ETV Bharat / bharat

বিদেশ থেকে চিনে নতুন করে কোরোনা সংক্রমণ - ইউনহাপ

বাইরের দেশ থেকে চিনে নতুন করে কোরোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে । সোমবার চিনে নতুন করে 100 জনের বেশি কোরোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে । 6 মার্চের পর এই সংখ্যা সর্বাধিক ।

China
চিন
author img

By

Published : Apr 13, 2020, 9:38 PM IST

বেজিং,13 এপ্রিল : একে বলা যেতে পারে বুমেরাং । চিন থেকে গোটা বিশ্বে কোরোনা সংক্রমণ ছড়িয়েছিল । এখন বাইরের দেশ থেকে চিনে নতুন করে কোরোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে । সোমবার চিনে নতুন করে 100জনের বেশি কোরোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে । 6 মার্চের পর এই সংখ্যা সর্বাধিক ।

সোমবার চিনের তরফে দাবি করা হয়েছে এই সংক্রমণ বিদেশ থেকে এসেছে ।

বেজিং এক বিবৃতি দিয়ে জানিয়েছে, বিদেশ থেকে চিনে ফেরা দেশের নাগরিকদের মধ্যে 951 জনের শরীরের মিলেছে কোরোনা সংক্রমণ । এখন যদিও আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ । তবুও বিদেশে নানা জায়গায় থাকা চিনা নাগরিকদের ফিরিয়ে আনা হচ্ছে। আর তার ফলেই বেজিং-সহ চিনের বিভিন্ন জায়গায় নতুন করে শুরু হয়েছে কোরোনা সংক্রমণ। এর সঙ্গে আরও একটি নতুন সমস্যা তৈরি হয়েছে যা নিয়ে চিনের প্রশাসন রীতিমতো শঙ্কিত। বিদেশ থেকে আসা নাগরিক সহ অন্যান্যদের মধ্যে প্রথমে কোরোনার কোনও উপসর্গ দেখা দেয়নি । কিন্তু বাধ্যতামূলক সোয়াব টেস্টের পর শরীরে কোরোনা পজ়িটিভ পাওয়া গিয়েছে ।

চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (NHC)দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় নতুন করে 108 জনের সংক্রমণ হয়েছে যাদের মধ্যে 98 জনই বিদেশ থেকে এসেছে । চিনের ইউহান শহরে কোরোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে । ডিসেম্বরে এই শহর থেকেই সংক্রমণ ছড়িয়ে পড়েছিল ।


তবে কেন্দ্রীয় হুবেই প্রদেশে কোনও সংক্রমণ পাওয়া যায়নি। NHC-র তথ্যে দেখা গেছে যে সংক্রমণ দিন দিন বাড়ছে । শনিবার রিপোর্ট করা 99 টির মধ্যে 97 জন বিদেশ থেকে আসা ব্যক্তি ছিলেন।
বিদেশ থেকে আসা ব্যক্তিদের মধ্যে সংক্রমণ হয়েছে 1,378 জনের । এর মধ্যে এখনও পর্যন্ত কোনও মৃত্যু হয়নি । 511 সুস্থ হয়েছে। NHC-র প্রতিবেদন অনুসারে, চিন-এর সর্বমোট COVID-19 সংক্রমণের পরিমাণ দাঁড়িয়েছে 82,160 টি । এর মদ্যে 3,341 জন রোগী মারা গেছেন, এবং 77,663 জন সুস্থ হয়ে হাসপাতালে ছেড়েছেন।

কমিশন জানিয়েছে, হংকংয়ে এখন পর্যন্ত 1,004 জনের সংক্রমণ হয়েছে এবং এর মধ্যে চার জনের মৃত্যু খবর পাওয়া গেছে । তাইওয়ানে 388 টি এবং ম্যাকাউতে 45 জনের সংক্রমণ হয়েছে।রবিবার অবধি, হংকংয়ে 360 জন COVID-19 রোগী, তাইওয়ানে 109, এবং ম্যাকাউতে 13 জন রোগী সুস্থ হয়েছেন।

দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার কোরোনভাইরাস সংক্রমণ অব্যাহত । দেশটিতে গত 24 ঘন্টা 25 টি নতুন সংক্রমণের খবর পাওয়া গিয়েছে ।

ইয়োনহাপ নিউজ এজেন্সি (Yonhap News Agency) অনুসারে, ফেব্রুয়ারির শেষে কোরিয়াতে একদিনে 30টির কম সংক্রমণ হয়েছিল । তারপর আবার এটি দ্বিতীয়বার যে, একদিনে 30 টিরও কম নতুন সংক্রমণ হয়েছে । গত শুক্রবার সারা দেশে মোট 27 জনের সংক্রমণের খবর পাওয়া গেছে।

সংস্থাটি জানিয়েছে যে 25 টি নতুন কেসের মধ্যে 16 জন বিদেশ থেকে আগত । বিদেশ থেকে আসা সংক্রমণ সংখ্যা 929 । দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত মোট 10,537 জনের সংক্রমণ হয়েছে । এর মধ্যে মৃতের সংখ্যা 217। মোট ,7,447 জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছেড়া পেয়েছেন ।

এদিকে, অ্যামেরিকায় কোরোনা সংক্রমণ ক্রমবর্ধমান । সেজন্য দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকাবাহক উড়ানগুলিকে ওয়াশিংটনে যাওয়া স্থগিত রেখেছে । ইউনহাপের এক প্রতিবেদনে বলা হয়েছে, উড়ানগুলি আবার কখন চালু হবে তা নির্দিষ্ট করে বলা হয়নি ।দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ প্রথম তিন দিনে অ্যামেরিকা থেকে আসা প্রত্যেকের সোয়াব পরীক্ষা শুরু করেছে এবং তাঁদের 14 দিনের কোয়ারেনটাইনে রাখা হয়েছে। গত দু সপ্তাহে অ্যামেরিকা থেকে আসা 459 জনের মধ্যে 228 জনের COVID-19 পজিটিভ হয়েছে ।

অ্যামেরিকার জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের (Johns Hopkins University) দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত গোটা বিশ্বে 185 টি দেশে 1.85 লাখ লোকের COVID-19 সংক্রমণ হয়েছে ।ইউরোপ ও অ্যামেরিকায় কোরোনায় সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে । প্রায়1 লাখ 14 হাজার 300 জনের মৃত্যু হয়েছে । 435,000 জন সুস্থ হয়েছে ।

বেজিং,13 এপ্রিল : একে বলা যেতে পারে বুমেরাং । চিন থেকে গোটা বিশ্বে কোরোনা সংক্রমণ ছড়িয়েছিল । এখন বাইরের দেশ থেকে চিনে নতুন করে কোরোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে । সোমবার চিনে নতুন করে 100জনের বেশি কোরোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে । 6 মার্চের পর এই সংখ্যা সর্বাধিক ।

সোমবার চিনের তরফে দাবি করা হয়েছে এই সংক্রমণ বিদেশ থেকে এসেছে ।

বেজিং এক বিবৃতি দিয়ে জানিয়েছে, বিদেশ থেকে চিনে ফেরা দেশের নাগরিকদের মধ্যে 951 জনের শরীরের মিলেছে কোরোনা সংক্রমণ । এখন যদিও আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ । তবুও বিদেশে নানা জায়গায় থাকা চিনা নাগরিকদের ফিরিয়ে আনা হচ্ছে। আর তার ফলেই বেজিং-সহ চিনের বিভিন্ন জায়গায় নতুন করে শুরু হয়েছে কোরোনা সংক্রমণ। এর সঙ্গে আরও একটি নতুন সমস্যা তৈরি হয়েছে যা নিয়ে চিনের প্রশাসন রীতিমতো শঙ্কিত। বিদেশ থেকে আসা নাগরিক সহ অন্যান্যদের মধ্যে প্রথমে কোরোনার কোনও উপসর্গ দেখা দেয়নি । কিন্তু বাধ্যতামূলক সোয়াব টেস্টের পর শরীরে কোরোনা পজ়িটিভ পাওয়া গিয়েছে ।

চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (NHC)দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় নতুন করে 108 জনের সংক্রমণ হয়েছে যাদের মধ্যে 98 জনই বিদেশ থেকে এসেছে । চিনের ইউহান শহরে কোরোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে । ডিসেম্বরে এই শহর থেকেই সংক্রমণ ছড়িয়ে পড়েছিল ।


তবে কেন্দ্রীয় হুবেই প্রদেশে কোনও সংক্রমণ পাওয়া যায়নি। NHC-র তথ্যে দেখা গেছে যে সংক্রমণ দিন দিন বাড়ছে । শনিবার রিপোর্ট করা 99 টির মধ্যে 97 জন বিদেশ থেকে আসা ব্যক্তি ছিলেন।
বিদেশ থেকে আসা ব্যক্তিদের মধ্যে সংক্রমণ হয়েছে 1,378 জনের । এর মধ্যে এখনও পর্যন্ত কোনও মৃত্যু হয়নি । 511 সুস্থ হয়েছে। NHC-র প্রতিবেদন অনুসারে, চিন-এর সর্বমোট COVID-19 সংক্রমণের পরিমাণ দাঁড়িয়েছে 82,160 টি । এর মদ্যে 3,341 জন রোগী মারা গেছেন, এবং 77,663 জন সুস্থ হয়ে হাসপাতালে ছেড়েছেন।

কমিশন জানিয়েছে, হংকংয়ে এখন পর্যন্ত 1,004 জনের সংক্রমণ হয়েছে এবং এর মধ্যে চার জনের মৃত্যু খবর পাওয়া গেছে । তাইওয়ানে 388 টি এবং ম্যাকাউতে 45 জনের সংক্রমণ হয়েছে।রবিবার অবধি, হংকংয়ে 360 জন COVID-19 রোগী, তাইওয়ানে 109, এবং ম্যাকাউতে 13 জন রোগী সুস্থ হয়েছেন।

দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার কোরোনভাইরাস সংক্রমণ অব্যাহত । দেশটিতে গত 24 ঘন্টা 25 টি নতুন সংক্রমণের খবর পাওয়া গিয়েছে ।

ইয়োনহাপ নিউজ এজেন্সি (Yonhap News Agency) অনুসারে, ফেব্রুয়ারির শেষে কোরিয়াতে একদিনে 30টির কম সংক্রমণ হয়েছিল । তারপর আবার এটি দ্বিতীয়বার যে, একদিনে 30 টিরও কম নতুন সংক্রমণ হয়েছে । গত শুক্রবার সারা দেশে মোট 27 জনের সংক্রমণের খবর পাওয়া গেছে।

সংস্থাটি জানিয়েছে যে 25 টি নতুন কেসের মধ্যে 16 জন বিদেশ থেকে আগত । বিদেশ থেকে আসা সংক্রমণ সংখ্যা 929 । দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত মোট 10,537 জনের সংক্রমণ হয়েছে । এর মধ্যে মৃতের সংখ্যা 217। মোট ,7,447 জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছেড়া পেয়েছেন ।

এদিকে, অ্যামেরিকায় কোরোনা সংক্রমণ ক্রমবর্ধমান । সেজন্য দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকাবাহক উড়ানগুলিকে ওয়াশিংটনে যাওয়া স্থগিত রেখেছে । ইউনহাপের এক প্রতিবেদনে বলা হয়েছে, উড়ানগুলি আবার কখন চালু হবে তা নির্দিষ্ট করে বলা হয়নি ।দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ প্রথম তিন দিনে অ্যামেরিকা থেকে আসা প্রত্যেকের সোয়াব পরীক্ষা শুরু করেছে এবং তাঁদের 14 দিনের কোয়ারেনটাইনে রাখা হয়েছে। গত দু সপ্তাহে অ্যামেরিকা থেকে আসা 459 জনের মধ্যে 228 জনের COVID-19 পজিটিভ হয়েছে ।

অ্যামেরিকার জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের (Johns Hopkins University) দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত গোটা বিশ্বে 185 টি দেশে 1.85 লাখ লোকের COVID-19 সংক্রমণ হয়েছে ।ইউরোপ ও অ্যামেরিকায় কোরোনায় সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে । প্রায়1 লাখ 14 হাজার 300 জনের মৃত্যু হয়েছে । 435,000 জন সুস্থ হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.