল্লি, 24 অগাস্ট : BJP-র সঙ্গে যোগ রয়েছে । তার জন্যই কংগ্রেসের এমন কঠিন সময়ে নেতৃত্ব নিয়ে সোনিয়া গান্ধিকে চিঠি দেওয়া হল । রাহুল গান্ধির এমন মন্তব্যের পর উত্তপ্ত হয়ে উঠল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক । কংগ্রেসের বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদ, কপিল সিবালসহ অনেকেই এর প্রতিবাদ করেন । সূত্রের খবর, এই মন্তব্যের প্রতিবাদে দলত্যাগ ও পদত্যাগ করার কথাও বলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা গুলাম নবি আজ়াদ । সোশাল মিডিয়ায় সরব হন কপিল সিবাল, সঞ্জায় ঝা'রা ।
দলের 23 জন শীর্ষনেতা "পুরো সময়ের জন্য সক্রিয়" নেতৃত্বের দাবি জানিয়ে গতকাল চিঠি দেন কংগ্রেসের অন্তর্বতীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধিকে । যা নিয়ে একাধিক প্রশ্ন ওঠার পাশাপাশি শুরু হয় বিতর্ক । অধীর চৌধুরির মতো কংগ্রেসের অনেক নেতাই দাবি করেন, এই সংকটের সময় সোনিয়া গান্ধিরই দলের পাশে থাকা উচিত ।
এই চিঠি নিয়ে ক্ষুব্ধ রাহুল গান্ধি । মধ্যপ্রদেশ ও রাজস্থানে কংগ্রেস যখন সংকটে এবং সোনিয়া গান্ধি যখন অসুস্থ তখনই কেন এই চিঠি দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি । চিঠি প্রসঙ্গে এ কে অ্যান্টনি, মনমোহন সিংয়ের মতো বর্ষীয়ান নেতারা বলেন, "চিঠির থেকেও চিঠির বিষয় অনেক নিষ্ঠুর ।" এরপর কংগ্রেসের প্রতি সোনিয়া গান্ধির অবদান সম্পর্কে মনমোহন সিং বিস্তারিত জানান । সূত্রের খবর, এরপরই রাহুল গান্ধি বিস্ফোরক মন্তব্য করেন । বলেন, "যাঁরা চিঠি পাঠিয়েছেন তাঁদের BJP-র সঙ্গে যোগ রয়েছে ।" এর পাশাপাশি তিনি জানান, তাঁর মা এই চিঠিতে কষ্ট পেয়েছেন ।
রাহুলের এই মন্তব্যের পরই উত্তপ্ত হয়ে ওঠে বৈঠক । গুলাম নবি আজ়াদ চিঠির সাপেক্ষে কথা বলতে গিয়ে পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেন । অন্যদিকে, কপিল সিবাল সোশাল মিডিয়ায় সরব হন । টুইটে লেখেন, রাহুল গান্ধিজি বলছেন, আমাদের BJP-র সঙ্গে যোগ রয়েছে । রাজস্থান হাইকোর্টে কংগ্রেসের হয়ে লড়েছি, মণিপুরে BJP-কে সরাতে কংগ্রেসের হয়ে সওয়াল করেছি । গত 30 বছরে কোনওদিন BJP-র হয়ে কোনও কথা বলিনি । আর আমরাই BJP-র সঙ্গে যোগ রেখেছি ?"
সোশাল মিডিয়ায় সরব হন কংগ্রেস নেতা সঞ্জয় ঝা'ও । যদিও, পরে কপিল সিবাল প্রথম টুইটটি ডিলিট করে দেন । মন্তব্য প্রত্যাহার করেন । পরে আরেকটি টুইট করে লেখেন, "রাহুল গান্ধি ব্যক্তিগতভাবে জানিয়েছেন, তাঁকে যে কারণে দায়ি করা হচ্ছে সেকথা তিনি কখনও বলেননি ।" মন্তব্য প্রত্যাহার করেন গুলাম নবি আজ়াদও । তিনি বলেন, "রাহুল গান্ধি কখনই একথা বলেননি । CWC মিটিংয়েও বলেননি, বাইরেও বলেননি ।"
-
Was informed by Rahul Gandhi personally that he never said what was attributed to him .
— Kapil Sibal (@KapilSibal) August 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
I therefore withdraw my tweet .
">Was informed by Rahul Gandhi personally that he never said what was attributed to him .
— Kapil Sibal (@KapilSibal) August 24, 2020
I therefore withdraw my tweet .Was informed by Rahul Gandhi personally that he never said what was attributed to him .
— Kapil Sibal (@KapilSibal) August 24, 2020
I therefore withdraw my tweet .
এই ঘটনার পর কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূরযেওয়ালা টুইট করেন, "রাহুল গান্ধি এই ধরনের কোনও মন্তব্য করেননি বা কোনও কথায় এমন ইঙ্গিত দিতেও চাননি । কোনও মিথ্যা রটনায় চালিত হবেন না । বা ভুল তথ্য পেয়ে গুজব রটাবেন না ।" তিনি আরও বলেন, "তবে হ্যাঁ, নিজেদের মধ্যে লড়ার বদলে আমাদের মোদি শাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে ।"
-
Rahul Gandhi never said it, neither in CWC or outside, that this letter (to Sonia Gandhi about party leadership) was written in collusion with BJP: Ghulam Nabi Azad, Congress (File pic) pic.twitter.com/nv0MWWyodV
— ANI (@ANI) August 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Rahul Gandhi never said it, neither in CWC or outside, that this letter (to Sonia Gandhi about party leadership) was written in collusion with BJP: Ghulam Nabi Azad, Congress (File pic) pic.twitter.com/nv0MWWyodV
— ANI (@ANI) August 24, 2020Rahul Gandhi never said it, neither in CWC or outside, that this letter (to Sonia Gandhi about party leadership) was written in collusion with BJP: Ghulam Nabi Azad, Congress (File pic) pic.twitter.com/nv0MWWyodV
— ANI (@ANI) August 24, 2020
সূরযেওয়ালার এই টুইট ও কপিল সিবালের টুইট তুলে নেওয়ার পরই প্রশ্ন উঠেছে, দলের অন্দরে এই পরিস্থিতির পর বিষয়টি সামলাতেই এমন মন্তব্য করছেন সূরযেওয়ালা । গতকালও সোনিয়া গান্ধির পদ ছাড়ার বিষয়ে সূরযেওয়ালা জানিয়েছিলেন, বিষয়টি মিথ্যা ।
-
Sh. Rahul Gandhi hasn’t said a word of this nature nor alluded to it.
— Randeep Singh Surjewala (@rssurjewala) August 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Pl don’t be mislead by false media discourse or misinformation being spread.
But yes, we all need to work together in fighting the draconian Modi rule rather then fighting & hurting each other & the Congress. https://t.co/x6FvPpe7I1
">Sh. Rahul Gandhi hasn’t said a word of this nature nor alluded to it.
— Randeep Singh Surjewala (@rssurjewala) August 24, 2020
Pl don’t be mislead by false media discourse or misinformation being spread.
But yes, we all need to work together in fighting the draconian Modi rule rather then fighting & hurting each other & the Congress. https://t.co/x6FvPpe7I1Sh. Rahul Gandhi hasn’t said a word of this nature nor alluded to it.
— Randeep Singh Surjewala (@rssurjewala) August 24, 2020
Pl don’t be mislead by false media discourse or misinformation being spread.
But yes, we all need to work together in fighting the draconian Modi rule rather then fighting & hurting each other & the Congress. https://t.co/x6FvPpe7I1