ETV Bharat / bharat

প্রকাশিত ICSE ও ISC-র ফল - কাউন্সিল অব ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন

CISCE-র তরফে ICSE ও ISC-র ফলপ্রকাশ করা হল ৷ এবছর ICSE-তে 99.34 শতাংশ ও ISC-র 96.84 শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে ৷

CISCE declares result for ICSE and  ISC
প্রকাশিত ICSE ও ISC-র ফল
author img

By

Published : Jul 10, 2020, 4:07 PM IST

Updated : Jul 10, 2020, 4:57 PM IST

দিল্লি, 10 জুলাই: ফলপ্রকাশ হল ICSE ও ISC-র ৷ CISCE-র তরফে ফলপ্রকাশ করে জানানো হয়, ICSE-তে 99.34 শতাংশ ও ISC-র 96.84 শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে ৷ তবে এবছর মেধাতালিকা প্রকাশ করা হয়নি ৷ ফলপ্রকাশের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান ৷

CISCE-র তরফে একটি বিবৃতিতে জানানো হয়, ‘‘বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে ICSE (দশম শ্রেণি) ও ISC (দ্বাদশ শ্রেণি) পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করা হবে না ৷ "ডিজিলকার"-এর মাধ্যমে পড়ুয়ারা সার্টিফিকেট পাবে ৷ ফলপ্রকাশের 48 ঘণ্টার মধ্যে ডিজিটাল সই যুক্ত রেজ়াল্ট পাওয়া যাবে ৷’’

কাউন্সিল অব ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজ়ামিনেশনের তরফে জানানো হয়, পরীক্ষার্থীরা result.cisce.org বা cisce.org ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে ৷ এছাড়া SMS-র মাধ্যমেও ফল জানতে পারবে তারা ৷ ICSE-র ফল জানার জন্য 09248082883 নম্বরে এবং ISC-র ফলের জন্য 09248082883 নম্বরে SMS করতে হবে পড়ুয়াদের ৷

কোরোনা সংক্রমণের জেরে এবছর ICSE-র ছ’টি পরীক্ষা ও ISC-র আটটি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি ৷ বাতিল হয়ে যাওয়া পরীক্ষাগুলির ফল পড়ুয়াদের তিনটি লিখিত পরীক্ষা, যেখানে তারা সর্বোচ্চ নম্বর পেয়েছে ও প্রজেক্ট বা ইন্টারন্যাল অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ৷

মার্চ মাসে ICSE-র ভূগোলের দ্বিতীয় পত্র, জীবনবিজ্ঞানের তৃতীয় পত্র, অর্থনীতির গ্রুপ-3 ইলেকটিভ, হিন্দি ও আর্টসের চতুর্থ পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল ৷ অন্যদিকে ISC-র জীবনবিজ্ঞানের প্রথম পত্র, বাণিজ্য বিদ্যা, ভূগোল, সমাজবিদ্যা, সাইকোলজি, হোম সায়েন্সের প্রথম পত্র, ইলেকটিভ ইংলিশ ও আর্টের পঞ্চম পত্রের পরীক্ষা বাকি ছিল ৷

কোরোনা সংক্রমণের কারণে সেই সময় পরীক্ষাগুলি বাতিল করে দেওয়া হয় এবং জুলাই মাসে বাকি থাকা পরীক্ষাগুলি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বোর্ডের তরফে ৷ তবে অভিভাবকদের একাংশ এই সিদ্ধান্তের বিরোধিতা করলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরীক্ষা বাতিল করা হয় ও বিকল্প পদ্ধতি অনুসরণ করে আজ ফলপ্রকাশ করা হয় ৷

  • Congratulations to the batch of 2020 ICSE and ISC students successful this year. May the trauma you faced serve as a lesson for further success in your lives. Applaud teachers and parents for bearing with the situation. Do well. May all your dreams come true

    — Mamata Banerjee (@MamataOfficial) July 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফলপ্রকাশের পর শুভেচ্ছাবার্তা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লেখেন, ‘‘2020 সালের ICSE ও ISC-র পরীক্ষার্থীদের শুভেচ্ছা ৷ এবছর তোমরা যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছ তা যেন ভবিষ্যতের শিক্ষা হয়ে ওঠে ৷ শিক্ষক ও অভিভাবকদেরও অভিনন্দন এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য ৷ ভালো থেকো, তোমাদের স্বপ্নপূরণ হোক ৷’’

দিল্লি, 10 জুলাই: ফলপ্রকাশ হল ICSE ও ISC-র ৷ CISCE-র তরফে ফলপ্রকাশ করে জানানো হয়, ICSE-তে 99.34 শতাংশ ও ISC-র 96.84 শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে ৷ তবে এবছর মেধাতালিকা প্রকাশ করা হয়নি ৷ ফলপ্রকাশের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান ৷

CISCE-র তরফে একটি বিবৃতিতে জানানো হয়, ‘‘বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে ICSE (দশম শ্রেণি) ও ISC (দ্বাদশ শ্রেণি) পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করা হবে না ৷ "ডিজিলকার"-এর মাধ্যমে পড়ুয়ারা সার্টিফিকেট পাবে ৷ ফলপ্রকাশের 48 ঘণ্টার মধ্যে ডিজিটাল সই যুক্ত রেজ়াল্ট পাওয়া যাবে ৷’’

কাউন্সিল অব ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজ়ামিনেশনের তরফে জানানো হয়, পরীক্ষার্থীরা result.cisce.org বা cisce.org ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে ৷ এছাড়া SMS-র মাধ্যমেও ফল জানতে পারবে তারা ৷ ICSE-র ফল জানার জন্য 09248082883 নম্বরে এবং ISC-র ফলের জন্য 09248082883 নম্বরে SMS করতে হবে পড়ুয়াদের ৷

কোরোনা সংক্রমণের জেরে এবছর ICSE-র ছ’টি পরীক্ষা ও ISC-র আটটি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি ৷ বাতিল হয়ে যাওয়া পরীক্ষাগুলির ফল পড়ুয়াদের তিনটি লিখিত পরীক্ষা, যেখানে তারা সর্বোচ্চ নম্বর পেয়েছে ও প্রজেক্ট বা ইন্টারন্যাল অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ৷

মার্চ মাসে ICSE-র ভূগোলের দ্বিতীয় পত্র, জীবনবিজ্ঞানের তৃতীয় পত্র, অর্থনীতির গ্রুপ-3 ইলেকটিভ, হিন্দি ও আর্টসের চতুর্থ পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল ৷ অন্যদিকে ISC-র জীবনবিজ্ঞানের প্রথম পত্র, বাণিজ্য বিদ্যা, ভূগোল, সমাজবিদ্যা, সাইকোলজি, হোম সায়েন্সের প্রথম পত্র, ইলেকটিভ ইংলিশ ও আর্টের পঞ্চম পত্রের পরীক্ষা বাকি ছিল ৷

কোরোনা সংক্রমণের কারণে সেই সময় পরীক্ষাগুলি বাতিল করে দেওয়া হয় এবং জুলাই মাসে বাকি থাকা পরীক্ষাগুলি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বোর্ডের তরফে ৷ তবে অভিভাবকদের একাংশ এই সিদ্ধান্তের বিরোধিতা করলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরীক্ষা বাতিল করা হয় ও বিকল্প পদ্ধতি অনুসরণ করে আজ ফলপ্রকাশ করা হয় ৷

  • Congratulations to the batch of 2020 ICSE and ISC students successful this year. May the trauma you faced serve as a lesson for further success in your lives. Applaud teachers and parents for bearing with the situation. Do well. May all your dreams come true

    — Mamata Banerjee (@MamataOfficial) July 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফলপ্রকাশের পর শুভেচ্ছাবার্তা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লেখেন, ‘‘2020 সালের ICSE ও ISC-র পরীক্ষার্থীদের শুভেচ্ছা ৷ এবছর তোমরা যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছ তা যেন ভবিষ্যতের শিক্ষা হয়ে ওঠে ৷ শিক্ষক ও অভিভাবকদেরও অভিনন্দন এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য ৷ ভালো থেকো, তোমাদের স্বপ্নপূরণ হোক ৷’’

Last Updated : Jul 10, 2020, 4:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.