অম্বালা (হরিয়ানা), 28 এপ্রিল : কোরোনা আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভরতি হয়েছিলেন বৃদ্ধা । গতকাল শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁর মৃত্যু হয় । তাই নিয়ম মেনে কোরোনা আক্রান্তদের মতোই তাঁর শব দাহ করতে পুলিশ ও মেডিকেল টিম অম্বালার চাঁদপুরা শ্মশানে পৌঁছায় । তখনই পুলিশকে বাধা দেয় স্থানীয়রা । পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে । স্থানীয়দের সঙ্গে শুরু হয়ে সংঘর্ষ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি চালায় পুলিশ । পরে সেখান থেকে জমায়েত সরলে ওই বৃদ্ধার শব দাহ করা হয় ।
60 বছর বয়স্ক ওই বৃদ্ধার চিকিৎসক কুলদীপ সিং জানান, রোগীর অ্যাস্থমা ছিল । গতকাল বিকেল থেকে অক্সিজেন নিতে অসুবিধা হচ্ছিল । পরে তাঁর মৃত্যু হয় । এরপর ওই মৃতার নমুনা নিয়ে পরীক্ষার জন্য পাঠানো হয় । তারপর নিয়ম মেনে জেলা প্রশাসনের নির্ধারিত জায়গায় শব দাহ করার জন্য নিয়ে যাওয়া হয় ।
কুলদীপ সিং বলেন, "কোরোনা আক্রান্ত সন্দেহে কেউ মারা গেলে তার শবদেহও কোরোনা আক্রান্ত মৃতদেহের মতো নির্দিষ্ট নিয়ম মেনে পোড়ানো হয় ৷ সেই মতো আমরা মৃতের শব দাহ করতে পৌঁছালে গ্রামবাসী অহেতুক বাধা দেয়।"
অম্বালা ক্যান্টোনমেন্টের DSP রাম কুমার বলেন, "আমরা স্থানীয় বাসিন্দাদের জানিয়ছিলাম, সবরকমের সতর্কতা অবলম্বন করা হয়েছে । কিন্তু তারা শোনেনি । তারপর তারা চিকিৎসক ও পুলিশকর্মীদের লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে । একটি অ্যাম্বুলেন্সে ভাঙচুর করা হয় । ফলে জমায়েত হটাতে আমাদের ব্যবস্থা নিতে হয়েছে । পাশাপাশি ওই গ্রামবাসীদের বিরুদ্ধে চিকিৎসক ও পুলিশের উপর হামলা এবং লকডাউন অমান্য করার জন্য অভিযোগ দায়ের করা হবে ।"