শ্রীহরিকোটা, 15 জুলাই : রাত 2টো 51 মিনিটে চন্দ্রযান 2-কে নিয়ে চাঁদের উদ্দেশে পাড়ি দেওয়ার কথা ছিল GSLV মার্ক থ্রি রকেটের। প্রযুক্তিগত ত্রুটির কারণে তা স্থগিত করল ISRO । লঞ্চের 56 মিনিট আগে তা স্থগিত করে দেওয়া হয় । তবে শীঘ্রই পরবর্তী দিনক্ষণ জানানো হবে বলে টুইট করেছেন ISRO-র জনসংযোগ আধিকারিক।
গত কয়েক বছরে মহাকাশ গবেষণায় নজির তৈরি করেছে ভারত । 2008 সালের 22 অক্টোবর উৎক্ষেপণ করা হয়েছিল চন্দ্রযান-1 । চন্দ্রযান-1-এর সফল অভিযানের পর বিশ্বের প্রথম দেশ হিসেবে প্রথম চেষ্টায় মঙ্গলের কক্ষে যান পাঠায় ভারত । এর পরই চাঁদের দক্ষিণ মেরুর রহস্যের সন্ধান করতে গিয়ে শুরু হয় চন্দ্রযান-2 অভিযানের পরিকল্পনা । জ্যোতির্বিজ্ঞানীদের অনুমান, এই দক্ষিণাংশেই পাওয়া যেতে পারে পানীয় জল ও জীবাশ্মের সন্ধান। এর আগে দক্ষিণ মেরুতে কেউ সন্ধান করেনি। চাঁদের এই অঞ্চলের মাটি কেমন, সেখানে বরফের পুরু স্তর বা তরল জলের ধারা আদৌ উপস্থিত কি না তা খুঁজে দেখাই চন্দ্রযান-2-এর মূল উদ্দেশ্য। এই অভিযান সফল হলে ভারত বিশ্বের মধ্যে চতুর্থ দেশ হিসেবে চাঁদে ‘পা’ রাখবে। আমেরিকা, রাশিয়া এবং চিন একাধিক বার একই ধরনের অভিযান করেছে ।
চন্দ্রযান-2-এর তিনটি অংশের প্রায় পুরোটাই ভারতে তৈরি । সে কারণেই খরচও হয়েছে খানিকটা কম । এই তিনটি অংশ এবং মূল মহাকাশযানের মিলিত ওজন প্রায় 3850 কেজি । চন্দ্রযান-2 তৈরিতে খরচ হয়েছে প্রায় 978 কোটি টাকা, যা সবচেয়ে কম খরচে হওয়া চন্দ্রাভিযানগুলির মধ্যে অন্যতম ।