ETV Bharat / bharat

প্রযুক্তিগত ত্রুটির কারণে স্থগিত চন্দ্রযান-2 অভিযান - sriharikota

লঞ্চের 56 মিনিট আগে প্রযুক্তিগত ত্রুটির কারণে চন্দ্রযান-2 অভিযান স্থগিত করল ISRO ।

প্রযুক্তিগত ত্রুটির কারণে স্থগিত চন্দ্রযান-2 অভিযান
author img

By

Published : Jul 15, 2019, 4:45 AM IST

শ্রীহরিকোটা, 15 জুলাই : রাত 2টো 51 মিনিটে চন্দ্রযান 2-কে নিয়ে চাঁদের উদ্দেশে পাড়ি দেওয়ার কথা ছিল GSLV মার্ক থ্রি রকেটের। প্রযুক্তিগত ত্রুটির কারণে তা স্থগিত করল ISRO । লঞ্চের 56 মিনিট আগে তা স্থগিত করে দেওয়া হয় । তবে শীঘ্রই পরবর্তী দিনক্ষণ জানানো হবে বলে টুইট করেছেন ISRO-র জনসংযোগ আধিকারিক।

গত কয়েক বছরে মহাকাশ গবেষণায় নজির তৈরি করেছে ভারত । 2008 সালের 22 অক্টোবর উৎক্ষেপণ করা হয়েছিল চন্দ্রযান-1 । চন্দ্রযান-1-এর সফল অভিযানের পর বিশ্বের প্রথম দেশ হিসেবে প্রথম চেষ্টায় মঙ্গলের কক্ষে যান পাঠায় ভারত । এর পরই চাঁদের দক্ষিণ মেরুর রহস্যের সন্ধান করতে গিয়ে শুরু হয় চন্দ্রযান-2 অভিযানের পরিকল্পনা । জ্যোতির্বিজ্ঞানীদের অনুমান, এই দক্ষিণাংশেই পাওয়া যেতে পারে পানীয় জল ও জীবাশ্মের সন্ধান। এর আগে দক্ষিণ মেরুতে কেউ সন্ধান করেনি। চাঁদের এই অঞ্চলের মাটি কেমন, সেখানে বরফের পুরু স্তর বা তরল জলের ধারা আদৌ উপস্থিত কি না তা খুঁজে দেখাই চন্দ্রযান-2-এর মূল উদ্দেশ্য। এই অভিযান সফল হলে ভারত বিশ্বের মধ্যে চতুর্থ দেশ হিসেবে চাঁদে ‘পা’ রাখবে। আমেরিকা, রাশিয়া এবং চিন একাধিক বার একই ধরনের অভিযান করেছে ।

চন্দ্রযান-2-এর তিনটি অংশের প্রায় পুরোটাই ভারতে তৈরি । সে কারণেই খরচও হয়েছে খানিকটা কম । এই তিনটি অংশ এবং মূল মহাকাশযানের মিলিত ওজন প্রায় 3850 কেজি । চন্দ্রযান-2 তৈরিতে খরচ হয়েছে প্রায় 978 কোটি টাকা, যা সবচেয়ে কম খরচে হওয়া চন্দ্রাভিযানগুলির মধ্যে অন্যতম ।

শ্রীহরিকোটা, 15 জুলাই : রাত 2টো 51 মিনিটে চন্দ্রযান 2-কে নিয়ে চাঁদের উদ্দেশে পাড়ি দেওয়ার কথা ছিল GSLV মার্ক থ্রি রকেটের। প্রযুক্তিগত ত্রুটির কারণে তা স্থগিত করল ISRO । লঞ্চের 56 মিনিট আগে তা স্থগিত করে দেওয়া হয় । তবে শীঘ্রই পরবর্তী দিনক্ষণ জানানো হবে বলে টুইট করেছেন ISRO-র জনসংযোগ আধিকারিক।

গত কয়েক বছরে মহাকাশ গবেষণায় নজির তৈরি করেছে ভারত । 2008 সালের 22 অক্টোবর উৎক্ষেপণ করা হয়েছিল চন্দ্রযান-1 । চন্দ্রযান-1-এর সফল অভিযানের পর বিশ্বের প্রথম দেশ হিসেবে প্রথম চেষ্টায় মঙ্গলের কক্ষে যান পাঠায় ভারত । এর পরই চাঁদের দক্ষিণ মেরুর রহস্যের সন্ধান করতে গিয়ে শুরু হয় চন্দ্রযান-2 অভিযানের পরিকল্পনা । জ্যোতির্বিজ্ঞানীদের অনুমান, এই দক্ষিণাংশেই পাওয়া যেতে পারে পানীয় জল ও জীবাশ্মের সন্ধান। এর আগে দক্ষিণ মেরুতে কেউ সন্ধান করেনি। চাঁদের এই অঞ্চলের মাটি কেমন, সেখানে বরফের পুরু স্তর বা তরল জলের ধারা আদৌ উপস্থিত কি না তা খুঁজে দেখাই চন্দ্রযান-2-এর মূল উদ্দেশ্য। এই অভিযান সফল হলে ভারত বিশ্বের মধ্যে চতুর্থ দেশ হিসেবে চাঁদে ‘পা’ রাখবে। আমেরিকা, রাশিয়া এবং চিন একাধিক বার একই ধরনের অভিযান করেছে ।

চন্দ্রযান-2-এর তিনটি অংশের প্রায় পুরোটাই ভারতে তৈরি । সে কারণেই খরচও হয়েছে খানিকটা কম । এই তিনটি অংশ এবং মূল মহাকাশযানের মিলিত ওজন প্রায় 3850 কেজি । চন্দ্রযান-2 তৈরিতে খরচ হয়েছে প্রায় 978 কোটি টাকা, যা সবচেয়ে কম খরচে হওয়া চন্দ্রাভিযানগুলির মধ্যে অন্যতম ।

Gaya (Bihar), July 15 (ANI): The students of Padampani School in Sevabigha village here collect waste materials on their way to school as their school fee. This step has been taken by the school authorities to create awareness among the children about the importance of protecting nature. Deepak Kumar, Vice Principal of the School, told ANI: "We started this school in 2014 and now we have around 250 students here. We impart free education and provide free uniform, books, mid-day meal to the students. Instead of fees, they are supposed to collect waste materials on their way to school and dispose it off in the dustbin kept outside the school." "We send all the waste materials for recycling. Our main focus is to instill awareness among the children to create a clean and green environment. With the help of students, we are taking care of more than 200 trees on the school premises." Manoj Samdarshi, the founder of Padampani School, said: "We are running this school on donation as most of the students belong to very poor families. However, we provide socio-cultural classes, along with other activities like sports. The school aims to keep areas around the world heritage site of the Mahabodhi temple clean and waste-free." Echoing the importance of protecting nature, a student said: "We collect waste as fees which are later sent for recycling. Along with good education, we are also taught to value the importance of nature. This helps us keep our area clean.


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.