ETV Bharat / bharat

স্থগিত পরীক্ষা বাতিল, পরে ঐচ্ছিক পরীক্ষা নিতে পারে CISCE

author img

By

Published : Jun 26, 2020, 6:18 PM IST

ঐচ্ছিক পরীক্ষার বিষয়ে CBSE-র থেকে অভ্যন্তরীণ মূল্যায়নের বিষয়টি সম্পূর্ণ আলাদা হবে । এই বিষয়ে আগামী এক সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি জারি করবে CISCE।

ICSE
ICSE বোর্ড

দিল্লি , 26 জুন : ক্লাস টেন ও টুয়েলভের স্থগিত পরীক্ষা বাতিল করল CISCE । বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে , CBSE-র পথই অনুসরণ করছে তারা । সুপ্রিম কোর্টে বোর্ডের তরফে জানানো হয়, ক্লাস টেন ও টুয়েলভের (ICSE ও ISC) পরীক্ষা পরে নিতে পারে তারা । যদিও CBSE-র ক্ষেত্রে শুধুমাত্র ক্লাস টুয়েলভের ছাত্র-ছাত্রীরা ঐচ্ছিক পরীক্ষায় বসতে পারে । অন্যদিকে , দুই বোর্ডের ফলপ্রকাশ হবে জুলাইয়ের মাঝামাঝিতে ।

CISCE জানিয়েছে, ঐচ্ছিক পরীক্ষার বিষয়ে CBSE-র থেকে অভ্যন্তরীণ মূল্যায়নের বিষয়টি সম্পূর্ণ আলাদা হবে । এই বিষয়ে আগামী এক সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি জারি করবে বোর্ড ।

সিনিয়র অ্যাডভোকেট জয়দীপ গুপ্তা জানান , "আমরা CBSE-র প্রস্তাবের সঙ্গে নীতিগতভাবে সম্মত । আমরা ক্লাস টেন ও টুয়েলভের পরীক্ষা ইতিমধ্যেই বাতিল করেছি । আমরা মূল্যায়নের মাধ্যমে ফল প্রকাশ করব । পরে পরিস্থিতি অনুযায়ী বোর্ডের পরীক্ষা নেওয়া যেতে পারে । " তিনি আরও বলেন , "পরীক্ষা এবং মূল্যায়নের বিষয়ে আমরা CBSE-র মতো যথাযথ কাঠামোটি অনুসরণ করব । "

অন্যদিকে , আজ পরীক্ষার ব্যাপারে CBSE-র তরফে নতুন করে ড্রাফট নোটিফিকেশন ও হলফনামা জমা দেওয়া হয় । পরে এই নোটিফিকেশন জারি করার জন্য CBSE-তে অনুমোদন দেয় সুপ্রিম কোর্ট । যাতে স্থগিত থাকা পরীক্ষা আর দিতে হবে না এই বোর্ডের ক্লাস টেন ও টুয়েলভের ছাত্র-ছাত্রীদের ।

এবার নিয়ম অনুযায়ী, যারা সব বিষয়ে পরীক্ষা দিয়ে দিয়েছে তাদের সব বিষয়ের ভিত্তিতে নম্বর দিয়ে ফলপ্রকাশ হবে । যারা তিনটি বিষয়ে পরীক্ষা দিয়েছে তারা বেস্ট অফ থ্রির ভিত্তিতে নম্বর পাবে । যারা দু'টো বিষয়ে পরীক্ষা দিয়েছে তাদের দু'টো বিষয়ে পাওয়া নম্বরের ভিত্তিতে বেস্ট অফ টু'তে নম্বর দিতে হবে । আর যারা তারও কম পরীক্ষা দিয়েছে বা একটি দেয়নি তারা অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে নম্বর পাবে ।

দিল্লি , 26 জুন : ক্লাস টেন ও টুয়েলভের স্থগিত পরীক্ষা বাতিল করল CISCE । বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে , CBSE-র পথই অনুসরণ করছে তারা । সুপ্রিম কোর্টে বোর্ডের তরফে জানানো হয়, ক্লাস টেন ও টুয়েলভের (ICSE ও ISC) পরীক্ষা পরে নিতে পারে তারা । যদিও CBSE-র ক্ষেত্রে শুধুমাত্র ক্লাস টুয়েলভের ছাত্র-ছাত্রীরা ঐচ্ছিক পরীক্ষায় বসতে পারে । অন্যদিকে , দুই বোর্ডের ফলপ্রকাশ হবে জুলাইয়ের মাঝামাঝিতে ।

CISCE জানিয়েছে, ঐচ্ছিক পরীক্ষার বিষয়ে CBSE-র থেকে অভ্যন্তরীণ মূল্যায়নের বিষয়টি সম্পূর্ণ আলাদা হবে । এই বিষয়ে আগামী এক সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি জারি করবে বোর্ড ।

সিনিয়র অ্যাডভোকেট জয়দীপ গুপ্তা জানান , "আমরা CBSE-র প্রস্তাবের সঙ্গে নীতিগতভাবে সম্মত । আমরা ক্লাস টেন ও টুয়েলভের পরীক্ষা ইতিমধ্যেই বাতিল করেছি । আমরা মূল্যায়নের মাধ্যমে ফল প্রকাশ করব । পরে পরিস্থিতি অনুযায়ী বোর্ডের পরীক্ষা নেওয়া যেতে পারে । " তিনি আরও বলেন , "পরীক্ষা এবং মূল্যায়নের বিষয়ে আমরা CBSE-র মতো যথাযথ কাঠামোটি অনুসরণ করব । "

অন্যদিকে , আজ পরীক্ষার ব্যাপারে CBSE-র তরফে নতুন করে ড্রাফট নোটিফিকেশন ও হলফনামা জমা দেওয়া হয় । পরে এই নোটিফিকেশন জারি করার জন্য CBSE-তে অনুমোদন দেয় সুপ্রিম কোর্ট । যাতে স্থগিত থাকা পরীক্ষা আর দিতে হবে না এই বোর্ডের ক্লাস টেন ও টুয়েলভের ছাত্র-ছাত্রীদের ।

এবার নিয়ম অনুযায়ী, যারা সব বিষয়ে পরীক্ষা দিয়ে দিয়েছে তাদের সব বিষয়ের ভিত্তিতে নম্বর দিয়ে ফলপ্রকাশ হবে । যারা তিনটি বিষয়ে পরীক্ষা দিয়েছে তারা বেস্ট অফ থ্রির ভিত্তিতে নম্বর পাবে । যারা দু'টো বিষয়ে পরীক্ষা দিয়েছে তাদের দু'টো বিষয়ে পাওয়া নম্বরের ভিত্তিতে বেস্ট অফ টু'তে নম্বর দিতে হবে । আর যারা তারও কম পরীক্ষা দিয়েছে বা একটি দেয়নি তারা অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে নম্বর পাবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.