ETV Bharat / bharat

স্বরাষ্ট্রে অমিত শাহ, অর্থে নির্মলা, রেলের দায়িত্বে পীযূষ - Cabinet portfolio

স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব পেলেন অমিত শাহ । প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন রাজনাথ সিং । অর্থমন্ত্রক যাচ্ছে নির্মলা সীতারমনের হাতে ।

ফাইল ফোটো
author img

By

Published : May 31, 2019, 1:04 PM IST

Updated : May 31, 2019, 4:15 PM IST

দিল্লি, 31 মে : প্রত্যাশা মতোই অমিত শাহকে গুরুত্বপূর্ণ দায়িত্বে আনলেন নরেন্দ্র মোদি । স্বরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল তাঁর কাঁধে । নতুন প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন রাজনাথ সিং । অর্থমন্ত্রক যাচ্ছে নির্মলা সীতারমনের হাতে । তবে একাধিক মন্ত্রকের দায়িত্ব নিজের কাঁধেই রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কর্মীবর্গ, পারমাণবিক শক্তি, মহাকাশ, গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারক মন্ত্রক, যেসব মন্ত্রকের দায়িত্ব এখনও কাউকে দেওয়া হয়নি, সেই সবই সামলাবেন মোদি নিজেই ।

এবার শপথ গ্রহণের দিন থেকে যাঁকে নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা ছিল, সেই এস জয়শংকর পেলেন বিদেশমন্ত্রকের দায়িত্ব । অর্থাৎ নরেন্দ্র মোদি বুঝিয়ে দিলেন, জয়শংকরকে দিয়ে বৈদেশিক সম্পর্ক মজবুত করতে চাইছেন তিনি । রেলমন্ত্রী হচ্ছেন পীযূষ গোয়েল । পাশাপাশি, বাণিজ্য মন্ত্রকের দায়িত্ব থাকছে তাঁর হাতে ।

আমেথিতে রাহুল গান্ধিকে হারানোর পুরস্কার পেলেন স্মৃতি ইরানিও । শিশু ও নারীকল্যাণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁর কাঁধে । রামবিলাস পাসোয়ানকে দেওয়া হয়েছে ক্রেতা সুরক্ষা ও খাদ্য বণ্টনের মতো মন্ত্রকের দায়িত্ব ।

প্রত্যাশা মতোই আইনমন্ত্রকের দায়িত্ব থাকল রবিশংকর প্রসাদের হাতেই । পাশাপাশি, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের দায়িত্বও থাকছে তাঁর কাঁধে ।

পরিবেশ, বন ও আবহাওয়া মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হলেন বাবুল সুপ্রিয় । দেবশ্রী চৌধুরিকে নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী করা হয়েছে ।

এছাড়া কারা কারা পেলেন কী কী দায়িত্ব :

  • অর্জুন মুন্ডা : আদিবাসী কল্যাণ
  • ধর্মেন্দ্র প্রধান : পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস
  • রমেশ পোখরিয়াল নিশাঙ্ক : মানব সম্পদ উন্নয়ন
  • গিরিরাজ সিং : পশুপ্রতিপালন, দুগ্ধ ও মৎস্য
  • নীতিন গড়করি : সড়ক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প
  • নরেন্দ্র সিং তোমর : কৃষি, গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ
  • প্রকাশ জাওড়েকর : ক্রেতা সুরক্ষা ও খাদ্য বণ্টন

দিল্লি, 31 মে : প্রত্যাশা মতোই অমিত শাহকে গুরুত্বপূর্ণ দায়িত্বে আনলেন নরেন্দ্র মোদি । স্বরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল তাঁর কাঁধে । নতুন প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন রাজনাথ সিং । অর্থমন্ত্রক যাচ্ছে নির্মলা সীতারমনের হাতে । তবে একাধিক মন্ত্রকের দায়িত্ব নিজের কাঁধেই রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কর্মীবর্গ, পারমাণবিক শক্তি, মহাকাশ, গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারক মন্ত্রক, যেসব মন্ত্রকের দায়িত্ব এখনও কাউকে দেওয়া হয়নি, সেই সবই সামলাবেন মোদি নিজেই ।

এবার শপথ গ্রহণের দিন থেকে যাঁকে নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা ছিল, সেই এস জয়শংকর পেলেন বিদেশমন্ত্রকের দায়িত্ব । অর্থাৎ নরেন্দ্র মোদি বুঝিয়ে দিলেন, জয়শংকরকে দিয়ে বৈদেশিক সম্পর্ক মজবুত করতে চাইছেন তিনি । রেলমন্ত্রী হচ্ছেন পীযূষ গোয়েল । পাশাপাশি, বাণিজ্য মন্ত্রকের দায়িত্ব থাকছে তাঁর হাতে ।

আমেথিতে রাহুল গান্ধিকে হারানোর পুরস্কার পেলেন স্মৃতি ইরানিও । শিশু ও নারীকল্যাণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁর কাঁধে । রামবিলাস পাসোয়ানকে দেওয়া হয়েছে ক্রেতা সুরক্ষা ও খাদ্য বণ্টনের মতো মন্ত্রকের দায়িত্ব ।

প্রত্যাশা মতোই আইনমন্ত্রকের দায়িত্ব থাকল রবিশংকর প্রসাদের হাতেই । পাশাপাশি, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের দায়িত্বও থাকছে তাঁর কাঁধে ।

পরিবেশ, বন ও আবহাওয়া মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হলেন বাবুল সুপ্রিয় । দেবশ্রী চৌধুরিকে নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী করা হয়েছে ।

এছাড়া কারা কারা পেলেন কী কী দায়িত্ব :

  • অর্জুন মুন্ডা : আদিবাসী কল্যাণ
  • ধর্মেন্দ্র প্রধান : পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস
  • রমেশ পোখরিয়াল নিশাঙ্ক : মানব সম্পদ উন্নয়ন
  • গিরিরাজ সিং : পশুপ্রতিপালন, দুগ্ধ ও মৎস্য
  • নীতিন গড়করি : সড়ক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প
  • নরেন্দ্র সিং তোমর : কৃষি, গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ
  • প্রকাশ জাওড়েকর : ক্রেতা সুরক্ষা ও খাদ্য বণ্টন

New Delhi, May 31 (ANI): Prime Minister Narendra Modi held bilateral meeting with Sri Lankan President Maithripala Sirisena. PM Modi began bi-lateral interactions after taking oath as the 15th Prime Minister of India. Last night he met Kyrgyzstan President Sooronbay Jeenbekov. Several BIMSTEC leaders arrived in India to take part in PM Modi's oath-taking ceremony.
Last Updated : May 31, 2019, 4:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.