সিকিম, 17 এপ্রিল : দেশে কোরোনা সংক্রমণ রুখতে লকডাউনের মেয়াদ বাড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 3 মে পর্যন্ত চলবে লকডাউন ৷ লকডাউনে সরকারি নির্দেশিকাগুলি কঠোরভাবে অনুসরণ করছে সিকিম ৷ এমনই এক ছবি দেখা গেল সিকিম-পশ্চিমবঙ্গ সীমান্তে ৷
মঙ্গলবার শিলিগুড়িতে থাকা পরিবারকে আনতে সরকারি গাড়ি পাঠান সিকিম হাইকোর্টের বিচারপতি ৷ কিন্তু, পশ্চিমবঙ্গের সীমান্তে এলে গাড়িকে সীমান্ত পার করতে বাধা দেন মহকুমাশাসক) ৷ বিচারপতি ভাস্কর প্রধান তাঁর সরকারি গাড়ি শিলিগুড়ি থেকে পরিবারকে আনতে পাঠিয়েছিলেন ৷ গাড়িতে ই-পাসও ছিল ৷ তবে, জেলা প্রশাসকের মতে, এই ই-পাস শুধুমাত্র জরুরি পরিষেবায় ব্যবহারের জন্য ৷ সিকিম-পশ্চিমবঙ্গ সীমান্তে বিচারপতির গাড়ি পৌঁছালে মহকুমাশাসক গাড়িটি দাঁড় করান এবং যাত্রার বিস্তারিত কারণ জানতে চান ৷
গাড়ি চালক জানান, তিনি বিচারপতি ভাস্কর প্রধানের পরিবারকে ফিরিয়ে আনতে যাচ্ছেন ৷ এটা শোনার পরই মহকুমাশাসক গাড়ি চালককে ফিরে যেতে বলেন ৷ সঙ্গে সঙ্গে বিচারপতির সঙ্গে যোগাযোগ করেন চালক ৷ তবে, আধিকারিকরা যা বলছেন তা মেনে নিয়ে চালককে ফিরে আসার জন্যই বলেন বিচারপতি ভাস্কর প্রধান ৷
পরে মহকুমাশাসক কমল রাই একটি সংবাদমাধ্যমে ঘটনাটি বিস্তারিতভাবে জানান ৷ তিনি বলেন, তিনি রংপো চেকপোস্টে ছিলেন ৷ তখনই বিচারপতির সরকারি গাড়িটি এসে দাঁড়ায় ৷ তিনি চালককে জিজ্ঞাসাবাদ করেন ৷ চালক জানান, গাড়িটি বিচারপতির পরিবারকে আনতে শিলিগুড়ি যাচ্ছে ৷
কমল রাই বলেন, "কিন্তু, আমি তাঁকে ফিরে যেতে বলি ৷ কমপক্ষে যতদিন লকডাউন চলছে, ততদিন কোনও গাড়িরই সিকিম সীমান্ত পেরোনোর অনুমতি নেই ৷ গাড়ি চালক বিচারপতির সঙ্গে ফোনে কথা বলেন ৷ তারপর ফিরে যেতে রাজি হন ৷" তিনি সবার সঙ্গে একই কাজ করছেন বলে জানান ৷ বিচারপতিও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেছেন এবং চালককে ফিরে যেতে বলেছেন ৷
সিকিমে এখনও পর্যন্ত কেউ কোরোনায় আক্রান্ত হননি ৷ কিন্তু, বাকি রাজ্যগুলিতে কোরোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ বাড়ছে মৃত্যু সংখ্যাও ৷ তাই লকডাউনের মেয়াদ 3 মে পর্যন্ত বাড়িয়েছেন প্রধানমন্ত্রী ৷ এই লকডাউনে শুধুমাত্র জরুরি পরিষেবার গাড়িগুলি আন্তঃরাজ্য যাতায়াত করতে পারবে ৷ বাকি পরিবহন পরিষেবা সবই এখন বন্ধ থাকবে ৷