দিল্লি, 22 এপ্রিল : দেশে কোরোনা পরিস্থিতির মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা করলেন বিল গেটস । প্রধানমন্ত্রীকে একটি চিঠিও পাঠান তিনি । বিল গেটস বলেন, " ভারতে COVID-19 সংক্রমণ প্রতিরোধে আপনি এবং আপনার সরকার যে পদক্ষেপ নিয়েছেন তা প্রশংসনীয় ।"
চিঠিতে বিলগেটস বলেন,"সংক্রমণ প্রতিরোধে যেভাবে দেশজুড়ে লকডাউন চলছে তা প্রশংসার দাবি রাখে । হটস্পট এলাকার চিহ্নিতকরণ, সেগুলিকে বিচ্ছিন্ন করা, মানুষজনকে কোয়ারান্টাইনে পাঠানো, সর্বোপরি স্বাস্থ্যক্ষেত্রে তাৎপর্যপূর্ণভাবে বরাদ্দ অর্থের পরিমাণ বাড়িয়ে পুরো ব্যবস্থাকে আরও দৃঢ় করতে আপনার সরকারের পদক্ষেপ খুবই উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে । এই পরিস্থিতিতে গবেষণা ও উন্নয়নমূলক কাজকর্মের যথাযথ প্রচার ও ডিজ়িটাল মাধ্যম যেভাবে ব্যবহার করা হচ্ছে তা প্রশংসনীয় ।"
চিঠিতে তিনি আরও বলেন, "আমি খুব খুশি যে এই কোরোনা পরিস্থিতির মোকাবিলায় ডিজ়িটাল মাধ্যমগুলির ক্ষমতাকে সর্বতোভাবে ব্যবহার করা হচ্ছে । আপনার সরকার 'আরোগ্য সেতু' নামে একটি অ্যাপও তৈরি করেছে । COVID- 19 ট্র্যাকিং থেকে শুরু করে মানুষজনকে স্বাস্থ্য পরিষেবার নানা খুঁটিনাটি তথ্য দিচ্ছে এই অ্যাপ । দেখে ভালো লাগছে, আপনি জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ দিকগুলির সঙ্গে প্রত্যেকের জন্য পর্যাপ্ত সামাজিক সুরক্ষা নিশ্চিতের বিষয়টির ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছেন ।"
বিল গেটস ও তাঁর স্ত্রী মেলিন্ডা গেটস বিশ্বের অন্যতম বড় একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান চালান । বেশ কয়েক বছর ধরে এই প্রতিষ্ঠান জনস্বাস্থ্যের উপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে । বর্তমান কোরোনা উদ্ভূত পরিস্থিতিতেও অগ্রণী ভূমিকা নিয়েছে এই প্রতিষ্ঠান ।
উল্লেখ্য, দেশে 20,000 ছুঁয়েছে কোরোনা আক্রান্তের সংখ্যা । এপর্যন্ত 652 জনের মৃত্যু হয়েছে । যদিও সরকারের তরফে জানানো হয়েছে লকডাউনের দ্বিতীয় দফায় কোরোনা সংক্রমণের হার কমেছে ।