ETV Bharat / bharat

কোটায় হাসপাতালে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল 107, উদ্বিগ্ন প্রশাসন - কোট

কোটায় শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল 107-এ ৷ গতকালও 3 শিশুর মৃত্যু হয় কোটার জে কে লোন হাসপাতালে ৷ ইতিমধ্যেই হাসপাতাল ঘুরে গিয়েছেন রাজস্থানের স্বাস্থ্য মন্ত্রী ও পরিবহন মন্ত্রী ৷ মেডিকেল অফিসারদের সঙ্গে বৈঠকও করেন তাঁরা ৷

image
শিশু মৃত্যু
author img

By

Published : Jan 4, 2020, 11:16 AM IST

Updated : Jan 6, 2020, 3:07 PM IST

কোটা, 4 জানুয়ারি : জে কে লোন হসপাতালে ফের শিশু মৃত্যু ৷ চিকিৎসার সময় গতকাল মৃত্যু হয় আরও তিন জন শিশুর ৷ নতুন বছরের প্রথম দিন মৃত্যু হয়েছে তিন জনের ৷ 2 জানুয়ারি মৃত্যু হয়েছে আরও এক শিশুর ৷ এদের সবাইকে নিওন্যাটাল ICU এবং FBNC তে ভরতি করা হয়ে়ছিল ৷

1 ডিসেম্বর থেকে 4 জানুয়ারির মধ্যে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল 107-এ ৷ যদি শেষ ছয় বছরের হিসাব দেখা যায়, তাহলে মোট 6 হাজার 649 জন শিশুর মৃত্যু হয়েছে জে কে লোন হাসপাতালে ৷ বেশিরভাগ শিশু কোটা, বারানড, বুন্দি, জালাওয়ার, চিত্তগড় এলাকা থেকে ভরতি হয়েছিল হাসপাতালে ৷

ঘটনায় রাজ্যের বিরোধী দল BJP-র নিশানায় শাসক দল কংগ্রেস ৷ মুখ্যমন্ত্রী অশোক গেহলতর সরকার এই বিষয়ে ব্যর্থ ৷ চাপে পড়ে সরকারের পক্ষ থেকে গতকাল রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী রঘু শর্মা ও পরিবহন মন্ত্রী প্রতাপ সিং কোটায় যান ৷ জেলার প্রশাসনিক প্রধান ও মেডিক্যাল কলেজ স্টাফের সঙ্গেও বৈঠক করেন তাঁরা ৷

আজ কেন্দ্রীয় সরকারের একটি প্রতিনিধি দল কোটায় আসে ৷ হাসপাতাল ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা ৷ এদিকে লোকসভার স্পিকার ও কোটার সাংসদ ওম বিড়লা কোটায় জেকে লোন হাসপাতালে আসেন ৷ মৃত শিশুদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি ৷

মুখ্যমন্ত্রী অশোক গেহলত বলেন, ‘‘দেশের মধ্যে আপনি যেখানেই যাবেন, হাসপাতালে কিছু না কিছু খামতি নজরে আসবেই ৷ তার উপর মিডিয়া এবং সাধারণ মানুষ আলোচনা করলে তবেই সেইগুলো সরকারের নজরে আসবে ৷’’

এদিকে শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে BJP-র সুরেই BSP নেত্রী মায়াবতী রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন ৷ রাজস্থানের শিশুমৃত্যুর ঘটনা নিয়ে রাজনৈতিক আসরে নেমেছেন যোগী আদিত্যনাথও। ঘটনার প্রসঙ্গে তাঁর বক্তব্য, ''কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি এবং সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি নিজেরা মহিলা হয়েও রাজস্থানের কোটা হাসপাতালে মৃত শিশুদের মায়ের দুঃখ বুঝতে পারলেন না, এটা দুঃখজনক।''

হাসপাতালের পক্ষ থেকেও কিছু পদক্ষেপ করা হয়েছে ৷ সাত জন নার্সিং স্টাফকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে এবং 19 জন নতুন কর্মী নিয়োগ করা হয়েছে ৷ এছাড়া হাসপাতালে নতুন অক্সিজেন লাইনের ব্যবস্থাও করা হচ্ছে ৷

কোটা, 4 জানুয়ারি : জে কে লোন হসপাতালে ফের শিশু মৃত্যু ৷ চিকিৎসার সময় গতকাল মৃত্যু হয় আরও তিন জন শিশুর ৷ নতুন বছরের প্রথম দিন মৃত্যু হয়েছে তিন জনের ৷ 2 জানুয়ারি মৃত্যু হয়েছে আরও এক শিশুর ৷ এদের সবাইকে নিওন্যাটাল ICU এবং FBNC তে ভরতি করা হয়ে়ছিল ৷

1 ডিসেম্বর থেকে 4 জানুয়ারির মধ্যে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল 107-এ ৷ যদি শেষ ছয় বছরের হিসাব দেখা যায়, তাহলে মোট 6 হাজার 649 জন শিশুর মৃত্যু হয়েছে জে কে লোন হাসপাতালে ৷ বেশিরভাগ শিশু কোটা, বারানড, বুন্দি, জালাওয়ার, চিত্তগড় এলাকা থেকে ভরতি হয়েছিল হাসপাতালে ৷

ঘটনায় রাজ্যের বিরোধী দল BJP-র নিশানায় শাসক দল কংগ্রেস ৷ মুখ্যমন্ত্রী অশোক গেহলতর সরকার এই বিষয়ে ব্যর্থ ৷ চাপে পড়ে সরকারের পক্ষ থেকে গতকাল রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী রঘু শর্মা ও পরিবহন মন্ত্রী প্রতাপ সিং কোটায় যান ৷ জেলার প্রশাসনিক প্রধান ও মেডিক্যাল কলেজ স্টাফের সঙ্গেও বৈঠক করেন তাঁরা ৷

আজ কেন্দ্রীয় সরকারের একটি প্রতিনিধি দল কোটায় আসে ৷ হাসপাতাল ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা ৷ এদিকে লোকসভার স্পিকার ও কোটার সাংসদ ওম বিড়লা কোটায় জেকে লোন হাসপাতালে আসেন ৷ মৃত শিশুদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি ৷

মুখ্যমন্ত্রী অশোক গেহলত বলেন, ‘‘দেশের মধ্যে আপনি যেখানেই যাবেন, হাসপাতালে কিছু না কিছু খামতি নজরে আসবেই ৷ তার উপর মিডিয়া এবং সাধারণ মানুষ আলোচনা করলে তবেই সেইগুলো সরকারের নজরে আসবে ৷’’

এদিকে শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে BJP-র সুরেই BSP নেত্রী মায়াবতী রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন ৷ রাজস্থানের শিশুমৃত্যুর ঘটনা নিয়ে রাজনৈতিক আসরে নেমেছেন যোগী আদিত্যনাথও। ঘটনার প্রসঙ্গে তাঁর বক্তব্য, ''কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি এবং সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি নিজেরা মহিলা হয়েও রাজস্থানের কোটা হাসপাতালে মৃত শিশুদের মায়ের দুঃখ বুঝতে পারলেন না, এটা দুঃখজনক।''

হাসপাতালের পক্ষ থেকেও কিছু পদক্ষেপ করা হয়েছে ৷ সাত জন নার্সিং স্টাফকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে এবং 19 জন নতুন কর্মী নিয়োগ করা হয়েছে ৷ এছাড়া হাসপাতালে নতুন অক্সিজেন লাইনের ব্যবস্থাও করা হচ্ছে ৷

Guwahati (Assam), Jan 03 (ANI): India is all set to play against Sri Lanka in a three-match T20Is series. The series will begin from January 05. Men in Blue were seen practicing at Barsapara Cricket Stadium in Assam's Guwahati ahead of first T20I match against Sri Lanka. The final match of the series will be played on January 10.
Last Updated : Jan 6, 2020, 3:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.