দিল্লি, 20 জানুয়ারি : নাগরিকত্ব সংশোধনী(2019) আইনের প্রতিবাদে দেশের নানা প্রান্তে বিক্ষোভ চলছে । আগেই উত্তর-পূর্বের একাধিক জায়গায় সরব হয়েছেন মানুষজন । ছাত্র-ছাত্রী থেকে বুদ্ধিজীবীদের একাংশ এই আইনের বিরুদ্ধে পথে নেমেছেন । এর মাঝে BJP-র নেতা চন্দ্রকুমার বোসের বক্তব্য নিয়ে চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে । গতকাল চন্দ্রকুমার বোস বলেন, "আমাদের মানুষজনকে CAA-র সুযোগ-সুবিধা বোঝাতে হবে । শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতা আছে বলে আমরা সন্ত্রাসের রাজনীতি করতে পারি না ।"
অসম, দিল্লি, উত্তরপ্রদেশ সহ দেশের নানা রাজ্যের মতো একই পরিস্থিতি পশ্চিমবঙ্গেও । মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই CAA-র বিরুদ্ধে মিছিল করেছেন । ধরনায় বসেছেন । জনসভা থেকে তাঁর স্পষ্ট বার্তা ছিল, তাঁর দেহের উপর দিয়ে NRC, CAA করতে হবে । অন্যদিকে, BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে তাড়াবেন তিনি । NRC, CAA হবেই । এই পরিস্থিতিতে চন্দ্র বোসের বক্তব্যে দলের অভ্যন্তরে নতুন জল্পনা তৈরি করেছে । গতকাল চন্দ্র বোস বলেন, "সাধারণ মানুষদের বোঝাতে হবে আমাদের যে, আমরা ঠিক তারা ভুল । তবে মানুষজনের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না । শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতা আছে বলেই আমরা সন্ত্রাসবাদের রাজনীতি করতে পারি না । আসুন আমরা সাধারণ মানুষের কাছে যাই । তাঁদের CAA-র সুযোগ-সুবিধা ব্যাখ্যা করি । একটি বিল পাশ হয়ে আইনে পরিণত হওয়ার পর তা রাজ্য সরকারদের উপর বাধ্যতামূলক হয় । পুরো বিষয়টি আইনি । কিন্তু একটি গণতান্ত্রিক দেশের নাগরিকদের উপর আপনি কোনও আইন চাপিয়ে দিতে পারেন না ।"
-
CK Bose, BJP: Our job is to explain to people that we are right and they are wrong. You cannot be abusive. Just because we have numbers today we cannot do terror politics. Let us go to people explaining benefits of CAA.
— ANI (@ANI) January 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">CK Bose, BJP: Our job is to explain to people that we are right and they are wrong. You cannot be abusive. Just because we have numbers today we cannot do terror politics. Let us go to people explaining benefits of CAA.
— ANI (@ANI) January 20, 2020CK Bose, BJP: Our job is to explain to people that we are right and they are wrong. You cannot be abusive. Just because we have numbers today we cannot do terror politics. Let us go to people explaining benefits of CAA.
— ANI (@ANI) January 20, 2020
তিনি আরও জানান, এই বিলে কিছু সংশোধন করার পরামর্শ দিয়েছেন তিনি । যা CAA বিরোধী প্রচারের যোগ্য জবাব দেবে । চন্দ্রকুমারের বক্তব্য, আমাদের নির্দিষ্ট করে বলতে হবে যে এই আইন নিপীড়িত সংখ্যালঘুদের জন্য । আমাদের কোনও ধর্মের কথা উল্লেখ করা উচিত নয় । আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা হওয়া উচিত ।