ETV Bharat / bharat

চন্দ্রযান-2 থেকে সফলভাবে বিচ্ছিন্ন হল বিক্রম - Lander 'Vikram' Separates From Chandrayaan 2

দুপুর 1 টা 15 মিনিটে সফলভাবে চন্দ্রযান-2 থেকে বিচ্ছিন্ন হল বিক্রম ৷ চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখার আগে এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছিলেন বিজ্ঞানীরা ৷

চন্দ্রযান-2 থেকে সফলভাবে বিচ্ছিন্ন হল বিক্রম
author img

By

Published : Sep 2, 2019, 3:36 PM IST

Updated : Sep 2, 2019, 3:51 PM IST

শ্রীহরিকোটা, 2 সেপ্টেম্বর : ভারতীয় সময় আজ দুপুর 1 টা 15 মিনিটে সফলভাবে চন্দ্রযান-2 থেকে বিচ্ছিন্ন হল ল্যান্ডার বিক্রম ৷ বিক্রম বর্তমানে 119 কিমি x 127 কিমি কক্ষপথে অবস্থান করছে ৷ অন্যদিকে, চন্দ্রযান-2 যথারীতি তার নির্দিষ্ট পথে চাঁদকে প্রদক্ষিণ করে চলেছে ৷

বেঙ্গালুরুর কাছে বাইলালুতে ইন্ডিয়ান ডিপ স্পেস নেটওয়ার্ক (IDSN) অ্যান্টেনার সহায়তায় ইসরো টেলিমেট্রি, ট্র্যাকিং এবং কমান্ড নেটওয়ার্ক (ISTRAC) -এ মিশন অপারেশন কমপ্লেক্স (MOX) থেকে অরবিটার এবং ল্যান্ডারের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে ৷ ISRO জানিয়েছে, অরবিটার ও ল্যান্ডার ঠিকভাবে কাজ করছে ৷ চন্দ্রযান-2 আগামীকাল 8 টা 45 মিনিট থেকে 9 টা 45 মিনিটের মধ্যে পরবর্তী কক্ষপথে প্রবেশ করবে ৷

22 জুলাই দুপুর 2টো 23 মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপিত হয় চন্দ্রযান-2 ৷ এরপর পৃথিবীর চারপাশে পাক খেতে খেতে ক্রমশ দূরত্ব বাড়ায় সেটি ৷ পাঁচবার পাক খাওয়ার পর সেটি চাঁদের কক্ষপথে পাড়ি দেয় ৷ 20 অগাস্ট সকাল 9 টা 28 মিনিটে সেটি চাঁদের কক্ষপথে ঢুকে পড়ে ৷ এরপর কক্ষপথ বদল করে ক্রমশ চাঁদের সঙ্গে দূরত্ব কমাতে থাকে চন্দ্রযান ৷ গতকাল সফলভাবে পঞ্চম অর্থাৎ সর্বশেষ কক্ষপথটি বদল করে চন্দ্রযান-2 ৷ ভারতীয় সময় সন্ধ্যা 6টা 21 মিনিটে শুরু হয় এই প্রক্রিয়া ৷ চলে 52 সেকেন্ড ৷ এরপরই ISRO-র তরফে টুইট করা হয় ৷ জানানো হয়, প্রপালশন সিস্টেম ব্যবহার করে পুরো কাজটি নিঁখুতভাবে হয়েছে ৷ সবকিছু ঠিকঠাক রয়েছে চন্দ্রযান 2-এর ৷ আপাতত চন্দ্রযানটি যে কক্ষপথে রয়েছে সেখান থেকে চাঁদের দূরত্ব 119 কিলোমিটার x 127 কিলোমিটার ৷

closer-to-moon-lander-vikram-separates-from-chandrayaan-2-orbiter
চন্দ্রযান-2 থেকে তোলা চাঁদের ছবি

ISRO-র তরফে জানানো হয়েছিল, তাদের পরবর্তী লক্ষ্য চন্দ্রযান-2 থেকে সফলভাবে ল্যান্ডার বিক্রমকে আলাদা করা ৷ আজ দুপুরে সেই প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হল ৷ চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখার আগে এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছিলেন বিজ্ঞানীরা ৷ এরপর আগামীকাল ও বুধবার আরও দু'বার কক্ষপথ বদল করবে বিক্রম ৷ এরপরই শুরু হবে বিক্রমকে চাঁদে নামানোর তোড়জোড় ৷ আর সবকিছু ঠিকঠাক থাকলে 7 সেপ্টেম্বর রাত 1টা 30 মিনিট থেকে 2টো 30 মিনিটের মধ্যে চাঁদের মাটিতে পা দেবে বিক্রম ৷

শ্রীহরিকোটা, 2 সেপ্টেম্বর : ভারতীয় সময় আজ দুপুর 1 টা 15 মিনিটে সফলভাবে চন্দ্রযান-2 থেকে বিচ্ছিন্ন হল ল্যান্ডার বিক্রম ৷ বিক্রম বর্তমানে 119 কিমি x 127 কিমি কক্ষপথে অবস্থান করছে ৷ অন্যদিকে, চন্দ্রযান-2 যথারীতি তার নির্দিষ্ট পথে চাঁদকে প্রদক্ষিণ করে চলেছে ৷

বেঙ্গালুরুর কাছে বাইলালুতে ইন্ডিয়ান ডিপ স্পেস নেটওয়ার্ক (IDSN) অ্যান্টেনার সহায়তায় ইসরো টেলিমেট্রি, ট্র্যাকিং এবং কমান্ড নেটওয়ার্ক (ISTRAC) -এ মিশন অপারেশন কমপ্লেক্স (MOX) থেকে অরবিটার এবং ল্যান্ডারের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে ৷ ISRO জানিয়েছে, অরবিটার ও ল্যান্ডার ঠিকভাবে কাজ করছে ৷ চন্দ্রযান-2 আগামীকাল 8 টা 45 মিনিট থেকে 9 টা 45 মিনিটের মধ্যে পরবর্তী কক্ষপথে প্রবেশ করবে ৷

22 জুলাই দুপুর 2টো 23 মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপিত হয় চন্দ্রযান-2 ৷ এরপর পৃথিবীর চারপাশে পাক খেতে খেতে ক্রমশ দূরত্ব বাড়ায় সেটি ৷ পাঁচবার পাক খাওয়ার পর সেটি চাঁদের কক্ষপথে পাড়ি দেয় ৷ 20 অগাস্ট সকাল 9 টা 28 মিনিটে সেটি চাঁদের কক্ষপথে ঢুকে পড়ে ৷ এরপর কক্ষপথ বদল করে ক্রমশ চাঁদের সঙ্গে দূরত্ব কমাতে থাকে চন্দ্রযান ৷ গতকাল সফলভাবে পঞ্চম অর্থাৎ সর্বশেষ কক্ষপথটি বদল করে চন্দ্রযান-2 ৷ ভারতীয় সময় সন্ধ্যা 6টা 21 মিনিটে শুরু হয় এই প্রক্রিয়া ৷ চলে 52 সেকেন্ড ৷ এরপরই ISRO-র তরফে টুইট করা হয় ৷ জানানো হয়, প্রপালশন সিস্টেম ব্যবহার করে পুরো কাজটি নিঁখুতভাবে হয়েছে ৷ সবকিছু ঠিকঠাক রয়েছে চন্দ্রযান 2-এর ৷ আপাতত চন্দ্রযানটি যে কক্ষপথে রয়েছে সেখান থেকে চাঁদের দূরত্ব 119 কিলোমিটার x 127 কিলোমিটার ৷

closer-to-moon-lander-vikram-separates-from-chandrayaan-2-orbiter
চন্দ্রযান-2 থেকে তোলা চাঁদের ছবি

ISRO-র তরফে জানানো হয়েছিল, তাদের পরবর্তী লক্ষ্য চন্দ্রযান-2 থেকে সফলভাবে ল্যান্ডার বিক্রমকে আলাদা করা ৷ আজ দুপুরে সেই প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হল ৷ চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখার আগে এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছিলেন বিজ্ঞানীরা ৷ এরপর আগামীকাল ও বুধবার আরও দু'বার কক্ষপথ বদল করবে বিক্রম ৷ এরপরই শুরু হবে বিক্রমকে চাঁদে নামানোর তোড়জোড় ৷ আর সবকিছু ঠিকঠাক থাকলে 7 সেপ্টেম্বর রাত 1টা 30 মিনিট থেকে 2টো 30 মিনিটের মধ্যে চাঁদের মাটিতে পা দেবে বিক্রম ৷

Shajapur (Madhya Pradesh), Sep 02 (ANI): An infant in Madhya Pradesh's Ujjain fell ill and died after he was allegedly vaccinated on September 01. The incident took place in Limboda village of Ujjain. While speaking to ANI, Immunisation Officer KC Verma said, "The vaccine has been kept aside and it will be inspected. If someone is found to be at fault, action will be taken against them." "Five children were also given the same vaccine that was given to this child. We are being told that the rest of them fell ill too and had to be admitted in hospital," he added.
Last Updated : Sep 2, 2019, 3:51 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.