ETV Bharat / bharat

স্কুল শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে STARS প্রোগ্রামে অনুমোদন মন্ত্রিসভার - নতুন শিক্ষানীতির

হিমাচলপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কেরালা, এবং ওড়িশা এই 6 টি রাজ্যে শিক্ষাব্যবস্থার মানোন্নয়নের জন্য STARS প্রোগ্রাম শুরু করা হবে । জানালেন কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাওড়েকর ।

Prakash Jadvrekar
Prakash Jadvrekar
author img

By

Published : Oct 14, 2020, 9:25 PM IST

দিল্লি, 14 অক্টোবর : নতুন শিক্ষানীতির অধীনে স্ট্রেন্থেনিং টিচিং লার্নিং অ্যান্ড রেজ়াল্টস ফর স্টেটস (STARS) প্রোগ্রামকে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা ।

মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাওড়েকর জানান, বিশ্ব ব্যাঙ্ক এতে সহযোগিতা করেছে । বলেন, "ভারত ইতিমধ্যেই নতুন শিক্ষানীতির বাস্তবায়নের জন্য পথে পা বাড়িয়েছে, যার মূল ভিত্তি হল শেখার সঙ্গে বোঝা । কারণ কী শিখলাম সেটা গুরুত্বপূর্ণ । শেখার মান আরও উন্নত হওয়া প্রয়োজন । তাই এই নতুন প্রোগ্রামকে আজ অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা । "

তিনি আরও বলেন, " শিক্ষকদের আরও প্রশিক্ষণের প্রয়োজন । বোর্ড স্তরের পরীক্ষাকে আরও উন্নত করতে হবে । পৃথক মূল্যায়ন প্রতিষ্ঠান থাকবে যাকে কার্যকরী করা হবে । এর জন্য বিশ্ব ব্যাঙ্ক 3,700 কোটি টাকা দেবে কেন্দ্রীয় সরকারকে । রাজ্য সরকারগুলির তরফে 2,000 কোটি টাকা দেওয়া হবে ।" জানান, হিমাচল প্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কেরালা, এবং ওড়িশা এই 6 টি রাজ্যে শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে এই প্রোগ্রাম শুরু করা হবে ।

পাশাপাশি তিনি আরও বলেন, "5,718 কোটি টাকা খরচ করে ADB কর্পোরেশন এই একই রকম প্রোগ্রাম চালু করতে চলেছে গুজরাত, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, অসম এবং তামিলনাড়ুতে । মৌলিক সাক্ষরতার জন্য এই অর্থ খরচ করা হবে ।"

দিল্লি, 14 অক্টোবর : নতুন শিক্ষানীতির অধীনে স্ট্রেন্থেনিং টিচিং লার্নিং অ্যান্ড রেজ়াল্টস ফর স্টেটস (STARS) প্রোগ্রামকে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা ।

মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাওড়েকর জানান, বিশ্ব ব্যাঙ্ক এতে সহযোগিতা করেছে । বলেন, "ভারত ইতিমধ্যেই নতুন শিক্ষানীতির বাস্তবায়নের জন্য পথে পা বাড়িয়েছে, যার মূল ভিত্তি হল শেখার সঙ্গে বোঝা । কারণ কী শিখলাম সেটা গুরুত্বপূর্ণ । শেখার মান আরও উন্নত হওয়া প্রয়োজন । তাই এই নতুন প্রোগ্রামকে আজ অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা । "

তিনি আরও বলেন, " শিক্ষকদের আরও প্রশিক্ষণের প্রয়োজন । বোর্ড স্তরের পরীক্ষাকে আরও উন্নত করতে হবে । পৃথক মূল্যায়ন প্রতিষ্ঠান থাকবে যাকে কার্যকরী করা হবে । এর জন্য বিশ্ব ব্যাঙ্ক 3,700 কোটি টাকা দেবে কেন্দ্রীয় সরকারকে । রাজ্য সরকারগুলির তরফে 2,000 কোটি টাকা দেওয়া হবে ।" জানান, হিমাচল প্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কেরালা, এবং ওড়িশা এই 6 টি রাজ্যে শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে এই প্রোগ্রাম শুরু করা হবে ।

পাশাপাশি তিনি আরও বলেন, "5,718 কোটি টাকা খরচ করে ADB কর্পোরেশন এই একই রকম প্রোগ্রাম চালু করতে চলেছে গুজরাত, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, অসম এবং তামিলনাড়ুতে । মৌলিক সাক্ষরতার জন্য এই অর্থ খরচ করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.