ETV Bharat / bharat

জয়পুরে ছুরিকাঘাতের পর গুলি করে খুন যুবতিকে, অভিযুক্ত গ্রেপ্তার - মোতিডাঙ্গারি থানা

ঝুনঝুনুর বাসিন্দা গরিমা চৌধুরি আজ বৈদিক বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে B.Sc. শেষ বর্ষের পরীক্ষা দিতে গিয়েছিল । পরীক্ষা দিয়ে ফেরার পথে অভিযুক্ত তাঁকে ছুরিকাঘাতের পর গুলি করে পালাতে গেলে উপস্থিত মোতিডাঙ্গারি থানার কনস্টেবল কুমার সিংয়ের হাতে ধরা পড়ে ।

jaipur news
jaipur news
author img

By

Published : Sep 26, 2020, 8:24 PM IST

জয়পুর, 26 সেপ্টেম্বর : জয়পুর শহরের রাজাপার্ক এলাকায় ছুরিকাঘাতের পর গুলি করে খুন এক যুবতিকে । আজ ওই যুবতি স্নাতক স্তরের শেষ বর্ষের পরীক্ষা দিয়ে ফিরলে তাঁর কলেজের সামনে অভিযুক্ত ঘটনাটি ঘটায় । DCP রাহুল জৈন জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে । তদন্ত শুরু হয়েছে । খুনের কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না ।

জানা গেছে, ঝুনঝুনুর বাসিন্দা গরিমা চৌধুরি আজ বৈদিক বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে B.Sc. শেষ বর্ষের পরীক্ষা দিতে গিয়েছিল । পরীক্ষার সময় ছিল সকাল সাতটা থেকে বেলা দশটা । পরীক্ষা দিয়ে ফেরার পথে তাঁর কলেজের কাছে অভিযুক্ত বিষ্ণু চৌধুরির মুখোমুখি হয় গরিমা । সেই সময় অভিযুক্ত তাঁকে ছুরিকাঘাতের পর গুলি করে পালাতে গেলে উপস্থিত মোতিডাঙ্গারি থানার কনস্টেবল কুমার সিংয়ের হাতে ধরা পড়ে ।

এদিকে পুলিশ ঘটনাস্থানে পৌঁছে গুরুতর জখম অবস্থায় গরিমাকে তড়িঘড়ি SMS সরকারি হাসপাতালে পাঠানো হয় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে । DCP রাহুল জৈন সংবাদ মাধ্যমে জানান, অভিযুক্ত বিষ্ণু চৌধুরিকে গ্রেপ্তার করা হয়েছে । সে ঢোলপুরের বাসিন্দা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতির জন্য জয়পুরে ছিল । তাঁর কাছ থেকে তাজা কার্তুজ ও একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে । বিষয়টি খতিয়ে দেখার জন্যে একটি বিশেষ দল নিযুক্ত করা হয়েছে । তবে খুনের কারণ এখনই কিছু বলা যাচ্ছে না ।

জয়পুর, 26 সেপ্টেম্বর : জয়পুর শহরের রাজাপার্ক এলাকায় ছুরিকাঘাতের পর গুলি করে খুন এক যুবতিকে । আজ ওই যুবতি স্নাতক স্তরের শেষ বর্ষের পরীক্ষা দিয়ে ফিরলে তাঁর কলেজের সামনে অভিযুক্ত ঘটনাটি ঘটায় । DCP রাহুল জৈন জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে । তদন্ত শুরু হয়েছে । খুনের কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না ।

জানা গেছে, ঝুনঝুনুর বাসিন্দা গরিমা চৌধুরি আজ বৈদিক বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে B.Sc. শেষ বর্ষের পরীক্ষা দিতে গিয়েছিল । পরীক্ষার সময় ছিল সকাল সাতটা থেকে বেলা দশটা । পরীক্ষা দিয়ে ফেরার পথে তাঁর কলেজের কাছে অভিযুক্ত বিষ্ণু চৌধুরির মুখোমুখি হয় গরিমা । সেই সময় অভিযুক্ত তাঁকে ছুরিকাঘাতের পর গুলি করে পালাতে গেলে উপস্থিত মোতিডাঙ্গারি থানার কনস্টেবল কুমার সিংয়ের হাতে ধরা পড়ে ।

এদিকে পুলিশ ঘটনাস্থানে পৌঁছে গুরুতর জখম অবস্থায় গরিমাকে তড়িঘড়ি SMS সরকারি হাসপাতালে পাঠানো হয় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে । DCP রাহুল জৈন সংবাদ মাধ্যমে জানান, অভিযুক্ত বিষ্ণু চৌধুরিকে গ্রেপ্তার করা হয়েছে । সে ঢোলপুরের বাসিন্দা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতির জন্য জয়পুরে ছিল । তাঁর কাছ থেকে তাজা কার্তুজ ও একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে । বিষয়টি খতিয়ে দেখার জন্যে একটি বিশেষ দল নিযুক্ত করা হয়েছে । তবে খুনের কারণ এখনই কিছু বলা যাচ্ছে না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.