দিল্লি, 31 মে : প্রত্যাশা মতোই অমিত শাহকে গুরুত্বপূর্ণ দায়িত্বে আনলেন নরেন্দ্র মোদি । স্বরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল তাঁর কাঁধে । নতুন প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন রাজনাথ সিং । অর্থমন্ত্রক যাচ্ছে নির্মলা সীতারমনের হাতে । তবে একাধিক মন্ত্রকের দায়িত্ব নিজের কাঁধেই রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কর্মীবর্গ, পারমাণবিক শক্তি, মহাকাশ, গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারক মন্ত্রক, যেসব মন্ত্রকের দায়িত্ব এখনও কাউকে দেওয়া হয়নি, সেই সবই সামলাবেন মোদি নিজেই ।
এবার শপথ গ্রহণের দিন থেকে যাঁকে নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা ছিল, সেই এস জয়শংকর পেলেন বিদেশমন্ত্রকের দায়িত্ব । অর্থাৎ নরেন্দ্র মোদি বুঝিয়ে দিলেন, জয়শংকরকে দিয়ে বৈদেশিক সম্পর্ক মজবুত করতে চাইছেন তিনি । রেলমন্ত্রী হচ্ছেন পীযূষ গোয়েল । পাশাপাশি, বাণিজ্য মন্ত্রকের দায়িত্ব থাকছে তাঁর হাতে ।
আমেথিতে রাহুল গান্ধিকে হারানোর পুরস্কার পেলেন স্মৃতি ইরানিও । শিশু ও নারীকল্যাণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁর কাঁধে । রামবিলাস পাসোয়ানকে দেওয়া হয়েছে ক্রেতা সুরক্ষা ও খাদ্য বণ্টনের মতো মন্ত্রকের দায়িত্ব ।
প্রত্যাশা মতোই আইনমন্ত্রকের দায়িত্ব থাকল রবিশংকর প্রসাদের হাতেই । পাশাপাশি, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের দায়িত্বও থাকছে তাঁর কাঁধে ।
পরিবেশ, বন ও আবহাওয়া মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হলেন বাবুল সুপ্রিয় । দেবশ্রী চৌধুরিকে নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী করা হয়েছে ।
এছাড়া কারা কারা পেলেন কী কী দায়িত্ব :
- অর্জুন মুন্ডা : আদিবাসী কল্যাণ
- ধর্মেন্দ্র প্রধান : পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস
- রমেশ পোখরিয়াল নিশাঙ্ক : মানব সম্পদ উন্নয়ন
- গিরিরাজ সিং : পশুপ্রতিপালন, দুগ্ধ ও মৎস্য
- নীতিন গড়করি : সড়ক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প
- নরেন্দ্র সিং তোমর : কৃষি, গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ
- প্রকাশ জাওড়েকর : ক্রেতা সুরক্ষা ও খাদ্য বণ্টন