ETV Bharat / bharat

1 ডিসেম্বর থেকে নতুন গাইডলাইন কেন্দ্রের - কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

কনটেন্টমেন্ট জ়োনে কড়া বিধি মানায় জোর দিতে বলা হয়েছে ৷ প্রকাশ্য স্থানে কেউ মাস্ক না পরলে জরিমানার মতো ব্যবস্থা নিতে পারে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ৷

New COVID-19 Guidelines
New COVID-19 Guidelines
author img

By

Published : Nov 25, 2020, 6:23 PM IST

দিল্লি, 25 নভেম্বর : আগের থেকে কমেছে দৈনিক সংক্রমণ ৷ তবে উদ্বেগ এখনও কাটেনি ৷ সংক্রমণ প্রতিরোধে কয়েকটি রাজ্য রাতে কারফিউ জারি করেছে ৷ এই পরিস্থিতিতে 1 ডিসেম্বর থেকে নতুন গাইডলাইন জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ নতুন গাইডলাইন 31 ডিসেম্বর পর্যন্ত জারি থাকবে ৷

আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একগুচ্ছ গাইডলাইন প্রকাশ করেছে ৷ যেসব এলাকায় গত কয়েক সপ্তাহে কোরোনা সংক্রমণ বেড়েছে, সেখানে কোরোনাবিধি কঠোর ভাবে যাতে মেনে চলা হয়, তা দেখতে বলা হয়েছে রাজ্যগুলিকে ৷

গাইডলাইনে বলা হয়েছে, দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা কমেছে ৷ কিন্তু, কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে উৎসব ও শীতের সময় কোরোনা সংক্রমণ বেড়েছে ৷ এই অবস্থায় কোরোনা মোকাবিলায় সচেতন থাকতে হবে ৷ কড়া নজরদারি চালাতে হবে কনটেন্টমেন্ট জ়োনে ৷ পরিস্থিতি অনুযায়ী, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল স্থানীয় বিধিনিষেধ জারি করতে পারে ৷

স্থানীয় বিধিনিষেধ-

প্রয়োজন অনুসারে রাতে কারফিউয়ের মতো ব্যবস্থা নিতে পারে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ৷ তবে কনটেন্টমেন্ট জ়োন ছাড়া রাজ্যজুড়ে কিংবা জেলা, শহরে লকডাউনের সিদ্ধান্ত নেবে না রাজ্য সরকারগুলি ৷ এক্ষেত্রে তাদের আগে কেন্দ্রের সঙ্গে আলোচনা করতে হবে ৷

  • অফিসে শারীরিক দূরত্ববিধি মেনে চলতে হবে ৷
  • 65 বছরের বেশি বয়স্ক মানুষ, গর্ভবতী, 10 বছরের নিচের নাবালক ও যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদের বাড়িতে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে গাইডলাইনে ৷ মিটিং, চিকিৎসককে দেখানোর মতো খুব প্রয়োজন ছাড়া তাঁদের বাইরে না বেরোনোর কথা বলা হয়েছে ৷
  • শুধুমাত্র ক্রীড়াবিদদের প্রশিক্ষণের জন্য সুইমিং পুল ব্যবহার করা যাবে ৷
  • সিনেমা হল ও থিয়েটারগুলিতে দর্শকসংখ্যা ধারণ ক্ষমতার সর্বোচ্চ 50 শতাংশ হতে পারে
  • কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিধি মেনে আন্তর্জাতিক উড়ানে চাপতে পারবেন যাত্রীরা
  • মাস্ক পরা, হাত স্যানিটাইজ় করা, শারীরিক দূরত্ববিধি নিয়ে রাজ্যগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে ৷ প্রকাশ্য স্থান বা কাজের জায়গায় কেউ মাস্ক না পরলে জরিমানা করতে পারে সরকার ৷
  • আরোগ্য সেতু অ্যাপ ব্যবহারে মানুষকে উৎসাহিত করতে হবে বলে এবারের গাইডলাইনেও জানিয়েছে কেন্দ্র ৷
  • বাজার, সাপ্তাহিক বাজার, গণ পরিবহনের মতো জায়গা যেখানে ভিড় হয়, সেখানে শারীরিক দূরত্ববিধি মানা নিয়ে SOP (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর) জারি করবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ৷ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তা বাস্তবায়িত করতে হবে ৷

দিল্লি, 25 নভেম্বর : আগের থেকে কমেছে দৈনিক সংক্রমণ ৷ তবে উদ্বেগ এখনও কাটেনি ৷ সংক্রমণ প্রতিরোধে কয়েকটি রাজ্য রাতে কারফিউ জারি করেছে ৷ এই পরিস্থিতিতে 1 ডিসেম্বর থেকে নতুন গাইডলাইন জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ নতুন গাইডলাইন 31 ডিসেম্বর পর্যন্ত জারি থাকবে ৷

আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একগুচ্ছ গাইডলাইন প্রকাশ করেছে ৷ যেসব এলাকায় গত কয়েক সপ্তাহে কোরোনা সংক্রমণ বেড়েছে, সেখানে কোরোনাবিধি কঠোর ভাবে যাতে মেনে চলা হয়, তা দেখতে বলা হয়েছে রাজ্যগুলিকে ৷

গাইডলাইনে বলা হয়েছে, দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা কমেছে ৷ কিন্তু, কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে উৎসব ও শীতের সময় কোরোনা সংক্রমণ বেড়েছে ৷ এই অবস্থায় কোরোনা মোকাবিলায় সচেতন থাকতে হবে ৷ কড়া নজরদারি চালাতে হবে কনটেন্টমেন্ট জ়োনে ৷ পরিস্থিতি অনুযায়ী, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল স্থানীয় বিধিনিষেধ জারি করতে পারে ৷

স্থানীয় বিধিনিষেধ-

প্রয়োজন অনুসারে রাতে কারফিউয়ের মতো ব্যবস্থা নিতে পারে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ৷ তবে কনটেন্টমেন্ট জ়োন ছাড়া রাজ্যজুড়ে কিংবা জেলা, শহরে লকডাউনের সিদ্ধান্ত নেবে না রাজ্য সরকারগুলি ৷ এক্ষেত্রে তাদের আগে কেন্দ্রের সঙ্গে আলোচনা করতে হবে ৷

  • অফিসে শারীরিক দূরত্ববিধি মেনে চলতে হবে ৷
  • 65 বছরের বেশি বয়স্ক মানুষ, গর্ভবতী, 10 বছরের নিচের নাবালক ও যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদের বাড়িতে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে গাইডলাইনে ৷ মিটিং, চিকিৎসককে দেখানোর মতো খুব প্রয়োজন ছাড়া তাঁদের বাইরে না বেরোনোর কথা বলা হয়েছে ৷
  • শুধুমাত্র ক্রীড়াবিদদের প্রশিক্ষণের জন্য সুইমিং পুল ব্যবহার করা যাবে ৷
  • সিনেমা হল ও থিয়েটারগুলিতে দর্শকসংখ্যা ধারণ ক্ষমতার সর্বোচ্চ 50 শতাংশ হতে পারে
  • কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিধি মেনে আন্তর্জাতিক উড়ানে চাপতে পারবেন যাত্রীরা
  • মাস্ক পরা, হাত স্যানিটাইজ় করা, শারীরিক দূরত্ববিধি নিয়ে রাজ্যগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে ৷ প্রকাশ্য স্থান বা কাজের জায়গায় কেউ মাস্ক না পরলে জরিমানা করতে পারে সরকার ৷
  • আরোগ্য সেতু অ্যাপ ব্যবহারে মানুষকে উৎসাহিত করতে হবে বলে এবারের গাইডলাইনেও জানিয়েছে কেন্দ্র ৷
  • বাজার, সাপ্তাহিক বাজার, গণ পরিবহনের মতো জায়গা যেখানে ভিড় হয়, সেখানে শারীরিক দূরত্ববিধি মানা নিয়ে SOP (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর) জারি করবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ৷ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তা বাস্তবায়িত করতে হবে ৷
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.