ETV Bharat / bharat

সাবধান : অ্যালকোহল জাতীয় স্যানিটাইজ়ার কিন্তু দাহ্য! - কোরোনাভাইরাসের চিকিৎসা

হাত পরিষ্কার রাখতে মানুষ স্পষ্টভাবে হাত ধোওয়ার জন্য সাবানের পরিবর্তে স্যানিটাইজ়ার ব্যবহার করতেই বেশি পছন্দ করেন কারণ সাবান ব্যবহার করার পর হাত জল দিয়ে ধুতে হয়, যা স্যানিটাইজারের ক্ষেত্রে দরকার লাগে না। হ্যান্ড স্যানিটাইজ়ারে অ্যালকোহলের মাত্রা 60 থেকে 90 শতাংশের মধ্যে থাকে। কিন্তু এই অ্যালকোহল মিশ্রিত উপাদান দাহ্য কারণ উত্তাপ 100 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকলেও এতে আগুন ধরে যেতে পারে। তালুতে স্যানিটাইজ়ার মেখে গ্যাস স্টোভ জ্বালতে গেলে কিংবা একটি দেশলাই কাঠি জ্বালতে গেলেও হাতে আগুন ধরে যেতে পারে।

image
স্যানিটাইজ়ার
author img

By

Published : Mar 26, 2020, 6:03 PM IST

যে রকম বিধ্বংসী ভাবে করোনার প্রকোপ ছড়িয়েছে, তাতে এই নামের সঙ্গে স্যানিটাইজ়ার এবং ফেস মাস্ক, শব্দগুলি একেবারে সমার্থক হয়ে পড়েছে। প্যাথোলজিস্টদের দাবি, স্যানিটাইজ়ার বার বার ব্যবহার করে এই ভাইরাসের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু স্যানিটাইজ়ারগুলির স্পর্শে হাতের তালুগুলিতে শীতল ভাব অনুভূত হলেও এ কথা ভুললে চলবে না যে সেগুলি আদপে দাহ্য বস্তু। ভাবছেন কীভাবে? সাম্প্রতিক কালে বেশিরভাগ মানুষই অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজ়ার ব্যবহার করছেন। কিন্তু বাজার বিশেষজ্ঞরা সাবধান করে দিচ্ছেন এই বলে যে, যদিও অ্যালকোহলজাতী স্যানিটাইজ়ারের ব্যবহারে ভাইরাস সংক্রমণ প্রতিহত হয়, তবু এর ফলে গৃহবধূ এবং শিশুরা বিপদের মুখে পড়তে পারেন। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-র (CDC) তরফে প্রকাশিত একটি রিপোর্টে অ্যালকোহলজাতীয় হ্যান্ড স্যানিটাইজ়ারের ব্যবহারের ঝুঁকিগুলির সম্পর্কে বলা হয়েছে।

স্বাস্থ্যকর্মীদের সুপারিশ অনুযায়ী, মানুষজন যদি বাড়ির ভিতরেও সর্বক্ষণ থাকেন, তাহলেও তাদের বার বার হাত ধোওয়া উচিত। আর হাত পরিষ্কার রাখতে মানুষ স্পষ্টভাবে হাত ধোওয়ার জন্য সাবানের পরিবর্তে স্যানিটাইজ়ার ব্যবহার করতেই বেশি পছন্দ করেন কারণ সাবান ব্যবহার করার পর হাত জল দিয়ে ধুতে হয়, যা স্যানিটাইজারের ক্ষেত্রে দরকার লাগে না। হ্যান্ড স্যানিটাইজ়ারে অ্যালকোহলের মাত্রা 60 থেকে 90 শতাংশের মধ্যে থাকে। কিন্তু এই অ্যালকোহল মিশ্রিত উপাদান দাহ্য কারণ উত্তাপ 100 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকলেও এতে আগুন ধরে যেতে পারে। তালুতে স্যানিটাইজ়ার মেখে গ্যাস স্টোভ জ্বালতে গেলে কিংবা একটি দেশলাই কাঠি জ্বালতে গেলেও হাতে আগুন ধরে যেতে পারে। আর স্যানিটাইজ়ারে অ্যালকোহলের মাত্রার সঙ্গে তার মাধ্যমে আগুন ধরে যাওয়ার ঝুঁকি প্রত্যক্ষভাবে সমানুপাতিক। CDC রিপোর্টে বলা হয়েছে যে, এই স্যানিটাইজ়ারের ব্যবহার শিশুদের পক্ষেও বিপজ্জনক হয়ে উঠতে পারে। রিপোর্টে শিশুদের দুটি বয়সগত শ্রেণিতে ভাগ করা হয়েছে, 0 থেকে 5 এবং 6 থেকে 10 বছর।

এখনও পর্যন্ত যত দুর্ঘটনা ঘটেছে, তার 91 শতাংশই হয়েছে 0 থেকে 5 বছর বয়সি শিশুদের সঙ্গে। এই বয়সি শিশুদের ক্ষেত্রে প্রভাব অপেক্ষাকৃত বেশি। পাঁচ বছরের ঊর্ধ্বে বয়স যে শিশুদের, তাদের ক্ষেত্রে ত্বক এবং গলার রোগ হতে পারে। কখনও কখনও শিশুরা দুর্ঘটনাবশত স্যানিটাইজ়ার ব্যবহার করার পর নিজেদের হাত মুখে দিয়ে দেয়। যার ফলে তাদের একগুচ্ছ রোগব্যধি হতে পারে। যেমন বমি, গলাব্যথা, তলপেটে ব্যথা এবং ডায়রিয়া। কিছু বিরল ক্ষেত্রে ফুসফুসের সমস্যা যেমন শ্বাসকষ্ট এবং অন্যান্য জটিল উপসর্গ যেমন কোমা, হাইপোগ্লাইসিমিয়া, বিপাক ক্ষমতা হ্রাস পাওয়া প্রভৃতিও হতে পারে। বিশেষজ্ঞরা জোর গলায় সুপারিশ করছেন, COVID-19 এর সংক্রমণ রুখতে হাত বার বার ধুয়ে ফেলা বাঞ্ছনীয়। এমনকী, তাঁরা এ-ও বলছেন স্যানিটাইজ়ারের বদলে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। তাঁরা সকলের কাছে এই আবেদন করছেন যেন, বাড়িতে থাকলেও প্রত্যেকে 15 মিনিট অন্তর হাত ধুয়ে ফেলুন ।

যে রকম বিধ্বংসী ভাবে করোনার প্রকোপ ছড়িয়েছে, তাতে এই নামের সঙ্গে স্যানিটাইজ়ার এবং ফেস মাস্ক, শব্দগুলি একেবারে সমার্থক হয়ে পড়েছে। প্যাথোলজিস্টদের দাবি, স্যানিটাইজ়ার বার বার ব্যবহার করে এই ভাইরাসের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু স্যানিটাইজ়ারগুলির স্পর্শে হাতের তালুগুলিতে শীতল ভাব অনুভূত হলেও এ কথা ভুললে চলবে না যে সেগুলি আদপে দাহ্য বস্তু। ভাবছেন কীভাবে? সাম্প্রতিক কালে বেশিরভাগ মানুষই অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজ়ার ব্যবহার করছেন। কিন্তু বাজার বিশেষজ্ঞরা সাবধান করে দিচ্ছেন এই বলে যে, যদিও অ্যালকোহলজাতী স্যানিটাইজ়ারের ব্যবহারে ভাইরাস সংক্রমণ প্রতিহত হয়, তবু এর ফলে গৃহবধূ এবং শিশুরা বিপদের মুখে পড়তে পারেন। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-র (CDC) তরফে প্রকাশিত একটি রিপোর্টে অ্যালকোহলজাতীয় হ্যান্ড স্যানিটাইজ়ারের ব্যবহারের ঝুঁকিগুলির সম্পর্কে বলা হয়েছে।

স্বাস্থ্যকর্মীদের সুপারিশ অনুযায়ী, মানুষজন যদি বাড়ির ভিতরেও সর্বক্ষণ থাকেন, তাহলেও তাদের বার বার হাত ধোওয়া উচিত। আর হাত পরিষ্কার রাখতে মানুষ স্পষ্টভাবে হাত ধোওয়ার জন্য সাবানের পরিবর্তে স্যানিটাইজ়ার ব্যবহার করতেই বেশি পছন্দ করেন কারণ সাবান ব্যবহার করার পর হাত জল দিয়ে ধুতে হয়, যা স্যানিটাইজারের ক্ষেত্রে দরকার লাগে না। হ্যান্ড স্যানিটাইজ়ারে অ্যালকোহলের মাত্রা 60 থেকে 90 শতাংশের মধ্যে থাকে। কিন্তু এই অ্যালকোহল মিশ্রিত উপাদান দাহ্য কারণ উত্তাপ 100 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকলেও এতে আগুন ধরে যেতে পারে। তালুতে স্যানিটাইজ়ার মেখে গ্যাস স্টোভ জ্বালতে গেলে কিংবা একটি দেশলাই কাঠি জ্বালতে গেলেও হাতে আগুন ধরে যেতে পারে। আর স্যানিটাইজ়ারে অ্যালকোহলের মাত্রার সঙ্গে তার মাধ্যমে আগুন ধরে যাওয়ার ঝুঁকি প্রত্যক্ষভাবে সমানুপাতিক। CDC রিপোর্টে বলা হয়েছে যে, এই স্যানিটাইজ়ারের ব্যবহার শিশুদের পক্ষেও বিপজ্জনক হয়ে উঠতে পারে। রিপোর্টে শিশুদের দুটি বয়সগত শ্রেণিতে ভাগ করা হয়েছে, 0 থেকে 5 এবং 6 থেকে 10 বছর।

এখনও পর্যন্ত যত দুর্ঘটনা ঘটেছে, তার 91 শতাংশই হয়েছে 0 থেকে 5 বছর বয়সি শিশুদের সঙ্গে। এই বয়সি শিশুদের ক্ষেত্রে প্রভাব অপেক্ষাকৃত বেশি। পাঁচ বছরের ঊর্ধ্বে বয়স যে শিশুদের, তাদের ক্ষেত্রে ত্বক এবং গলার রোগ হতে পারে। কখনও কখনও শিশুরা দুর্ঘটনাবশত স্যানিটাইজ়ার ব্যবহার করার পর নিজেদের হাত মুখে দিয়ে দেয়। যার ফলে তাদের একগুচ্ছ রোগব্যধি হতে পারে। যেমন বমি, গলাব্যথা, তলপেটে ব্যথা এবং ডায়রিয়া। কিছু বিরল ক্ষেত্রে ফুসফুসের সমস্যা যেমন শ্বাসকষ্ট এবং অন্যান্য জটিল উপসর্গ যেমন কোমা, হাইপোগ্লাইসিমিয়া, বিপাক ক্ষমতা হ্রাস পাওয়া প্রভৃতিও হতে পারে। বিশেষজ্ঞরা জোর গলায় সুপারিশ করছেন, COVID-19 এর সংক্রমণ রুখতে হাত বার বার ধুয়ে ফেলা বাঞ্ছনীয়। এমনকী, তাঁরা এ-ও বলছেন স্যানিটাইজ়ারের বদলে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। তাঁরা সকলের কাছে এই আবেদন করছেন যেন, বাড়িতে থাকলেও প্রত্যেকে 15 মিনিট অন্তর হাত ধুয়ে ফেলুন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.