ETV Bharat / bharat

সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে চিন

সন্ত্রাসবাদ দমনে ভারতকে সমর্থন করল চিন।

চিন
author img

By

Published : Feb 27, 2019, 6:34 PM IST

Updated : Feb 27, 2019, 6:50 PM IST

বেজিং, ২৭ ফেব্রুয়ারি : সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে ভারতকে সমর্থন করল চিন। এরই সঙ্গে আজ চিন জানায়, রাজনৈতিক ও আঞ্চলিক ক্ষেত্রে কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠীকে সমর্থন এবং ব্যবহার করা যাবে না। নাম না করে পাকিস্তানের প্রসঙ্গ তুলে চিন বলে, "যারা সন্ত্রাসবাদী কার্যকলাপ করছে, বা এই কাজের পিছনে রয়েছে এবং সন্ত্রাসবাদকে সমর্থন করছে, এর জন্য তাদের অবশ্যই দায়বদ্ধ থাকা উচিত। এবং তাদের বিচার হওয়া উচিত।"

আজ চিনে রাশিয়া, ভারত ও চিনের বিদেশ মন্ত্রীদের ১৬ তম বৈঠক হয়। বৈঠকে মন্ত্রীরা সন্ত্রাসবাদের কড়া নিন্দা করেছেন। উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, চিনের বিদেশমন্ত্রী ওয়াং ওয়াই, রাশিয়ার বিদেশমন্ত্রী সার্জেই লাভরভ। এই বৈঠকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ (UNSC)-র রেজ়োলিউশন এবং বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ বিরোধী রণকৌশলের সম্পূর্ণ বাস্তবায়ন করে সন্ত্রাসবাদ বিরোধী কার্যকলাপকে আরও শক্তিশালী করতে বিশ্বের সমস্ত দেশকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। এক্ষেত্রে সব রাষ্ট্রের সার্বভৌমত্ব, স্বাধীনতার কথা মাথায় রেখে দ্রুত আন্তর্জাতিক পর্যায়ে সন্ত্রাসবাদ সম্পর্কিত রাষ্ট্রসংঘের কনভেনশনকে গ্রহণ করতে বলা হয়েছে।

বৈঠকে জানানো হয়, যারা সন্ত্রাসবাদী কার্যকলাপ করছে, বা এই কাজের পিছনে রয়েছে এবং সন্ত্রাসবাদকে সমর্থন করছে, এর জন্য তাদের অবশ্যই দায়বদ্ধ থাকা উচিত। বিচার হওয়া উচিত। এক্ষেত্রে রাষ্ট্রসংঘের সন্ত্রাসবাদ বিরোধী রণকৌশল, FATF নিয়মবিধি, আন্তর্জাতিক চুক্তি, আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক বাধ্যবাধকতা ও দেশের নিজস্ব আইনগুলি মেনে চলতে হবে।

undefined

রাশিয়া, চিন ও ভারত জানিয়েছে, তারা রাসায়নিক ও জৈব সন্ত্রাসবাদকে দমন করার জন্য বহুজাতিক সমঝোতা চালু করার প্রয়োজনীয়তাকে সমর্থন করেছে। এছাড়া আল-কায়দা ও অন্যান্য সন্ত্রাসী সংগঠনগুলির বিরুদ্ধে লড়াই করতে লিবিয়াকে সমর্থনের কথাও জানিয়েছে তিন দেশ।

বেজিং, ২৭ ফেব্রুয়ারি : সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে ভারতকে সমর্থন করল চিন। এরই সঙ্গে আজ চিন জানায়, রাজনৈতিক ও আঞ্চলিক ক্ষেত্রে কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠীকে সমর্থন এবং ব্যবহার করা যাবে না। নাম না করে পাকিস্তানের প্রসঙ্গ তুলে চিন বলে, "যারা সন্ত্রাসবাদী কার্যকলাপ করছে, বা এই কাজের পিছনে রয়েছে এবং সন্ত্রাসবাদকে সমর্থন করছে, এর জন্য তাদের অবশ্যই দায়বদ্ধ থাকা উচিত। এবং তাদের বিচার হওয়া উচিত।"

আজ চিনে রাশিয়া, ভারত ও চিনের বিদেশ মন্ত্রীদের ১৬ তম বৈঠক হয়। বৈঠকে মন্ত্রীরা সন্ত্রাসবাদের কড়া নিন্দা করেছেন। উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, চিনের বিদেশমন্ত্রী ওয়াং ওয়াই, রাশিয়ার বিদেশমন্ত্রী সার্জেই লাভরভ। এই বৈঠকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ (UNSC)-র রেজ়োলিউশন এবং বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ বিরোধী রণকৌশলের সম্পূর্ণ বাস্তবায়ন করে সন্ত্রাসবাদ বিরোধী কার্যকলাপকে আরও শক্তিশালী করতে বিশ্বের সমস্ত দেশকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। এক্ষেত্রে সব রাষ্ট্রের সার্বভৌমত্ব, স্বাধীনতার কথা মাথায় রেখে দ্রুত আন্তর্জাতিক পর্যায়ে সন্ত্রাসবাদ সম্পর্কিত রাষ্ট্রসংঘের কনভেনশনকে গ্রহণ করতে বলা হয়েছে।

বৈঠকে জানানো হয়, যারা সন্ত্রাসবাদী কার্যকলাপ করছে, বা এই কাজের পিছনে রয়েছে এবং সন্ত্রাসবাদকে সমর্থন করছে, এর জন্য তাদের অবশ্যই দায়বদ্ধ থাকা উচিত। বিচার হওয়া উচিত। এক্ষেত্রে রাষ্ট্রসংঘের সন্ত্রাসবাদ বিরোধী রণকৌশল, FATF নিয়মবিধি, আন্তর্জাতিক চুক্তি, আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক বাধ্যবাধকতা ও দেশের নিজস্ব আইনগুলি মেনে চলতে হবে।

undefined

রাশিয়া, চিন ও ভারত জানিয়েছে, তারা রাসায়নিক ও জৈব সন্ত্রাসবাদকে দমন করার জন্য বহুজাতিক সমঝোতা চালু করার প্রয়োজনীয়তাকে সমর্থন করেছে। এছাড়া আল-কায়দা ও অন্যান্য সন্ত্রাসী সংগঠনগুলির বিরুদ্ধে লড়াই করতে লিবিয়াকে সমর্থনের কথাও জানিয়েছে তিন দেশ।


Kathmandu (Nepal), Feb 27 (ANI): The third event of the 'Festival of India' in Nepal saw a contemporary folk Punjabi dance performance on Tuesday (February 26) at the Nepal academy hall. The performance by Harinder Pal and troop was a part of the month-long festival organised by the Swami Vivekananda Cultural Centre, Embassy of India, Kathmandu and the Indian Ministry of Culture. Nepal's Minister for the Physical Infrastructure and Transport along with his spouse were the chief guests at the event. India and Nepal share unique bonds of friendship characterized by deep rooted people-to-people ties. Since millennia, people of both India and Nepal have nurtured common heritage of art, music and cinema. These cultural bonds have built a solid bridge of friendship and understanding among the people of our two nations. The Festival of India in Nepal aims to strengthen the existing age-old relations, reinforcing sensibilities, affinities and shared cultural bonds between the people of the two countries. The festival further contributes towards sustaining and enhancing mutual understanding between India and Nepal.
Last Updated : Feb 27, 2019, 6:50 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.