ETV Bharat / bharat

ঐতিহাসিক মুহূর্ত, চাঁদের দক্ষিণ মেরুতে নামবে দেশের চন্দ্রযান 2 - Space Mission in Moon

এই অভিযান সফল হলে ভারত বিশ্বের মধ্যে চতুর্থ দেশ হিসাবে চাঁদে ‘পা’ রাখবে। আমেরিকা, রাশিয়া এবং চিন একাধিক বার একই ধরনের অভিযান করেছে।

চাঁদের দক্ষিণ মেরুতে নামবে দেশের চন্দ্রযান 2
author img

By

Published : Jul 14, 2019, 7:09 PM IST

শ্রীহরিকোটা, 14 জুলাই : ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে ভারত। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
রবিবার মাঝ রাতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান-2। পৌঁছে গিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও ।

এই উৎক্ষেপণের মূল উদ্দেশ্য, চাঁদের দক্ষিণ মেরুর রহস্যের সন্ধান করা। জ্যোতির্বিজ্ঞানীদের অনুমান, এই দক্ষিণাংশেই মিলতে পারে জল ও জীবাশ্মের সন্ধান। এর আগে দক্ষিণ মেরুতে কেউ সন্ধান করেনি। চাঁদের এই অঞ্চলের মাটি কেমন, সেখানে বরফের পুরু স্তর বা তরল জলের ধারা আদৌ উপস্থিত কি না তা খুঁজে দেখাই চন্দ্রযান-2-এর মূল উদ্দেশ্য। এই অভিযান সফল হলে ভারত বিশ্বের মধ্যে চতুর্থ দেশ হিসাবে চাঁদে ‘পা’ রাখবে। আমেরিকা, রাশিয়া এবং চিন একাধিক বার একই ধরনের অভিযান করেছে ।

ভারতীয় সময় রাত 2.51 মিনিটে মহাকাশে পাড়ি দেওয়ার কথা যানের । বিজ্ঞানীরা জানাচ্ছেন, 16 মিনিট পর মহাকাশের নির্দিষ্ট কক্ষপথে (অর্বিট) পৌঁছে যাবে মহাকাশ যানটি। অর্বিটার, বিক্রম নামের একটি ল্যান্ডার এবং রোভার প্রজ্ঞান- এই তিনটি মডেল থাকছে মহাকাশযানটিতে। অর্বিটারটি থাকবে চাঁদের উপরের অংশে। সেখান থেকে বিভিন্ন খনিজের ছবি তুলবে ও ম্যাপিং করা হবে। বিক্রম অর্থাৎ ল্যান্ডারটি চাঁদের ভূমিকম্প এবং তাপমাত্রা সংক্রান্ত বিষয়ে পর্যবেক্ষণ জারি রাখবে। পাশাপাশি, রোভারটি চলমান যানের মাধ্যমে চাঁদের মাটি পরীক্ষা-নিরীক্ষা করবে। এই নিয়ে দ্বিতীয়বার চন্দ্র অভিযানে নাম লিখিয়ে ফেলল ISRO। এর আগে 2008 সালের22 অক্টোবর উৎক্ষেপণ করা হয়েছিল চন্দ্রযান-1 ।

তিনটি অংশের প্রায় পুরোটাই ভারতে তৈরি । সে কারণেই খরচও হয়েছে খানিকটা কম । এই তিনটি অংশ এবং মূল মহাকাশযানের মিলিত ওজন প্রায় 3850 কেজি। চন্দ্রযান-2 তৈরিতে খরচ হয়েছে প্রায় 978 কোটি টাকা, যা সবচেয়ে কম খরচে হওয়া চন্দ্রাভিযানগুলির মধ্যে অন্যতম।

শ্রীহরিকোটা, 14 জুলাই : ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে ভারত। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
রবিবার মাঝ রাতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান-2। পৌঁছে গিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও ।

এই উৎক্ষেপণের মূল উদ্দেশ্য, চাঁদের দক্ষিণ মেরুর রহস্যের সন্ধান করা। জ্যোতির্বিজ্ঞানীদের অনুমান, এই দক্ষিণাংশেই মিলতে পারে জল ও জীবাশ্মের সন্ধান। এর আগে দক্ষিণ মেরুতে কেউ সন্ধান করেনি। চাঁদের এই অঞ্চলের মাটি কেমন, সেখানে বরফের পুরু স্তর বা তরল জলের ধারা আদৌ উপস্থিত কি না তা খুঁজে দেখাই চন্দ্রযান-2-এর মূল উদ্দেশ্য। এই অভিযান সফল হলে ভারত বিশ্বের মধ্যে চতুর্থ দেশ হিসাবে চাঁদে ‘পা’ রাখবে। আমেরিকা, রাশিয়া এবং চিন একাধিক বার একই ধরনের অভিযান করেছে ।

ভারতীয় সময় রাত 2.51 মিনিটে মহাকাশে পাড়ি দেওয়ার কথা যানের । বিজ্ঞানীরা জানাচ্ছেন, 16 মিনিট পর মহাকাশের নির্দিষ্ট কক্ষপথে (অর্বিট) পৌঁছে যাবে মহাকাশ যানটি। অর্বিটার, বিক্রম নামের একটি ল্যান্ডার এবং রোভার প্রজ্ঞান- এই তিনটি মডেল থাকছে মহাকাশযানটিতে। অর্বিটারটি থাকবে চাঁদের উপরের অংশে। সেখান থেকে বিভিন্ন খনিজের ছবি তুলবে ও ম্যাপিং করা হবে। বিক্রম অর্থাৎ ল্যান্ডারটি চাঁদের ভূমিকম্প এবং তাপমাত্রা সংক্রান্ত বিষয়ে পর্যবেক্ষণ জারি রাখবে। পাশাপাশি, রোভারটি চলমান যানের মাধ্যমে চাঁদের মাটি পরীক্ষা-নিরীক্ষা করবে। এই নিয়ে দ্বিতীয়বার চন্দ্র অভিযানে নাম লিখিয়ে ফেলল ISRO। এর আগে 2008 সালের22 অক্টোবর উৎক্ষেপণ করা হয়েছিল চন্দ্রযান-1 ।

তিনটি অংশের প্রায় পুরোটাই ভারতে তৈরি । সে কারণেই খরচও হয়েছে খানিকটা কম । এই তিনটি অংশ এবং মূল মহাকাশযানের মিলিত ওজন প্রায় 3850 কেজি। চন্দ্রযান-2 তৈরিতে খরচ হয়েছে প্রায় 978 কোটি টাকা, যা সবচেয়ে কম খরচে হওয়া চন্দ্রাভিযানগুলির মধ্যে অন্যতম।

New Delhi, July 14 (ANI): Today, Navjot Singh Sidhu resigned as minister from the Punjab cabinet. Congress leader Navjot Singh Sidhu tweeted copy of his resignation letter, states, "My letter to the Congress President Shri Rahul Gandhi Ji, submitted on 10 June 2019." Siddhu was stripped of the portfolios of local governments and tourism and culture on June 06. While speaking to ANI on this issue, BJP spokesperson Nalin Kohli said, "Sidhu was showing distrust on our Army. If Navjot Singh Sidhu has resigned, the reason should have been asked from the Congress party."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.