দিল্লি, 22 জানুয়ারি : কাশ্মীরের শিশুরাও জাতীয়তাবাদী ৷ তাদের অন্যভাবে দেখা উচিৎ নয় ৷ কখনও কখনও কিছু মানুষ তাদেরকে জীবনের সঠিক পথটি না দেখিয়ে, ভুল পথে চালিত করে ৷ কাশ্মীরের বর্তমান যে পরিস্থিতি তার জন্য সেখানকার শিশু বা যুব সমাজকে দায়ি করা ঠিক নয় ৷ এরজন্য দায়ি গুটিকয় কিছু মানুষ, যারা তাঁদের ভুলপথে চালিত করে ৷ কাশ্মীর প্রসঙ্গে আজ এই কথাই বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷
দিনকয়েক আগেই CDS বিপিন রাওয়াত বলেছিলেন, কাশ্মীরের দশ থেকে বারো বছর বয়সের ছেলেমেয়েরাও জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ৷ ঠিক তার পরে পরেই প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ ৷
-
Defence Min: Children in J&K are nationalists too,they shouldn't be viewed otherwise. Sometimes people don't motivate them in the correct manner,they guide them in the wrong direction. Those who motivate them in wrong direction should be held responsible¬ the children or youth pic.twitter.com/zEpsFqZ4kt
— ANI (@ANI) January 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Defence Min: Children in J&K are nationalists too,they shouldn't be viewed otherwise. Sometimes people don't motivate them in the correct manner,they guide them in the wrong direction. Those who motivate them in wrong direction should be held responsible¬ the children or youth pic.twitter.com/zEpsFqZ4kt
— ANI (@ANI) January 22, 2020Defence Min: Children in J&K are nationalists too,they shouldn't be viewed otherwise. Sometimes people don't motivate them in the correct manner,they guide them in the wrong direction. Those who motivate them in wrong direction should be held responsible¬ the children or youth pic.twitter.com/zEpsFqZ4kt
— ANI (@ANI) January 22, 2020
পাশাপাশি তিনি আশ্বস্ত করলেন ভারত-চিন সীমান্ত এলাকার বাসিন্দাদেরও ৷ চিনা সেনারা মাঝে মাঝেই সীমান্তবর্তী এলাকার মানুষদের উপর হামলা চালায় বলে অভিযোগ করে সেখানকার বাসিন্দারা ৷ তিনি সেই প্রসঙ্গে সীমান্তের মানুষদের আশ্বাস দিয়ে বলেন, " আমাদের দেশের সেনার উপর আস্থা রাখুন ৷ ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস কারও নেই ৷ "