দিল্লি, 10 ডিসেম্বর : বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল (Citizenship Amendment Bill) পাশ করিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ রাজ্যসভায়ও এই বিল পাশ করাতে BJP-কে খুব একটা বেগ পেতে হবে না বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের ৷ তাঁরা বলছেন, বিল পাশ করানোর জন্য প্রয়োজনীয় সংখ্যা প্রমাণ করতে পারবে BJP৷
রাজ্যসভার মোট আসন সংখ্যা 245 ৷ এর মধ্যে 5টি আসন ফাঁকা ৷ ভোট হবে 240টি আসনের ৷ বিল পাশ করাতে গেলে 121জন সাংসদের সমর্থন পেতে হবে ৷ রাজ্যসভায় এখন BJP-র সদস্য সংখ্যা 83 ৷ মনে করা হচ্ছে BJD-র 7, AIADMK-র 11, আকালি দলের 3, JDU-র 6, YRS কংগ্রেসের 2, RPI-র 1, LJP-র 1 ও রাজ্যসভার 4 মনোনীত সদস্যের সমর্থন পাবে BJP ৷ এদের সমর্থন পেলে ম্যাজিক ফিগারের থেকে মাত্র 3 সাংসদের সমর্থন কম থাকবে গেরুয়া শিবিরের ৷
বিরোধীদের সমর্থনে রয়েছেন 100 সদস্য :
কংগ্রেস, তৃণমূল সহ একাধিক দল লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করেছে ৷ রাজ্যসভাতেও তারা এই বিল পাশের বিপক্ষে ভোট দেবে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের৷ কংগ্রেসের 46, তৃণমূলের 13, সমাজবাদী পার্টির 9, বামেদের 6, DMK-র 5 সহ মোট 100 জন সাংসদ CAB-র বিরোধিতা করবেন বলে মনে করা হচ্ছে ৷ অর্থাৎ, এই দলগুলির সমর্থন পেলেও বিল পাশ আটকানোর জন্য আরও 21 জন সদস্যের সমর্থন দরকার ৷
যে দলগুলির দিকে নজর থাকবে
কেন্দ্রীয় সরকার ও বিরোধী সমর্থক ছাড়াও রাজ্যসভায় রয়েছেন আরও 21 জন সদস্য ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, CAB পাশ হবে কি না তা নিয়ে এই 21 সদস্যের ভূমিকা গুরুত্ব পেতে পারে ৷ এদের মধ্যে শিবসেনার 3, অসম গণ পরিষদ, বোরোল্যান্ড পিপুল ফ্রন্ট, MDMK, নাগা পিপুলস, PMK ও সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের একজন করে সদস্য রয়েছেন ৷ এরা ছাড়াও নির্দল প্রার্থী রয়েছেন 6 জন৷ এই সব দলের সদস্যরা ভোটদান থেকে বিরত থাকলে সুবিধা BJP-রই ৷ আবার 21 জন সদস্যই যদি বিল পাশের বিপক্ষে ভোট দেন তাহলে রাজ্যসভায় আটকে যেতে পারে CAB ৷ তবে সেই সম্ভাবনা কম বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের ৷