ETV Bharat / bharat

নাগরিকত্ব বিল পাশে রাজ্যসভায় প্রয়োজনীয় সংখ্যা পাবে BJP ?

রাজ্যসভার মোট আসন সংখ্যা 245 ৷ এর মধ্যে 5টি আসন ফাঁকা ৷ ভোট হবে 240টি আসনের ৷ বিল পাশ করাতে গেলে 121জন সাংসদের সমর্থন পেতে হবে ৷

Modi and Amit
মোদি ও অমিত শাহ
author img

By

Published : Dec 10, 2019, 6:25 PM IST

Updated : Dec 10, 2019, 6:52 PM IST

দিল্লি, 10 ডিসেম্বর : বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল (Citizenship Amendment Bill) পাশ করিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ রাজ্যসভায়ও এই বিল পাশ করাতে BJP-কে খুব একটা বেগ পেতে হবে না বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের ৷ তাঁরা বলছেন, বিল পাশ করানোর জন্য প্রয়োজনীয় সংখ্যা প্রমাণ করতে পারবে BJP৷

রাজ্যসভার মোট আসন সংখ্যা 245 ৷ এর মধ্যে 5টি আসন ফাঁকা ৷ ভোট হবে 240টি আসনের ৷ বিল পাশ করাতে গেলে 121জন সাংসদের সমর্থন পেতে হবে ৷ রাজ্যসভায় এখন BJP-র সদস্য সংখ্যা 83 ৷ মনে করা হচ্ছে BJD-র 7, AIADMK-র 11, আকালি দলের 3, JDU-র 6, YRS কংগ্রেসের 2, RPI-র 1, LJP-র 1 ও রাজ্যসভার 4 মনোনীত সদস্যের সমর্থন পাবে BJP ৷ এদের সমর্থন পেলে ম্যাজিক ফিগারের থেকে মাত্র 3 সাংসদের সমর্থন কম থাকবে গেরুয়া শিবিরের ৷

বিরোধীদের সমর্থনে রয়েছেন 100 সদস্য :

কংগ্রেস, তৃণমূল সহ একাধিক দল লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করেছে ৷ রাজ্যসভাতেও তারা এই বিল পাশের বিপক্ষে ভোট দেবে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের৷ কংগ্রেসের 46, তৃণমূলের 13, সমাজবাদী পার্টির 9, বামেদের 6, DMK-র 5 সহ মোট 100 জন সাংসদ CAB-র বিরোধিতা করবেন বলে মনে করা হচ্ছে ৷ অর্থাৎ, এই দলগুলির সমর্থন পেলেও বিল পাশ আটকানোর জন্য আরও 21 জন সদস্যের সমর্থন দরকার ৷

যে দলগুলির দিকে নজর থাকবে

কেন্দ্রীয় সরকার ও বিরোধী সমর্থক ছাড়াও রাজ্যসভায় রয়েছেন আরও 21 জন সদস্য ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, CAB পাশ হবে কি না তা নিয়ে এই 21 সদস্যের ভূমিকা গুরুত্ব পেতে পারে ৷ এদের মধ্যে শিবসেনার 3, অসম গণ পরিষদ, বোরোল্যান্ড পিপুল ফ্রন্ট, MDMK, নাগা পিপুলস, PMK ও সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের একজন করে সদস্য রয়েছেন ৷ এরা ছাড়াও নির্দল প্রার্থী রয়েছেন 6 জন৷ এই সব দলের সদস্যরা ভোটদান থেকে বিরত থাকলে সুবিধা BJP-রই ৷ আবার 21 জন সদস্যই যদি বিল পাশের বিপক্ষে ভোট দেন তাহলে রাজ্যসভায় আটকে যেতে পারে CAB ৷ তবে সেই সম্ভাবনা কম বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের ৷

দিল্লি, 10 ডিসেম্বর : বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল (Citizenship Amendment Bill) পাশ করিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ রাজ্যসভায়ও এই বিল পাশ করাতে BJP-কে খুব একটা বেগ পেতে হবে না বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের ৷ তাঁরা বলছেন, বিল পাশ করানোর জন্য প্রয়োজনীয় সংখ্যা প্রমাণ করতে পারবে BJP৷

রাজ্যসভার মোট আসন সংখ্যা 245 ৷ এর মধ্যে 5টি আসন ফাঁকা ৷ ভোট হবে 240টি আসনের ৷ বিল পাশ করাতে গেলে 121জন সাংসদের সমর্থন পেতে হবে ৷ রাজ্যসভায় এখন BJP-র সদস্য সংখ্যা 83 ৷ মনে করা হচ্ছে BJD-র 7, AIADMK-র 11, আকালি দলের 3, JDU-র 6, YRS কংগ্রেসের 2, RPI-র 1, LJP-র 1 ও রাজ্যসভার 4 মনোনীত সদস্যের সমর্থন পাবে BJP ৷ এদের সমর্থন পেলে ম্যাজিক ফিগারের থেকে মাত্র 3 সাংসদের সমর্থন কম থাকবে গেরুয়া শিবিরের ৷

বিরোধীদের সমর্থনে রয়েছেন 100 সদস্য :

কংগ্রেস, তৃণমূল সহ একাধিক দল লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করেছে ৷ রাজ্যসভাতেও তারা এই বিল পাশের বিপক্ষে ভোট দেবে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের৷ কংগ্রেসের 46, তৃণমূলের 13, সমাজবাদী পার্টির 9, বামেদের 6, DMK-র 5 সহ মোট 100 জন সাংসদ CAB-র বিরোধিতা করবেন বলে মনে করা হচ্ছে ৷ অর্থাৎ, এই দলগুলির সমর্থন পেলেও বিল পাশ আটকানোর জন্য আরও 21 জন সদস্যের সমর্থন দরকার ৷

যে দলগুলির দিকে নজর থাকবে

কেন্দ্রীয় সরকার ও বিরোধী সমর্থক ছাড়াও রাজ্যসভায় রয়েছেন আরও 21 জন সদস্য ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, CAB পাশ হবে কি না তা নিয়ে এই 21 সদস্যের ভূমিকা গুরুত্ব পেতে পারে ৷ এদের মধ্যে শিবসেনার 3, অসম গণ পরিষদ, বোরোল্যান্ড পিপুল ফ্রন্ট, MDMK, নাগা পিপুলস, PMK ও সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের একজন করে সদস্য রয়েছেন ৷ এরা ছাড়াও নির্দল প্রার্থী রয়েছেন 6 জন৷ এই সব দলের সদস্যরা ভোটদান থেকে বিরত থাকলে সুবিধা BJP-রই ৷ আবার 21 জন সদস্যই যদি বিল পাশের বিপক্ষে ভোট দেন তাহলে রাজ্যসভায় আটকে যেতে পারে CAB ৷ তবে সেই সম্ভাবনা কম বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের ৷

Imphal (Manipur), Dec 09 (ANI): Manipur Chief Minister N. Biren Singh on December 09 said that he is thankful to Prime Minister Narendra Modi and Union Home Minister Amit Shah, who, Singh said, declared in Parliament house to extend Inner Line Permit (ILP) in Manipur, thus "fully protecting" the state from Citizenship (Amendment) Bill, 2019. "It was a long due demand of the people of Manipur to protect indigenous population. On top of that, CAB (Citizenship Amendment Bill) came, and that created so much panic. So, today honourable Union Home Minister declared in Parliament House that Inner Line Permit (ILP) system will be extending in Manipur. It (state) will be fully protected from the Citizen [ship] Amendment Bill," the Manipur CM told ANI.

Last Updated : Dec 10, 2019, 6:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.